Advertisement
২২ নভেম্বর ২০২৫
PLAYERS

সচিন থেকে মেসি বা শোয়েব-সানিয়া, এদের বিয়ের এই ছবিগুলি দেখেছেন?

কেউ বিয়ে করেছেন তাঁদের ছোটবেলার বন্ধুকে, কারও বা বড় হয়েই আলাপ। প্রিয় খোলোয়াড়দের এমন কিছু বিয়ের ছবি দেখলে চমকে যেতে পারেন কিন্তু!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২০
Share: Save:
০১ ১০
শুধু শরীর-মনের দক্ষতা দেখিয়ে খেলার মাঠেই মন জেতেন না খোলোয়াড়রা।, বরং বেশ কিছু খেলোয়াড়ের বিয়ের ছবি প্রমাণ করে ফ্যাশন, স্টাইল ও লুকস নিয়েও কতটা ভাবেন তাঁরা। কেউ বিয়ে করেছেন তাঁদের ছোটবেলার বন্ধুকে, কারও বা বড় হয়েই আলাপ। প্রিয় খোলোয়াড়দের এমন কিছু বিয়ের ছবি দেখলে চমকে যেতে পারেন কিন্তু!

শুধু শরীর-মনের দক্ষতা দেখিয়ে খেলার মাঠেই মন জেতেন না খোলোয়াড়রা।, বরং বেশ কিছু খেলোয়াড়ের বিয়ের ছবি প্রমাণ করে ফ্যাশন, স্টাইল ও লুকস নিয়েও কতটা ভাবেন তাঁরা। কেউ বিয়ে করেছেন তাঁদের ছোটবেলার বন্ধুকে, কারও বা বড় হয়েই আলাপ। প্রিয় খোলোয়াড়দের এমন কিছু বিয়ের ছবি দেখলে চমকে যেতে পারেন কিন্তু!

০২ ১০
ফুটবলের মাঠে এঁর নামে চিৎকারে কান পাতা দায়। দলে তিনি থাকলেই পরম নিশ্চিন্ত তামাম ভক্তকূল। লিওনেল মেসি যেন ফুটবল-ইতিহাসে এক বিস্ময়ের নাম! দেশ ও ক্লাবের হয়ে একের পর এক সাফল্য, ব্যালন ডি’ওর পুরষ্কার সব মিলিয়ে সফল এই আর্জেন্তিনীয় ফুটবল তারকা ২০১৭-র ৩০ জুন বিয়ে করেন ছোটবেলার বন্ধুকে।

ফুটবলের মাঠে এঁর নামে চিৎকারে কান পাতা দায়। দলে তিনি থাকলেই পরম নিশ্চিন্ত তামাম ভক্তকূল। লিওনেল মেসি যেন ফুটবল-ইতিহাসে এক বিস্ময়ের নাম! দেশ ও ক্লাবের হয়ে একের পর এক সাফল্য, ব্যালন ডি’ওর পুরষ্কার সব মিলিয়ে সফল এই আর্জেন্তিনীয় ফুটবল তারকা ২০১৭-র ৩০ জুন বিয়ে করেন ছোটবেলার বন্ধুকে।

০৩ ১০
২০১৬-য় পুরুষদের সিঙ্গলে উইম্বলডন খেতাব জয় করেন ইংরেজ টেনিস তারকা অ্যান্ডি মারে। তার ঠিক আগের বছর ২০১৫-র ২০ ডিসেম্বর স্কটল্যান্ডের এক চার্চে বিয়ে করেন দীর্ঘ দিনের বান্ধবী কিম সিয়ার্সকে।

২০১৬-য় পুরুষদের সিঙ্গলে উইম্বলডন খেতাব জয় করেন ইংরেজ টেনিস তারকা অ্যান্ডি মারে। তার ঠিক আগের বছর ২০১৫-র ২০ ডিসেম্বর স্কটল্যান্ডের এক চার্চে বিয়ে করেন দীর্ঘ দিনের বান্ধবী কিম সিয়ার্সকে।

০৪ ১০
সচিন তেন্ডুলকর। ক্রিকেটর সম্পদ এই মরাঠি মাঠে নামলে আপামর বিশ্ব স্বপ্ন দেখতেন এক নান্দনিক ক্রিকেটের। বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরাদের মধ্যে জায়গা করে নেওয়া এই ভারতীয় মন দিয়েছিলেন ছ’বছরের বড় চিকিৎসক বান্ধবী অঞ্জলি মেহতাকে। ১৯৯৬ সালে ২৪ মে সচিন বিয়ে করেন তাঁকে। দেখে নিন সেই ছবি।

সচিন তেন্ডুলকর। ক্রিকেটর সম্পদ এই মরাঠি মাঠে নামলে আপামর বিশ্ব স্বপ্ন দেখতেন এক নান্দনিক ক্রিকেটের। বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরাদের মধ্যে জায়গা করে নেওয়া এই ভারতীয় মন দিয়েছিলেন ছ’বছরের বড় চিকিৎসক বান্ধবী অঞ্জলি মেহতাকে। ১৯৯৬ সালে ২৪ মে সচিন বিয়ে করেন তাঁকে। দেখে নিন সেই ছবি।

০৫ ১০
ইংরেজ গল্ফার জাস্টিন রোজের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছিল যে খেলার বাইরে বিজ্ঞাপনী প্রচার থেকেও রেকর্ড অঙ্ক রোজগার করেছিলেন এক সময়। ২০১৬-র ১৬ ডিসেম্বর প্রেমিকা জিমন্যাস্ট কেট ফিলিপসকে বিয়ে করেন এই তারকা খেলোয়াড়।

ইংরেজ গল্ফার জাস্টিন রোজের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছিল যে খেলার বাইরে বিজ্ঞাপনী প্রচার থেকেও রেকর্ড অঙ্ক রোজগার করেছিলেন এক সময়। ২০১৬-র ১৬ ডিসেম্বর প্রেমিকা জিমন্যাস্ট কেট ফিলিপসকে বিয়ে করেন এই তারকা খেলোয়াড়।

০৬ ১০
শোয়েব-সানিয়ার বিয়ে নিয়ে দুই দেশে কম চর্চা হয়নি। এমনিতেই ভারত-পাক ধুন্ধুমার রাজনৈতিক আবহের ছাপ পড়ে প্রায় সবকিছুতেই। তার মধ্যেই এই দুই দেশের দুই খেলোয়াড় প্রেমে পড়েন একে অপরের। পাক ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা বিয়ে করেন ২০১০-এর এপ্রিলে, হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে।

শোয়েব-সানিয়ার বিয়ে নিয়ে দুই দেশে কম চর্চা হয়নি। এমনিতেই ভারত-পাক ধুন্ধুমার রাজনৈতিক আবহের ছাপ পড়ে প্রায় সবকিছুতেই। তার মধ্যেই এই দুই দেশের দুই খেলোয়াড় প্রেমে পড়েন একে অপরের। পাক ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা বিয়ে করেন ২০১০-এর এপ্রিলে, হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে।

০৭ ১০
বিয়ে টেকেনি তো কী? বিয়ের ছবিতে গ্ল্যামার ও স্টাইলিংয়ে দু’জনেই দু’জনকে পাল্লা দিচ্ছেন। দিয়েগো মারাদোনা ও ক্লদিয়া ভিলাফানে। ১৯৮৪-র ৭ নভেম্বর বিয়ে করেন তাঁরা। ছোটবেলা থেকেই আলাপ ছিল দু’জনের। ২০০৪ সালে এই বিয়ে ভেঙে যায়।

বিয়ে টেকেনি তো কী? বিয়ের ছবিতে গ্ল্যামার ও স্টাইলিংয়ে দু’জনেই দু’জনকে পাল্লা দিচ্ছেন। দিয়েগো মারাদোনা ও ক্লদিয়া ভিলাফানে। ১৯৮৪-র ৭ নভেম্বর বিয়ে করেন তাঁরা। ছোটবেলা থেকেই আলাপ ছিল দু’জনের। ২০০৪ সালে এই বিয়ে ভেঙে যায়।

০৮ ১০
নায়িকা ও মডেল ভেরোনিকা পোর্শের প্রেমে এক সময় পাগল ছিলেন ভারতীয় বক্সার মহম্মদ আলি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে ১৯৭৭ সালের ১৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। যদিও ১৯৮৪-তে এই বিয়ে ভেঙে যায়।

নায়িকা ও মডেল ভেরোনিকা পোর্শের প্রেমে এক সময় পাগল ছিলেন ভারতীয় বক্সার মহম্মদ আলি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে ১৯৭৭ সালের ১৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। যদিও ১৯৮৪-তে এই বিয়ে ভেঙে যায়।

০৯ ১০
বন্ধুরা তাঁদের বিয়ের বাসর জমিয়ে দিয়েছিলেন টেনিস র‌্যাকেট দিয়ে। পুরুষদের সিঙ্গলে এগারোবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রড লাভের বিয়ে করেন প্রেমিকা মেরি বেনসনকে। ১৯৬৬ সালের ২০ জুন ক্যালিফোর্নিয়ার এক চার্চে তাঁদের বিয়ে হয়।

বন্ধুরা তাঁদের বিয়ের বাসর জমিয়ে দিয়েছিলেন টেনিস র‌্যাকেট দিয়ে। পুরুষদের সিঙ্গলে এগারোবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রড লাভের বিয়ে করেন প্রেমিকা মেরি বেনসনকে। ১৯৬৬ সালের ২০ জুন ক্যালিফোর্নিয়ার এক চার্চে তাঁদের বিয়ে হয়।

১০ ১০
১৯৯২ সালে হ্যাম্পশায়ারের ক্যাথিড্রাল ইন উইনচেস্টারে আমন্ত্রিত ছিলেন দেশ-বিদেসের নানা ক্রিকেটাররা। উপলক্ষ, সেই সময়ের নামজাদা ইংরেজ ক্রিকেটার ডেভিড গাওয়ারের বিয়ে। দীর্ঘ দিনের বান্ধবী থোরান নাশকে রাজকীয় পদ্ধতিতে বিয়ে করেন এই তারকা।

১৯৯২ সালে হ্যাম্পশায়ারের ক্যাথিড্রাল ইন উইনচেস্টারে আমন্ত্রিত ছিলেন দেশ-বিদেসের নানা ক্রিকেটাররা। উপলক্ষ, সেই সময়ের নামজাদা ইংরেজ ক্রিকেটার ডেভিড গাওয়ারের বিয়ে। দীর্ঘ দিনের বান্ধবী থোরান নাশকে রাজকীয় পদ্ধতিতে বিয়ে করেন এই তারকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy