Advertisement
২২ মে ২০২৪
বেঙ্গালুরুতে আজ চতুর্থ ম্যাচ, নজিরের সামনে ভারত

‘পারফেক্ট টেন’ করার সামনে ধোনি-বিরাটরা

একদিকে দশে দশ করার নজিরের সামনে ভারত। আর তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হারের স্রোত ঠেকানোর জন্য লড়ছে। ভারত জিতেছে শেষ ৯টি ওয়ান ডে-র ৯টিতেই। আর অস্ট্রেলিয়া টানা ১১টি ম্যাচ হেরে খেলতে নামছে বেঙ্গালুরুতে।

চতুর্থ এক দিনের ম্যাচের মহড়া। বুধবার নেটে বল ওড়ানোর অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা গেল ধোনি এবং কোহালিকে। বেঙ্গালুরুতে তাঁদের ঘিরেই উৎসাহ বেশি। ছবি: এএফপি

চতুর্থ এক দিনের ম্যাচের মহড়া। বুধবার নেটে বল ওড়ানোর অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা গেল ধোনি এবং কোহালিকে। বেঙ্গালুরুতে তাঁদের ঘিরেই উৎসাহ বেশি। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪৭
Share: Save:

ভারতীয় ক্রিকেটে ওয়ান ডে ক্রিকেটকে ঘিরে নানা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। কিন্তু কখনও যা হয়নি, সেরকম এক নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছে বিরাট কোহালির ভারতীয় দল।

আজ, বৃহস্পতিবার, বেঙ্গালুরুতে জিতলেই টানা দশটি একদিনের ম্যাচের দশটিতেই জিতে যাবেন কোহালিরা। গত জুলাইয়ে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১১ রানে হারার পরে ৯টি একদিনের ম্যাচ খেলেছে ভারতীয় দল। একটিতেও হারেনি। ওয়েস্ট ইন্ডিজে শেষ একদিনের ম্যাচটি জেতে ভারত। শ্রীলঙ্কায় পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জিতেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচের তিনটিতেই জয়। বেঙ্গালুরুতে জিতলে তাই ‘পারফেক্ট টেন’ স্কোর হয়ে যাচ্ছে কোহালিদের।

অন্যান্য দেশ একই কীর্তি আগে গড়েছে। যেমন, অস্ট্রেলিয়ার দশে দশ করার নজির আছে ছ’বার। দক্ষিণ আফ্রিকা করেছে পাঁচ বার। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা করেছে দু’বার করে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের আছে এক বার করে। সেদিক দিয়ে দেখতে গেলে কোনও বিশ্বরেকর্ড হচ্ছে না কোহালিদের। তবে বেঙ্গালুরুতে জিতলে এমন কৃতিত্ব তাঁরাই প্রথম করে দেখাবেন ভারতীয় ক্রিকেটে।

একদিকে দশে দশ করার নজিরের সামনে ভারত। আর তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হারের স্রোত ঠেকানোর জন্য লড়ছে। ভারত জিতেছে শেষ ৯টি ওয়ান ডে-র ৯টিতেই। আর অস্ট্রেলিয়া টানা ১১টি ম্যাচ হেরে খেলতে নামছে বেঙ্গালুরুতে। গত ২৬ জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে’-তে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেডে শেষ বার কোনও ওয়ান ডে জিতেছিল অস্ট্রেলিয়া। তার পর থেকে দেশের বাইরে ১১টি ম্যাচে খেলেছে এবং প্রত্যেকটিতেই হেরেছে। ভারতের বিরুদ্ধে সিরিজ ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গিয়েছে। কিন্তু সান্ত্বনার জয় পেলেও টানা হারের অন্ধকার থেকে সাময়িক মুক্তি পেতে পারেন স্টিভ স্মিথ-রা। যদি তা না পারেন, সর্বকালীন লজ্জা ধেয়ে আসতে পারে স্মিথদের দিকে। যদি এই সিরিজে তাঁরা ০-৫ হারেন তাহলে ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে নেমে যাবেন চার নম্বরে। টেস্টে এখন তাঁদের র‌্যাঙ্কিং পঞ্চম, টি-টোয়েন্টি ক্রিকেটে সপ্তম। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এত নীচে কখনও নামেনি অস্ট্রেলিয়া।

দলগত কীর্তির পাশাপাশি ব্যক্তিগত মাইলস্টোনের হাতছানিও রয়েছে। ২০১৬-তে ঠিক ১০০ স্ট্রাইক রেট নিয়ে ৭৩৯ বলে ৭৩৯ রান করেছিলেন কোহালি। চলতি বছরেও তিনি ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় এক নম্বরে। এ বারও তাঁর স্ট্রাইক রেট ১০০। ভারত অধিনায়ক এখনও পর্যন্ত ১১৩৭ বলে ১১৩৭ রান করেছেন। চলতি বছরে প্রত্যেকটি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে অন্তত একটি সেঞ্চুরি করেছেন কোহালি। নিজের আইপিএল হোম গ্রাউন্ডে মহাঅষ্টমীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজেও সেটা করতে পারেন কি না, সেটাই দেখার।

যদিও বেঙ্গালুরুতেই ভারতের মাঠগুলোর মধ্যে ভারতের হয়ে ওয়ান ডে ম্যাচে কোহালির রেকর্ড সবচেয়ে খারাপ। সেই রেকর্ড তিনি পাল্টে দিতে পারেন কি না, সেটাও দেখার। আবার পিচ নিয়েও আগ্রহ রয়েছে যে হেতু সাম্প্রতিককালে এখানকার উইকেট বেশ মন্থর হয়ে গিয়েছে। যুজবেন্দ্র চহাল এবং কুলদীপ যাদবের জাদু তাই এখানেও চলতে পারে। আর অধিনায়কের মতো লেগস্পিনার চহালেরও এটা আইপিএল হোম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE