Advertisement
০৪ মে ২০২৪

ভারতের স্পিন আক্রমণই ভরসা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে

শেষ প্রস্তুতি ম্যাচে স্পিনাররাই পেয়েছেন ১২ উইকেট। যা ইঙ্গিত দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের মূল অস্ত্র হয়ে উঠতে পারেন এই স্পিনাররাই। একে তো ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৬ ২০:০১
Share: Save:

শেষ প্রস্তুতি ম্যাচে স্পিনাররাই পেয়েছেন ১২ উইকেট। যা ইঙ্গিত দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের মূল অস্ত্র হয়ে উঠতে পারেন এই স্পিনাররাই। একে তো ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া। সেন্ট কিটসে যেখানে ২১ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট সেখানে বেশ গরম। সঙ্গে রয়েছে আদ্রতাও। অনেকটা ভারতের মতোই আবহাওয়া। যেখানে ভারতীয় স্পিন আক্রমণের তিনমূর্তিই হয়ে উঠতে পারেন বিরাট কোহালির মূল অস্ত্র। শেষ ওয়ার্ম আপ ম্যাচে তিন উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রবীন্দ্র জাদেজার ঝুলিতে এসেছে চার উইকেট। অনুশীলন ম্যাচ শেষে অবশ্য জাদেজা জানিয়ে দেন, ‘‘টেস্ট দলে ফিরতে পেরে দারুণ লাগছে। গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে ফিট রেখে ১৫ থেকে ২০ ওভার বল করে যাওয়া একই ছন্দে। প্রস্তুতি ম্যাচে আমি বোলিং নিয়ে বিশেষ পরীক্ষা-নিরিক্ষা চালাইনি। সেন্ট কিটসের উইকেটে বাউন্স রয়েছে। আমি চেষ্টা করব সঠিক লাইনে বল করতে।’’

প্রথম টেস্টে জাদেজা, অশ্বিন ও অমিত মিশ্রাই হতে চলেছে বোলিংয়ের মূল অস্ত্র। যেখানে দলের হেড কোচ অনিল কুম্বলে সেখানে বোলিং নিয়ে ভারতের কাছ থেকে বাড়়তি প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক। জাদেজা বলেন, ‘‘কোচ ড্রেসিংরুমে আমরা কোচের অভিজ্ঞতার গল্প শুনি। ওয়ান ডে ও টেস্ট দুটোতেই দারুণভাবে সফল ছিলেন। সেই অভিজ্ঞার আমাদেরও অভিজ্ঞ করে। অশ্বিনও কখনও টিপস দেয়। কিন্তু আমাদের জন্য এটা বড়় ব্যাপার যে আমাদের ড্রেসিংরুমে এমন একজন মানুষ রয়েছেন যাঁর নাম অনিল কুম্বলে।’’

স্পিনাররা যখন ক্রমশ ভরসা দিচ্ছেন তখন দলের পেসাররা মাথা ব্যথার কারণ হতে পারেন টিম ম্যানেজমেন্টের কাছে। শেষ প্রস্তুতি ম্যাচে ১৬টির মধ্যে ১২টি উইকেটই স্পিনারদের নেওয়া। চারটি মাত্র এসেছে পেসারদের দখলে। লোকেশ রাহুল বলেন, ‘‘যদি পিচে টার্ন আর বাউন্স থাকে তাহলে আমাদের কাছে মিশ্রা, জাদেজা, অশ্বিন আছে। ওরা টেস্টে দারুণ ফর্মে রয়েছে। টার্নিঁ উইকেট পেলে আমরা খুশিই হব। ফার্স্ট বোলাররাও ভাল করছে। ক্রমশ উন্নতি করছে।’’ বিরাট কোহালির এই দল নিয়ে ভারতীয় ক্রিকেটে এখন অনেক জল্পনা। প্রথম টেস্ট শেষে যে অনেক উত্তরই পাওয়া যাবে।

আরও খবর

ওয়েস্ট ইন্ডিজের স্লো পিচে নিজের সেরাটা দিতে চান ঠাকুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India VS West Indies Ravinder Jadeja Spin Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE