Advertisement
০৪ মে ২০২৪
Sports News

জীবনের সেরা টেস্ট র‌্যাঙ্কিংয়ে পৌঁছলেন কোহালি, জাডেজা

দারুণ ছন্দে পুরো দল। ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর টেস্ট জয়। সঙ্গে দারুণ ফর্মে দলের সকলেই। সে বোলার হোক বা ব্যাটসম্যান। সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন প্রতি ম্যাচে। আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে র‌্যাঙ্কিংয়ে।

বিরাট কোহালি ও রবীন্দ্র জাডেজা। ছবি: রয়টার্স।

বিরাট কোহালি ও রবীন্দ্র জাডেজা। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ১৭:৫৬
Share: Save:

দারুণ ছন্দে পুরো দল। ইংল্যান্ডের বিরুদ্ধে পর পর টেস্ট জয়। সঙ্গে দারুণ ফর্মে দলের সকলেই। সে বোলার হোক বা ব্যাটসম্যান। সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন প্রতি ম্যাচে। আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে র‌্যাঙ্কিংয়ে। বুধবার ঘোষণা হওয়া আইসিসি র‌্যাঙ্কিংয়ে টেস্ট জীবনের এখনও পর্যন্ত সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন বিরাট কোহালি ও রবীন্দ্র জাডেজা। গত সপ্তাহেই চারে উঠেছিলেন বিরাট। এ বার ঢুকে পড়লেন সেরা তিনে। তৃতীয় টেস্টে কোহালির রান ৬২ ও অপরাজিত ৬। যার ফলে ৮৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এলেন তিনি।

এই ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। কিন্তু তাঁর এই রান ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছে। সেই জাডেজা অল-রাউন্ডারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন। ৪৯৩ পয়েন্ট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন এক নম্বরেই থেকে গেলেন। ২০০৮এ এই উচ্চতায় একমাত্র পৌঁছেছিলেন জ্যাক কালিস। মোহালিতে পাঁচ উইকেট নিয়ে ২১ নম্বর থেকে ১৯ নম্বরে উঠে এলেন মহম্মদ শামি।

দ্বিতীয় স্থানে থাকা জো রুটের থেকে ১৪ পয়েন্ট পিছনে রয়েছেন বিরাট কোহালি। ১৫ নম্বর থেকে এই সিরিজেই এক লাফে সেরা পাঁছে ঢুকে পড়েছিলেন কোহালি। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ রয়েছেন এক নম্বরে। আট নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা। বোলিংয়ে সেরা দশে রয়েছেন রবীন্দ্র জাডেজা। রয়েছেন সাতে। দ্বিতীয় স্থানে রয়েছেন রঙ্গনা হেরাথ। তৃতীয় স্থানে ডেল স্টেইন।

আরও খবর

টস হারাটাই মোটিভেশনের কাজ করেছিল: বিরাট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Ravinder Jadeja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE