Advertisement
০৪ মে ২০২৪

রাউলকে ধরার চ্যালেঞ্জ আজ রোনাল্ডোর

গ্যারেথ বেল নেই। তবু বিপদের ঘণ্টা বাজছে না রিয়াল মাদ্রিদে। বুধবার স্প্যানিশ ক্লাবের সামনে যতই লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের কঠিন চ্যালেঞ্জ থাকুক না কেন, তিনি আছেন যে। চলতি মরসুমে যাঁর ফর্মের আগুনের সামনে যেই পড়েছে ঝলসে গিয়েছে। তা সে লা লিগা হোক, চ্যাম্পিয়ন্স লিগ বা জাতীয় দলের প্রতিপক্ষ। ১৩ ম্যাচে এ মরসুমে এখনও পর্যন্ত তাঁর গোল ২০। তিনি-- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

অ্যানফিল্ডে বৃষ্টিতেই অনুশীলন রোনাল্ডোদের। মঙ্গলবার। ছবি: রয়টার্স

অ্যানফিল্ডে বৃষ্টিতেই অনুশীলন রোনাল্ডোদের। মঙ্গলবার। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৪ ০২:০৭
Share: Save:

গ্যারেথ বেল নেই। তবু বিপদের ঘণ্টা বাজছে না রিয়াল মাদ্রিদে। বুধবার স্প্যানিশ ক্লাবের সামনে যতই লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের কঠিন চ্যালেঞ্জ থাকুক না কেন, তিনি আছেন যে। চলতি মরসুমে যাঁর ফর্মের আগুনের সামনে যেই পড়েছে ঝলসে গিয়েছে। তা সে লা লিগা হোক, চ্যাম্পিয়ন্স লিগ বা জাতীয় দলের প্রতিপক্ষ। ১৩ ম্যাচে এ মরসুমে এখনও পর্যন্ত তাঁর গোল ২০। তিনি-- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

অস্কার পিস্টোরিয়াস যাঁকে ক্রীড়াদুনিয়া চেনে ‘ব্লেড রানার’ নামে, তাঁর শাস্তি ঘোষণার দিনও ক্রীড়াবিশ্বের আগ্রহের কেন্দ্রে রোনাল্ডো। রিয়ালের বিখ্যাত বিবিসি (বেল, বেঞ্জিমা, ক্রিশ্চিয়ানো) জাদু অ্যানফিল্ডে না থাকলেও সিআর সেভেন ক্যারিশমা দেখার আশায় উত্তেজনা তুঙ্গে রিয়াল ভক্তদের। অবশ্য আগ্রহের পাশাপাশি আশঙ্কাও একটা থাকছে। সেটা অ্যানফিল্ডে রোনাল্ডোর জঘন্য রেকর্ড নিয়ে। পর্তুগিজ মহাতারকা যে ছ’মরসুম প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ছিলেন সেই সময় লিভারপুলের মুখোমুখি হয়েছেন ন’বার। তার মধ্যে গোল করছেন মাত্র দুটি। তবে অ্যানফিল্ডে পাঁচটি ম্যাচে নামলেও খালি হাতেই ফিরতে হয়েছে সিআর সেভেনকে। যেটা বেশ ভাবাচ্ছে রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তিকেও। তাই বুধবারের ম্যাচে পর্তুগিজ মহাতারকাকে ব্যঙ্গ-বিদ্রুপ করা নিয়ে লিভারপুল সমর্থকদের স্পষ্টই হুঁশিয়ারি দিয়ে রাখছেন তিনি। বলে রাখছেন, লিভারপুল সমর্থকরা যদি সেটা করেন তা হলে তাদের দলের কিন্তু কোনও লাভ হবে না।

কিন্তু ২৯ বছরের মহাতারকার হঠাত্‌ চাপ সামলানো নিয়ে এতটা সতর্ক কেন ইতালীয় কোচ? এর আগেও তো এরকম প্রচুর ম্যাচই চাপের মুখে অনায়াসে সামলেছেন রোনাল্ডো। তা হলে কি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিকে রোনাল্ডোর এগিয়ে যাওয়াটা তাঁকে চাপে ফেলে দিচ্ছে? পরিসংখ্যান বলছে এই ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা, রিয়ালের কিংবদন্তি রাউলকে (১৪২ ম্যাচে ৭১ গোল) ছোঁয়ার সুযোগ রয়েছে রোনাল্ডোর (১০৫ ম্যাচে ৬৯ গোল)। তার জন্য পর্তুগিজ মহাতারকাকে করতে হবে জোড়া গোল। মঙ্গলবার আয়াখসের বিরুদ্ধে নামার আগে মেসির গোল সেখানে ৬৮ (৮৮ ম্যাচে)। বার্সেলোনার রাজপুত্রের সঙ্গে রেষারেষির চাপটাই যাতে আরও বেশি না হয়ে যায় তাই আগাম লিভারপুল সমর্থকদের সতর্ক করে রাখলেন তিনি?

আন্সেলোত্তি যদিও সে প্রসঙ্গ উঠতেই প্রথমে হেসেই ফেলেন। পরে বলেন, “আরে না না, সে রকম কিছু না। রোনাল্ডোকে তাতাতে লিভারপুলের বিরুদ্ধে নামার ব্যাপারটাই যথেষ্ট। তা ছাড়া ও সব সময়ই তেতে থাকে। স্টেডিয়ামের পরিবেশ ওর বিরুদ্ধে থাকলে তো কথাই নেই!’’

এই ম্যাচেই আবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে নবজন্মের চ্যালেঞ্জ মারিও বালোতেলিরও। বিশ্ব ফুটবলের ‘ব্যাড বয়’ ইমেজ তো আছেই, ব্যক্তিগত জীবনও ভালো যাচ্ছে না। ফর্ম, বান্ধবী সঙ্গে নেই। ন’ম্যাচে মাত্র এক গোল। ইতালীয় স্ট্রাইকার জানেন একটা ম্যাচই লিভারপুলে তাঁর অবস্থান বদলাতে পারে। চাই শুধু গোল। তার জন্য রিয়াল ম্যাচের থেকে ভালো মঞ্চ কী হতে পারে? সত্যিই তিনি তা পারলে, লিভারপুল সমর্থকদের তাঁকে নিয়ে বাঁধা গানটা বুধবার অ্যানফিল্ডেই হয়তো ফের শোনা যাবে--‘মারিও ফ্যান্টাসটিকো, মারিও ম্যাগনিফিসিও, ওলে, ওলে, ওলে।’

বুধবার মুখোমুখি

লিভারপুল : রিয়াল মাদ্রিদ

আটলেটিকো : মালমো

লেভারকুসেন : জেনিথ

মোনাকো : বেনফিকা

আন্ডারলেখট : আর্সেনাল

অলিম্পিয়াকোস : জুভেন্তাস

লুদোগোরেতস : বাসেল

গালাতাসারে : ডর্টমুন্ড

সব ম্যাচ ভারতীয় সময় রাত ১২-১৫ থেকে।

চ্যাম্পিয়ন্স লিগের গোল-শিকারিরা

রাউল ৭১ (১৪২ ম্যাচ)

রোনাল্ডো ৬৯ (১০৫)

মেসি ৬৮ (৮৮)

নিস্তেলরুই ৫৬ (৭৩)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE