Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Rohit Sharma

অ্যাডিলেডে প্রথম টেস্টে রোহিত না হনুমা? সুনীল গাওস্কর বললেন...

পৃথ্বী শ ও লোকেশ রাহুলকেই সম্ভবত দেখা যাবে শুরুতে। তিনে চেতেশ্বর পূজারা, চারে অধিনায়ক বিরাট কোহালি, পাঁচে অজিঙ্ক রাহানেকে নিয়ে কোনও সংশয় নেই। প্রশ্ন হল, ছয় নম্বরে কে নামবেন, সেটাই।

রোহিত নয়, হনুমাকে খেলানোর পক্ষেই গাওস্কর।

রোহিত নয়, হনুমাকে খেলানোর পক্ষেই গাওস্কর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৩:০০
Share: Save:

টি-টোয়েন্টি সিরিজ শেষ। এ বার ক্রিকেটমহলের নজর থাকছে টেস্ট সিরিজে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। আর সেই টেস্টে ভারতের ছয় নম্বরে কে খেলবেন, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

ভারতের ১৮ জনের দলে রয়েছেন তিনজন ওপেনার। তার মধ্যে প্রথম টেস্টে পৃথ্বী শ ও লোকেশ রাহুলকেই সম্ভবত দেখা যাবে শুরুতে। তিন নম্বরে চেতেশ্বর পূজারা, চারে অধিনায়ক বিরাট কোহালি, পাঁচে অজিঙ্ক রাহানেকে নিয়ে কোনও সংশয় নেই। প্রশ্ন হল, ছয় নম্বরে কে নামবেন, সেটাই।

রোহিত শর্মা না হনুমা বিহারী, লড়াই প্রধানত এই দুই জনের মধ্যেই। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন না রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ফিরেছেন টেস্ট স্কোয়াডে। অন্যদিকে, হনুমা ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে অভিষেকেই অর্ধশতরান করেছিলেন। নিয়েছিলেন তিন উইকেটও। এই তালিকায় ছিল অ্যালস্টেয়ার কুক, জো রুটের উইকেটও। ভারত যেহেতু প্রথম টেস্টে ছয় বিশেষজ্ঞ ব্যাটসম্যানেই খেলবে বলে মনে করা হচ্ছে, তাই এঁদের মধ্যেই কেউ সম্ভবত খেলবেন।

আরও পড়ুন: ক্রুণাল না কোহালি ভারতের জয়ের আসল কারণ কী​

আরও পড়ুন: বিরাটের ব্যাটিং দেখে শিখুক অস্ট্রেলিয়া, বলছেন ক্লার্ক​

কিংবদন্তি ওপেনার সুনীল গাওস্কর এই প্রসঙ্গেই বলেছেন, “আমি খেলাতে চাইব হনুমাকে। কারণ, শেষ যে টেস্টে ও খেলেছে, তাতে পঞ্চাশ করেছে। আমি তাই হনুমাকে খেলানোর পক্ষপাতী। আর বোলিংয়ে আমি দু’জন স্পিনার ও দু’জন পেসার খেলাতে চাইব। হনুমাও হাত ঘোরাতে পারে। অ্যাডিলেডে স্পিনাররা সামান্য সাহায্য পায় বলেই এমন দল চাইছি।” ঘটনা হল, চলতি বছরে রোহিত খেলেছেন দুই টেস্ট। দুটোই দক্ষিণ আফ্রিকায়। ১৯.৫০ গড়ে করেছেন মোটে ৭৮ রান। এরপরই টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি। ইংল্যান্ড সফরের টেস্ট দলেও জাতীয় নির্বাচকরা তাঁকে রাখেননি। অস্ট্রেলিয়ার উইকেট তাঁর ব্যাটিং স্টাইলের সহায়ক বলে মনে করেই নির্বাচকরা তাঁকে টেস্টের দলে রেখেছেন। কিন্তু, টি-টোয়েন্টি সিরিজের দুই টেস্টে রান পাননি মুম্বইকর।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE