Advertisement
০২ মে ২০২৪
ঋদ্ধিমান আজ কার জায়গায়

মাঠে নামার আগেই বাংলার পরীক্ষা

তিনি না থাকলে জ্বালা! আবার থাকলেও! তিনি ঋদ্ধিমান সাহা। তাঁকে দলে পেয়েও এখন সমস্যায় বাংলার টিম ম্যানেজমেন্ট!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০৩:১৮
Share: Save:

তিনি না থাকলে জ্বালা! আবার থাকলেও!

তিনি ঋদ্ধিমান সাহা।

তাঁকে দলে পেয়েও এখন সমস্যায় বাংলার টিম ম্যানেজমেন্ট!

ধর্মশালায় রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে ঋদ্ধিমান বাংলা রঞ্জি শিবিরে যোগ দিয়ে কোচ-ক্যাপ্টেনের যেন কাজ বাড়িয়ে দিলেন বহু গুণ। ভারতীয় টেস্ট দলের নিয়মিত উইকেটকিপারকে প্রথম এগারোয় রাখতেই হবে। কিন্তু কাকে বাদ দিয়ে? মাঠে নামার বারো ঘণ্টা আগেও এই প্রশ্নের উত্তর নাকি খুঁজে পেলেন না মনোজ তিওয়ারি-সাইরাজ বাহুতুলে।

স্টাম্পের পিছনে দাঁড়াবেন ঋদ্ধি। সোজা হিসেব অনুযায়ী শ্রীবৎস গোস্বামীর এই ম্যাচে ড্রেসিংরুমে বসা উচিত। কিন্তু তিনি আবার এ মরসুমে রঞ্জিতে একটা সেঞ্চুরি করে বসে আছেন। জয়পুরে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পান।

দলে আর একজন কিপার-ব্যাটসম্যান আছেন। নবাগত অগ্নিভ পান। যিনি শুধু বাঁ-হাতি ব্যাটসম্যান হিসেবেই খেলছেন। এবং তিনিও ফর্মে রয়েছেন। পরপর দু’ম্যাচে দুটো হাফসেঞ্চুরি পেয়েছেন। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৫১, পঞ্জাবের বিরুদ্ধে ৭০। এই অবস্থায় পঙ্কজ শ-কে যে বসানো হবে, তিনিও তো পঞ্জাবের বিরুদ্ধে হাফসেঞ্চুরি (৫৫) করেছেন। সবাই রানের মধ্যে। তা হলে ঋদ্ধি কার জায়গায় খেলবেন?

অধিনায়ক মনোজকে প্রশ্নটা করতে বুধবার সন্ধ্যেয় ধর্মশালা থেকে ফোনে বললেন, ‘‘এটা সত্যিই একটা চিন্তার বিষয়। এখনও পর্যন্ত এর উত্তর খুঁজে পাইনি আমরা। ছেলেরা সবাই ভাল ফর্মে। ব্যাটসম্যানরা রানের মধ্যে রয়েছে, বোলাররা উইকেট পাচ্ছে। যারা ভাল খেলছে, তাদের মধ্যে কাউকে বসালে তার ছন্দ নষ্ট হয়ে যেতে পারে। ঋদ্ধি খেলবেই। ও দেশের এক নম্বর কিপার-ব্যাটসম্যান। দল ছন্দে আছে। তার উপর ঋদ্ধি আসায় এই ম্যাচ থেকে আমাদের পুরো পয়েন্ট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই সুযোগটা কাজে লাগাতে হবে। বিলাসপুরে যে ভাবে সেশন ধরে-ধরে এগিয়েছি, এখানেও সে ভাবেই এগোব।’’

দু’ম্যাচ থেকে ন’পয়েন্ট চলে এসেছে বাংলার ঘরে। ধর্মশালায় আজ বৃহস্পতিবার শুরু ম্যাচ থেকেও ছ’পয়েন্ট এলে বাংলা নক আউটের দিকে অনেকটা পা বাড়িয়ে রাখবে। ঋদ্ধিমান দলে থাকায় সেই সম্ভাবনা অনেকটাই বলে মনে করেন মনোজ। তবে তাঁর মাথায় আর এক দুশ্চিন্তা। শিবিরে আত্মতুষ্টির জীবাণু না ঢুকে পড়ে। বললেন, ‘‘এটা আমার মাথায় আছে। টিম মিটিংয়ে সবাইকে বলেও দেওয়া হয়েছে— শেষ দু’ম্যাচে যতই ভাল খেলো, এটা নতুন একটা ম্যাচ। আগে কী করেছো, তা ভেবে এই ম্যাচে নামা যাবে না।’’

যে উইকেটে রেলের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা, সেই উইকেট দেখার পর স্পোর্টিং পিচ হবে বলেই মনে করছেন মনোজ। বললেন, ‘‘যা দেখলাম, তাতে প্রথম দিকে পেসাররা ও ব্যাটসম্যানরা আর পরের দিকে স্পিনাররা সাহায্য পেতে পারে। সবার জন্যই কিছু না কিছু থাকবে এই বাইশ গজে। সেই বুঝে টিম করতে হবে।’’

গত ম্যাচে তিন পেসারে খেলেছিলেন এবং পেসাররা সবচেয়ে বেশি কাজেও এসেছিলেন। এই ম্যাচে পরের দিকে উইকেট ভাঙার কথা মাথায় রেখে আমির গনিকে ফেরানোর ভাবনাও আছে বাংলা শিবিরে। সেক্ষেত্রে অয়ন ভট্টাচার্যকে বাদ দেওয়া হতে পারে। তবে ক্যাপ্টেনের সাফ কথা, ‘‘ম্যাচের দিন মাঠে গিয়ে টিম ঠিক করব। আমাদের প্রত্যেকেই ফর্মে আছে। ফলে প্রথম এগারো বাছা নিয়ে সমস্যা হচ্ছে। কিন্তু এ রকম সমস্যা থাকাই ভাল। উইকেট, কন্ডিশন অনুযায়ী সেরা দল মাঠে নামানোটাই এখন আমাজের টিম ম্যানেজমেন্টের বড় পরীক্ষা।’’

মাঠে নামার আগেই পরীক্ষা বাংলা শিবিরের। মাঠের বাইরের সেই পরীক্ষায় পাশ করার পর মাঠের পরীক্ষায় নামতে হবে বাংলাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wriddhiman Saha Bengal Ranji Trophy Railways
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE