Advertisement
০২ জুন ২০২৪

মলিনার আসল অস্ত্র টিমগেম

কেরলের বিরুদ্ধে আজ কোন পাঁচ জায়গায় এগিয়ে কলকাতা? সন্ধান দিলেন সুব্রত ভট্টাচার্য কেরলের বিরুদ্ধে আজ কোন পাঁচ জায়গায় এগিয়ে কলকাতা? সন্ধান দিলেন সুব্রত ভট্টাচার্য

মলিনার ভরসা পস্টিগা। সোমবার এটিকে প্র্যাকটিসে। ছবি: উৎপল সরকার

মলিনার ভরসা পস্টিগা। সোমবার এটিকে প্র্যাকটিসে। ছবি: উৎপল সরকার

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ০৩:৫৭
Share: Save:

কলকাতার টিমগেম

• ওদের হাতে পস্টিগার মতো তারকা ফুটবলার থাকলেও ওরা কিন্তু সাফল্য পাচ্ছে টিমগেমের জন্য। সেটাই কোচ মলিনার আসল অস্ত্র। কারও একার দক্ষতায় এ বার এটিকে সাফল্য পাচ্ছে না। সবারই কিছু না কিছু অবদান রয়েছে।

দেবজিৎ ফ্যাক্টর

• আটলেটিকো কলকাতার ডিফেন্স বারবার সমালোচনার মুখে পড়েছে। ঠিক মতো কভারিং হচ্ছে না। হেডিং ক্লিয়ারেন্স ভাল নয়। বল সাপ্লাই ঠিক মতো হচ্ছে না। তবে গোলের নীচে দুর্ধর্ষ ফর্মের দেবজিতের জন্য সুবিধেও এটিকের। শুধু ডিফেন্ডাররা যেন ওকে বাজে গোল না খাওয়ায়। তাতে দেবজিতের আত্মবিশ্বাস ধাক্কা খাবে।

কেরলে স্কোরার-অভাব

• কলকাতার পস্টিগা-হিউম, বেলেনকোসোর মতোও গোল করার লোক আছে। কেরলের সে রকম দক্ষ স্ট্রাইকার নেই। সুযোগটা কলকাতাকে কাজে লাগাতে হবে। বিশ্রী মিস না করলে কলকাতার গোল আসবেই।

চোটমুক্ত হিউম

• হিউম মাঠে থাকা মানে বিপক্ষকে সব সময় সতর্ক থাকতে হবে। গোয়া ম্যাচে পরে নেমে ও কার্যকরী ভূমিকা নিয়েছিল। দলের জয়ের গোলের বলটা হিউমেরই বাড়ানো।

ঘরের মাঠের সুবিধে

• শহরের ফুটবল উন্মাদনা কিছুটা হলেও চাপে রাখবে কেরলকে। যে টিম জিতবে তাদের সেমিফাইনাল যাওয়া পাকা। এই পরিস্থিতিতে নিজেদের মাঠে খেলার সুবিধে পাবে এটিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATK ISL Molina
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE