
ইতিহাসের গড়ল সমীর
ফাইল চিত্র
ইতিহাসের গড়ল সমীর
ফাইল চিত্র
প্রতিপক্ষ ভিক্টরকে দাঁড়াতেই দেয়নি ১৭ বছরের প্রবাসী বাঙালি সমীর। প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জিতে নেয় সমীর। দ্বিতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় সে।
A future men's champion?
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
Samir Banerjee might well be a name you become more familiar with in the future#Wimbledon pic.twitter.com/byAEBwBrSp
Remember the name - Samir Banerjee
— Wimbledon (@Wimbledon) July 11, 2021
The American wins his first junior Grand Slam singles title by beating Victor Lilov in the boys' singles final#Wimbledon pic.twitter.com/Xc3ueczg5m
দ্বিতীয় সেটে সমীর এগিয়ে ৫-২ ব্যবধানে।
দ্বিতীয় সেটে লড়াই জমে উঠেছে। ফলাফল ২-২।
প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটের প্রথম গেমে নিজের সার্ভিস ধরে রাখে সমীর। পরের সেটে সমতা ফেরায় ভিক্টর
৭-৫ ব্যবধানে প্রথম সেট জিতে নিল সমীর। প্রথম থেকেই চাপে তার প্রতিপক্ষ।
সমীর এগিয়ে ৬-৫ ব্যবধানে।
পর পর তিন গেম হারতে হল ১৭ বছরের প্রবাসী বাঙালিকে।
পরপর দুটি গেমে জিতে ব্যবধান কমাল ভিক্টর। প্রথম সেটে খেলার ফল ৫-৪
ধীরে ধীরে প্রথম সেট জেতার দিকে এগিয়ে চলেছে সমীর। এখন ফল ৫-২।
ছয় গেম শেষে ৪-২ ব্যবধানে এগিয়ে সমীর।
২-১ গেমে এগিয়ে রয়েছে সমীর।
প্রথম গেমে সার্ভিস ধরে রাখল সমীর। দ্বিতীয় গেমে সমতা ফেরাল তার প্রতিপক্ষ ভিক্টর