Advertisement
E-Paper

ক্রিকেট ছাড়া নাচও শিখছেন মাভি, শুভমনরা, গুরু বলিউড বাদশা

শাহরুখ খানের কাছ থেকে ইতিমধ্যেই ‘ছম্মক ছাল্লোঁ’ গানের সঙ্গে নাচটিও নাকি শিখে নিয়েছেন তরুণ ব্যাটসম্যান শুভমন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০৩:৫৯
ত্রয়ী: মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের পরের দিন ‘দ্য টেলিগ্রাফ’ আয়োজিত এক অনুষ্ঠানে রবিন উথাপ্পা, শুভমন গিল এবং শিবম মাভি। বৃহস্পতিবার নিউ টাউনের একটি স্কুলে। ছবি: সুদীপ্ত ভৌমিক

ত্রয়ী: মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের পরের দিন ‘দ্য টেলিগ্রাফ’ আয়োজিত এক অনুষ্ঠানে রবিন উথাপ্পা, শুভমন গিল এবং শিবম মাভি। বৃহস্পতিবার নিউ টাউনের একটি স্কুলে। ছবি: সুদীপ্ত ভৌমিক

আইপিএলে নিজেদের ক্রিকেট দক্ষতায় উন্নতির পাশাপাশি আরও কিছু শেখা শুরু করেছেন কলকাতা নাইট রাইডার্সের দুই তরুণ সদস্য শুভমন গিল ও শিবম মাভি। তাঁরা নাকি এখন নাচও শিখছেন। আর নতুন এই বিদ্যায় যিনি তাঁদের গুরু, তাঁর নাম শুনলে, যে কেউ অবাক হতে পারেন। কারণ, তিনি আর কেউ নন, স্বয়ং দলের মালিক, বলিউডের বাদশা শাহরুখ খান। বুধবার দলের হার দেখে বিরক্ত হয়ে ইডেন ছেড়ে চলে গেলেও শাহরুখ দলের তরুণদের খুবই ভালবাসেন।

শাহরুখ খানের কাছ থেকে ইতিমধ্যেই ‘ছম্মক ছাল্লোঁ’ গানের সঙ্গে নাচটিও নাকি শিখে নিয়েছেন তরুণ ব্যাটসম্যান শুভমন। তরুণ নাইটদের নিয়ে এই অজানা খবর জানালেন স্বয়ং দলের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর। বৃহস্পতিবার কেকেআরের ক্রিকেটারদের নিয়ে ‘দ্য টেলিগ্রাফ’ আয়োজিত নিউ টাউন স্কুলে এক আড্ডায় উঠে আসে এমনই কিছু অজানা ও আকর্ষণীয় তথ্য। বেঙ্কি জানিয়ে দেন, ‘‘শুভমন ও শিবম দু’জনেই অত্যন্ত লাজুক। কিন্তু চেন্নাইয়ের পার্টিতে শাহরুখের সঙ্গে সবচেয়ে বেশি বোধ হয় ওরাই নেচেছিল। শাহরুখও ওদের নাচ দেখে বেশ খুশি হয়েছে।’’ সেই পার্টিতেই ‘কিং খানের’ সঙ্গে নাচে মজেছিলেন আন্দ্রে রাসেলও। বেঙ্কির কথায়, ‘‘আমাদের দলের প্রত্যেকে অত্যন্ত হাসিখুশি এবং খোলা মনের। কিন্তু রাসেল তাদের মধ্যে সবচেয়ে বেশি হইচই করতে পছন্দ করে। পার্টির নাম শুনলেই উত্তেজিত হয়ে যায় ও।’’

চলতি আইপিএলে তরুণ নাইটদের পারফরম্যান্স যাই হোক, তাঁদের মহিলা ভক্তের সংখ্যা নাকি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একজন তো ইতিমধ্যেই এক বলিউড নায়িকার প্রশংসাও পেয়ে গিয়েছেন। এই খবরও ফাঁস করে বেঙ্কি মাইসোর জানান, নাইট শিবিরে সবচেয়ে লাজুক সদস্য শুভমন গিল ও মহিলা ভক্ত সবচেয়ে বেশি তাঁরই।

গত রবিবার এক টিভি শোয়ে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট মন্তব্য করেন, পেসার শিবম মাভিকে তাঁর বেশ পছন্দ হয়েছে। যা শুনে বেশ লজ্জায় পড়ে যান উত্তর প্রদেশের ১৯ বছর বয়সি পেসার। বৃহস্পতিবার সকালে এই আড্ডার সঞ্চালক মাভিকে হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন, ‘ধরো, এক দিকে আলিয়া, অন্য দিকে বিপক্ষের ব্যাটসম্যান। তুমি কোন দিকে বল নিয়ে ছুটবে?’’ এমন প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে ওঠে তরুণ শিবমের মুখ। এই প্রশ্নের উত্তরই দিতে পারেননি তিনি।

এই হাসি-মস্করার মাঝেও অবশ্য বেশ গম্ভীর হওয়ার চেষ্টা করেন কেকেআরের সহ-অধিনায়ক রবিন উথাপ্পা। দলের ভবিষ্যৎ নিয়ে আশার কথাও শোনান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পরে লিগ তালিকায় পাঁচ নম্বরে নেমে এসেছে কেকেআর। এ বারের আইপিএলে যাই হোক, উথাপ্পা জানিয়ে দিলেন আগামী পাঁচ বছর দল নিয়ে কোনও চিন্তা নেই নাইটদের। এ মরসুমে তরুণদের নিয়েই দল গড়েছে তারা। শিবম, শুভমন ছাড়াও নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদবরা রয়েছেন। কমলেশ নগরকোটিকে নেওয়া হলেও চোট পেয়ে বেরিয়ে যান তিনি। ভবিষ্যতের কথা মাথায় রেখে দল গড়ার এই প্রয়াসেই মুগ্ধ উথাপ্পা বলেন, ‘‘যে দলের গড় বয়স ২৫ থেকে ২৬ বছর, সেই দলকে আগামী কয়েক বছর কোনও চিন্তা করতে হবে না। এ রকম দল গড়ার জন্য অবশ্যই টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেব।’’

KKR Knights IPL 11 IPL 2018 Shah Rukh Khan Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy