Advertisement
E-Paper

ঝড়ের কাছে রেখে গেলাম ভারতীয় ক্রিকেটের ঠিকানা

রোববার থেকে যে নতুন সপ্তাহ ভারতীয় ক্রিকেটে আবির্ভূত হচ্ছে, তার মধ্যে পড়ছে দুটো ওয়ান ডে ম্যাচ। দুটো মাঠের বাইরের ‘ম্যাচ’। কিন্তু মাঠের মধ্যে ভারত বনাম শ্রীলঙ্কা নয়, তুমুল আলোড়ন তৈরির সমূহ সম্ভাবনা মাঠের বাইরের দুটো ম্যাচ ঘিরে। প্রথমটা মুদগল কমিশনের রিপোর্ট। সোমবার সুপ্রিম কোর্টে যা পেশ হয়ে দেশব্যাপী চাঞ্চল্য ফেলে দেবে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়, সচিন তেন্ডুলকরের বহু প্রতীক্ষিত আত্মজীবনী। বুধবার মুম্বইয়ে যা প্রকাশিত হতে যাচ্ছে। মুদগল কমিটির রিপোর্ট নিয়ে বোর্ডের অভ্যন্তরে গত ক’দিন ধরেই তুমুল জল্পনা যে, রিপোর্টে ঠিক কার-কার নাম অভিযুক্ত হিসেবে থাকবে? কোন কোন রাঘব বোয়াল ফাঁসবে? কোনও বড় ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ থাকবে কি না?

গৌতম ভট্টাচার্য

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৪ ০২:০১
ঝড় ১: সোমবার:  মুদগল কমিটির রিপোর্ট পেশ

ঝড় ১: সোমবার: মুদগল কমিটির রিপোর্ট পেশ

রোববার থেকে যে নতুন সপ্তাহ ভারতীয় ক্রিকেটে আবির্ভূত হচ্ছে, তার মধ্যে পড়ছে দুটো ওয়ান ডে ম্যাচ। দুটো মাঠের বাইরের ‘ম্যাচ’।

কিন্তু মাঠের মধ্যে ভারত বনাম শ্রীলঙ্কা নয়, তুমুল আলোড়ন তৈরির সমূহ সম্ভাবনা মাঠের বাইরের দুটো ম্যাচ ঘিরে।

প্রথমটা মুদগল কমিশনের রিপোর্ট। সোমবার সুপ্রিম কোর্টে যা পেশ হয়ে দেশব্যাপী চাঞ্চল্য ফেলে দেবে বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয়, সচিন তেন্ডুলকরের বহু প্রতীক্ষিত আত্মজীবনী। বুধবার মুম্বইয়ে যা প্রকাশিত হতে যাচ্ছে।

মুদগল কমিটির রিপোর্ট নিয়ে বোর্ডের অভ্যন্তরে গত ক’দিন ধরেই তুমুল জল্পনা যে, রিপোর্টে ঠিক কার-কার নাম অভিযুক্ত হিসেবে থাকবে? কোন কোন রাঘব বোয়াল ফাঁসবে? কোনও বড় ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ থাকবে কি না? শ্রীনিবাসন অক্ষত থাকবেন কি না? বোর্ড নির্বাচনের দু’সপ্তাহ আগে পেশ হওয়া রিপোর্ট কি ভারতীয় বোর্ডের বর্তমান চালচিত্র ঘুরিয়ে দিতে পারে?

এমনিতেই অমিত শাহ-কে অনুরোধ-উপরোধে বোর্ড নির্বাচনে বিজেপি প্রভাবিত ভোট জোগাড়ের চেষ্টা করছেন শ্রীনি-বিরোধীরা। মুদগল রিপোর্ট কি তাঁদের আরও সোচ্চার করবে? হাজারো প্রশ্ন।

প্রশ্ন, সচিনের বই ঘিরেও। তিনি কি বিতর্ক থেকে সরে থাকার চিরসাবধানী মনোভাবই নিয়েছেন বইয়ে? না কি ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে গ্যাছে, এখন সপাটে চালাতে পারেন মনে করে চালিয়েছেন? তাঁর বইয়ের নাম ‘প্লেয়িং ইট মাই ওয়ে’ (সহযোগী লেখক বোরিয়া মজুমদার)। কিন্তু ‘মাই ওয়ে’ বলতে কি অরিজিনাল সচিন যিনি প্রচণ্ড মারমুখী ছিলেন? না কি মধ্যিখানে অতি-সাবধানী হয়ে যাওয়া সচিন, যাঁর স্ট্রোক প্লের ঔজ্জ্বল্য হারিয়ে গিয়েছিল?


ঝড় ২: বুধবার: সচিনের আত্মজীবনী প্রকাশ

কেরিয়ার শেষ হয়ে গ্যাছে কত গোপন কথা তাঁর কাছে অসমাপ্ত থেকেই। অধিনায়ক সচিন কি জানতেন যে, আজহারের নেতৃত্বে গোপনে ম্যাচ গড়াপেটা সংগঠিত হচ্ছে? তিনি কি মুলতানের সেই ১৯৪ ব্যক্তিগত রানে থাকার সময় রাহুল দ্রাবিড়ের ডিক্লেয়ারেশনটা ভুলতে পেরেছেন? নাকি রাহুলের ওপর আজও রেগে? গ্রেগ চ্যাপেল কোচ থাকাকালীন তীব্র খটাখটি লেগেছিল তাঁর সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজে নিজস্ব ইচ্ছের বিরুদ্ধে তাঁকে ব্যাটিং অর্ডারে নেমে যেতে হয়। চ্যাপেলের শাসন সম্পর্কে কী লিখবেন সচিন? অবসর নিতে তিনি কি বাধ্য হয়েছিলেন? হলে তাতে অধিনায়ক ধোনির ভূমিকা কী ছিল?

ভারতীয় ক্রিকেট ও সাংবাদিক মহলে এই বই নিয়ে জল্পনাও তুঙ্গে। সত্যিই যদি সচিন অ্যাটাকিং খেলেন, অনেক হিসেব তো উল্টে যাবে। ও দিকে মুদগল অপেক্ষারত তাঁর বিস্ফোরক রিপোর্ট নিয়ে।

ঝড় যে উঠব-উঠব করছে নতুন সপ্তাহের ভারতীয় ক্রিকেটে, তার জন্য আবহাওয়া অফিসের পূর্বাভাস শোনার দরকার নেই!

• অধিনায়ক সচিন কি জানতেন যে, আজহারের নেতৃত্বে গোপনে ম্যাচ গড়াপেটা সংগঠিত হচ্ছে?

• তিনি কি মুলতানের সেই ১৯৪ ব্যক্তিগত রানে থাকার সময় রাহুল দ্রাবিড়ের ডিক্লেয়ারেশনটা ভুলতে পেরেছেন? না কি রাহুলের ওপর আজও রেগে?

• গ্রেগ চ্যাপেল কোচ থাকাকালীন তীব্র খটাখটি লেগেছিল তাঁর সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজে নিজস্ব ইচ্ছের বিরুদ্ধে তাঁকে ব্যাটিং অর্ডারে নেমে যেতে হয়। চ্যাপেলের শাসন সম্পর্কে কী লিখবেন সচিন?

• অবসর নিতে তিনি কি বাধ্য হয়েছিলেন? হলে তাতে অধিনায়ক ধোনির ভূমিকা কী ছিল?

mudgal committee sachin tendulkar biography gautam bhattacharya controversial autobiography sports news cricket online sports news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy