অনিল কুম্বলের সঙ্গে তাঁর সংঘাতের কারণ নিয়ে মুখ খুলেও খুলতে চাইলেন না বিরাট কোহালি। ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ শুরু হচ্ছে আজ, শুক্রবার। তার আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক বলে দিলেন, তাঁর কাছে ড্রেসিংরুমের পবিত্রতা এবং গোপনীয়তা রক্ষা করাটা সব চেয়ে গুরুত্বপূর্ণ। তাই কুম্বলে নিয়ে জনসমক্ষে কিছু বলতে চাইবেন না।
উল্টে ক্রিকেটার কুম্বলেকে নিয়ে শ্রদ্ধার কথাই শোনা গেল কোহালির মুখে। বলে দিলেন, ‘‘ক্রিকেটার হিসেবে ওঁর যা প্রাপ্তি, সেটাকে আমি এবং আমরা খুবই সম্মান করি। দেশের হয়ে যে সব গৌরবজনক মুহূর্ত উপহার দিয়েছেন, সেটাকে শ্রদ্ধা করি। কোনও কিছুই সেই শ্রদ্ধার জায়গাকে কেড়ে নিতে পারবে না।’’
যদিও গত কয়েক দিন ধরে কোহালির দিকে নানা প্ররোচনা ছিল মুখ খোলার। কোচ কুম্বলে নিজে থেকে পদত্যাগের ঘোষণা করেন টুইটারে। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, অধিনায়ক কোহালি চাননি বলেই তাঁকে সরে যেতে হচ্ছে। কুম্বলে এমনও জানান যে, বোর্ড থেকে তাঁকে যখন বলা হয় যে, তাঁর কাজের ভঙ্গি নিয়ে অধিনায়কের আপত্তি আছে, তিনি বেশ অবাকই হয়েছিলেন। কারণ, বরাবর কোচ এবং অধিনায়কের সীমানা সম্পর্কে তিনি ওয়াকিবহাল। এ ক্ষেত্রেও সেই সীমা তিনি কখনও লঙ্ঘন করেননি।