Advertisement
০৪ মে ২০২৪

রিয়াল মাদ্রিদের ত্রাতা সেই র‌্যামোস

শেষ মুহূর্তে ফের বাজিমাত করলেন সের্জিও র‌্যামোস। ফের তিনিই রক্ষাকর্তা রিয়াল মাদ্রিদের। বার্সেলোনার বিরুদ্ধে এ ভাবেই শেষ মুহূর্তে গোল করে বাঁচিয়েছিলেন র‌্যামোস। মান রক্ষা করেন রিয়াল বেতিস ম্যাচেও।

রক্ষাকর্তা: রিয়াল মাদ্রিদকে আবার তিন পয়েন্ট এনে দিলেন র‌্যামোস। রবিবার রাতে জিতে লা লিগার শীর্ষে থাকল রিয়াল মাদ্রিদ। গেটি ইমেজেস

রক্ষাকর্তা: রিয়াল মাদ্রিদকে আবার তিন পয়েন্ট এনে দিলেন র‌্যামোস। রবিবার রাতে জিতে লা লিগার শীর্ষে থাকল রিয়াল মাদ্রিদ। গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০৩:৪১
Share: Save:

রিয়াল মাদ্রিদ ২ : রিয়াল বেতিস ১

শেষ মুহূর্তে ফের বাজিমাত করলেন সের্জিও র‌্যামোস। ফের তিনিই রক্ষাকর্তা রিয়াল মাদ্রিদের। বার্সেলোনার বিরুদ্ধে এ ভাবেই শেষ মুহূর্তে গোল করে বাঁচিয়েছিলেন র‌্যামোস। মান রক্ষা করেন রিয়াল বেতিস ম্যাচেও।

গোলরক্ষক কেলর নাভাসের ভুলে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল রিয়াল। প্রথমে মারাত্মক ফাউল করেও বেঁচে যান নাভাস। তার পর সোজা, সহজ শট হাত থেকে ছিটকে গিয়ে অবিশ্বাস্য গোল খান তিনি। কোস্টা রিকার গোলকিপার ম্যাচের শেষ দিকে দুর্দান্ত একটি সেভও করেন। কিন্তু সে সব নিয়ে কেউ কথা বলছে না। বরং ইউটিউব মারফত তাঁর এই অদ্ভুত ভঙ্গিতে গোল খাওয়া ছড়িয়ে পড়ে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।

নাভাসের ভুল অবশ্য দ্রুতই ঢেকে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হাফ টাইমের আগে মার্সেলোর ক্রস থেকে হেড করে গোল করে সমতা ফেরান সি আর সেভেন। কিন্তু জিনেদিন জিদানের দলকে আরও এক বার রুদ্ধশ্বাস জয় এনে দিলেন অধিনায়ক র‌্যামোসই। ৮১ মিনিটে তাঁর হেডে করা গোলই ফের লা লিগার শীর্ষে নিয়ে চলে গেল রিয়াল মাদ্রিদ-কে। রিয়ালের এখন ২৬ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট। বার্সেলোনা ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দু’নম্বরে। লা লিগায় এ বারের চমক সেভিয়া। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তারা তিন নম্বরে।

আরও পড়ুন: অভিনন্দনের স্রোতে কলকাতায় ফিরলেন ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়ন চৌরাসিয়া

বার্সেলোনায় যেমন এমএসএন, রিয়ালে তেমন বিবিসি। বেঞ্জেমা, বেল, ক্রিশ্চিয়ানো। কিন্তু বিখ্যাত ত্রয়ীকে এই ম্যাচেও পাওয়া যায়নি পুরোপুরি। বেল সাসপেন্ড হয়ে আছেন। বেঞ্জেমাকে শুরু থেকে নামাননি জিদান। ভরসা রেখেছিলেন আলভারো মোরাতার ওপর। কিন্তু মোরাতা একেবারেই প্রভাব সৃষ্টি করতে পারছেন না দেখে তাঁকে বসিয়ে ২০ মিনিটে বেঞ্জেমাকে নামান জিদান। বিবিসি-র মধ্যমণি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবশ্য ফর্মের তুঙ্গেই ছিলেন। একটি গোল করলেন, আর একটি গোল বাতিল হল অফসাইডের জন্য।

ম্যাচ জিতে রিয়াল কোচ জিনেদিন জিদান বলছেন, ‘‘আমি খুশি হতাম যদি শুরুতেই দুই-তিন গোল করতাম। কিন্তু শান্ত ছিলাম কারণ জানতাম যে কোনও মুহূর্তেই আমার দল গোল করতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sergio Ramos Real Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE