Advertisement
৩০ এপ্রিল ২০২৪

মূলপর্বে খেলা লক্ষ্য কপেলের

টানা ছয় ম্যাচ অপরাজিত থেকে দিল্লি আজ খেলতে নামছে যুবভারতীতে। লিগ টেবলের যা পরিস্থিতি তাতে এই ম্যাচ জিতে গেলে যোশেফ গামবাওয়ের দলের সামনেও চলে আসতে পারে শেষ ছয়ে থাকার সুযোগ। ফলে দু’দলের দুই কোচই ম্যাচ জিততে মরিয়া। লিগ টেবলে ষষ্ঠ স্থানে আছে এটিকে।

মহড়া: শনিবার অনুশীলনে এটিকে ফুটবলাররা। নিজস্ব চিত্র

মহড়া: শনিবার অনুশীলনে এটিকে ফুটবলাররা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০৪:০৬
Share: Save:

শেষ চারে ওঠার সুযোগ শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। স্টিভ কপেলের দলের সামনে আজ রবিবারের ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ তা সত্ত্বেও গুরুত্বপূর্ণ। কারণ, ভুবনেশ্বরে সুপার কাপের মূলপর্বে খেলার জন্য কালু উচেদের এই ম্যাচ কিছুতেই হারা চলবে না। অন্তত ড্র করতেই হবে।

টানা ছয় ম্যাচ অপরাজিত থেকে দিল্লি আজ খেলতে নামছে যুবভারতীতে। লিগ টেবলের যা পরিস্থিতি তাতে এই ম্যাচ জিতে গেলে যোশেফ গামবাওয়ের দলের সামনেও চলে আসতে পারে শেষ ছয়ে থাকার সুযোগ। ফলে দু’দলের দুই কোচই ম্যাচ জিততে মরিয়া। লিগ টেবলে ষষ্ঠ স্থানে আছে এটিকে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এই অবস্থায় স্টিভ কপেল শনিবার বলে দিয়েছেন, ‘‘দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতে প্রতিযোগিতা শেষ করতে চাই আমরা। তার পর পরের টুনার্মেন্টের কথা ভাবা যাবে।’’

এ বার অবশ্য স্টিভের দলের হাল ভাল নয়। চোটের জন্য অধিনায়ক ম্যানুয়েল লাঞ্জারোতে খেলবেন না। চোট সারাতে দেশে ফিরেছেন ব্রাজিলিয়ান এভার্টন স্যান্টোস। তবে কার্ড সমস্যা থেকে মুক্তি পেয়ে খেলবেন জন জনসন। এটিকে কোচ এ দিন দলের খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী করেছেন স্ট্রাইকারদের চোট-আঘাতকে। এই ম্যাচ জেতার জন্য স্টিভ স্টপারে জনসনের সঙ্গে খেলাবেন গার্সন ভিয়েরাকে। অর্ণব মণ্ডলকে খেলাচ্ছেন না স্টিভ। সামনে কালুর সঙ্গে খেলবেন এদু গার্সিয়া। রাইট ব্যাকে খেলবেন প্রীতম কোটাল। গত বছর প্রীতম খেলেছিলেন দিল্লির হয়ে। দুই সাইডব্যাক রানা ঘরামি ও নারায়ণ দাশ।

শোনা যাচ্ছে, আইএসএল হওয়ার পর নতুন বছরের দল নিয়ে আলোচনায় বসবেন এটিকের কর্তারা। এখনকার দলের প্রায় নব্বই ভাগ ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে দুই বা তিন বছরের। নতুন দু’তিনজন ফুটবলারকে নেওয়া হবে দলে। সেই তালিকায় জবি জাস্টিন থেকে সালামরঞ্জন সিংহ রয়েছেন। ছেড়ে দেওয়া হবে কয়েক জনকে। মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এটিকে কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, সংযুক্তির অপেক্ষা না করে দল গুছিয়ে নেবেন।a

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE