Advertisement
০৫ মে ২০২৪

দক্ষিণ আফ্রিকার হার

টেস্টে এক নম্বর দলের পতন। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। কিংসমেডে এটা সব থেকে বড় ব্যবধানে হার দক্ষিণ আফ্রিকার। ২৪১ রানে হেরে শুরু করলেন ডি’ভিলিয়ার্সরা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৩
Share: Save:

টেস্টে এক নম্বর দলের পতন। প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। কিংসমেডে এটা সব থেকে বড় ব্যবধানে হার দক্ষিণ আফ্রিকার। ২৪১ রানে হেরে শুরু করলেন ডি’ভিলিয়ার্সরা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে দাঁড়াতেই পারল না দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩০৩ রান তোলে। কিন্তু সেই লক্ষ্যে নেমেও রানের ধারে কাছে পৌঁছতে পারেনি। ২১৪ রানেই গুটিয়ে যায় ইনিংস।

দ্বিতীয় ইনিংসে আবার ৩২৬ রান করে দক্ষিণ আফ্রিকাকে আরও বড় চাপে ফেলে দেয় ইংল্যান্ড। কিন্তু লক্ষ্যের কাছে পৌঁছতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। ফিনদের বলের দাপটে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা। ফিন একাই নেন চার উইকেট। মইন আলির তিন উইকেট। প্রথম ইনিংসেও মইন আলির দখলে ছিল চার উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সফল ডেন লেরয়ও। তিনি নেন পাঁচ উইকেট। কিন্তু তাঁর বোলিং দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিতে পারেনি। যেভাবে প্রথম ইনিংসে ডেন এলগারের অপরাজিত ১১৮ রানও কাজে লাগল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

test cricket southafrica england
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE