Advertisement
৩০ এপ্রিল ২০২৪

অনুশীলনে ধোনিবাহিনী

বিশ্বকাপে অন্যতম আলোচনার বিষয় এখন ভারতীয় ফিল্ডিং। বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকাকেও নাকি টেক্কা দিচ্ছেন ভারতীয় ফিল্ডাররা। সাফল্যের রেসিপিটা কী? ফিল্ডিং কোচ শ্রীধরের কথায় (সৌজন্যে বিসিসিআই টিভি) উঠে আসছে কয়েকটা বিশেষ ড্রিল...বিশ্বকাপে অন্যতম আলোচনার বিষয় এখন ভারতীয় ফিল্ডিং। বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকাকেও নাকি টেক্কা দিচ্ছেন ভারতীয় ফিল্ডাররা। সাফল্যের রেসিপিটা কী? ফিল্ডিং কোচ শ্রীধরের কথায় (সৌজন্যে বিসিসিআই টিভি) উঠে আসছে কয়েকটা বিশেষ ড্রিল...

ড্রিল ১। ধবনের ফোকাস নষ্টের চেষ্টায় জাডেজা। ছবি: পিটিআই।

ড্রিল ১। ধবনের ফোকাস নষ্টের চেষ্টায় জাডেজা। ছবি: পিটিআই।

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৩৯
Share: Save:

বিশ্বকাপে অন্যতম আলোচনার বিষয় এখন ভারতীয় ফিল্ডিং। বলা হচ্ছে, দক্ষিণ আফ্রিকাকেও নাকি টেক্কা দিচ্ছেন ভারতীয় ফিল্ডাররা। সাফল্যের রেসিপিটা কী? ফিল্ডিং কোচ শ্রীধরের কথায় (সৌজন্যে বিসিসিআই টিভি) উঠে আসছে কয়েকটা বিশেষ ড্রিল...

টেনিস বল ড্রিল

রিঅ্যাকশন টাইম অত্যন্ত কম থাকে। খুব দ্রুত নড়তে হয় ফিল্ডারদের। ফলে রিফ্লেক্স অনেক ভাল হয়।

স্পিড ড্রিল

দ্রুত গতির ফিল্ডারদের চিহ্নিত করা হয়। তার পর এক এক করে আলাদা ভাবে তাঁদের স্পিড বাড়ানোর উপর জোর দেওয়া হয়।

ফুটওয়ার্ক ড্রিল

ব্যাটিংয়ের মতো ফিল্ডিংয়েও ফুটওয়ার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাউন্ডারিতে ঝাঁপানো থেকে পিছনে দৌড়ে ক্যাচ ধরা, সবেতেই ফুটওয়ার্কের গুরুত্ব অনেক বেশি। তাই ফিল্ডারদের ফুটওয়ার্ক ঠিক করার উপর আলাদা নজর।

ফোকাস ড্রিল

এক জন সামনে দাঁড়িয়ে। অন্য জন পিছনে। যিনি পিছনে, বলটা ধরতে হবে তাঁকে। আর যিনি সামনে, তাঁর কাজ হল পিছনের প্লেয়ারের ফোকাস নষ্টের চেষ্টা করে যাওয়া। উদ্দেশ্য, মাঠে যাতে এ রকম পরিস্থিতিতে ক্যাচ ধরতে সমস্যা না নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

world cup 2015 fielding practice
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE