Advertisement
০৩ মে ২০২৪

আগেরো এ বার মাঠে কী করেন, দেখতে চান মেসি

এক দিকে জ্লাতান ইব্রাহিমোভিচ। অন্য দিকে হোসে মোরিনহো। এক দিকে লিওনেল মেসি। অন্য দিকে সের্জিও আগেরো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যেমন রয়েছে দুই সতীর্থ মেসি ও আগেরোর গৃহযুদ্ধ, ঠিক সে রকমই তৈরি প্রতিশোধ নেওয়ার আদর্শ মঞ্চও। সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র ঘোষণার পর ঠিক এ রকমই ছবি। বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ নিয়ে ফুটবলবিশ্বে এখন জল্পনার শেষ নেই। ইংল্যান্ড থেকে ইতালি, প্রতিটা ঘরোয়া লিগের হেভিওয়েট ক্লাবরাই এলএম টেনকে বার্সা থেকে সই করাতে ওঁত পেতে আছে।

দ্বৈরথ। মেসি বনাম আগেরো। ফাইল চিত্র

দ্বৈরথ। মেসি বনাম আগেরো। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৪ ০৩:১২
Share: Save:

এক দিকে জ্লাতান ইব্রাহিমোভিচ। অন্য দিকে হোসে মোরিনহো। এক দিকে লিওনেল মেসি। অন্য দিকে সের্জিও আগেরো।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যেমন রয়েছে দুই সতীর্থ মেসি ও আগেরোর গৃহযুদ্ধ, ঠিক সে রকমই তৈরি প্রতিশোধ নেওয়ার আদর্শ মঞ্চও। সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র ঘোষণার পর ঠিক এ রকমই ছবি।

বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ নিয়ে ফুটবলবিশ্বে এখন জল্পনার শেষ নেই। ইংল্যান্ড থেকে ইতালি, প্রতিটা ঘরোয়া লিগের হেভিওয়েট ক্লাবরাই এলএম টেনকে বার্সা থেকে সই করাতে ওঁত পেতে আছে। যে তালিকায় রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির নামও। মেসিকে ক্লাবে সই করাতে এতটাই মরিয়া যে বার্সেলোনার রাজপুত্রের জাতীয় দলের সতীর্থ সের্জিও আগেরোকে তারা টোপ হিসাবে ব্যবহার করছে। মজার হল, মেসিকে ক্লাবে সই করাতে যারা এতটা আগ্রহী আগামী ফেব্রুয়ারিতে তাদেরই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দেওয়ার দায়িত্ব পড়তে চলেছে বার্সা মহাতারকার উপরে।

গত মরসুমেও শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল দুই হেভিওয়েট ক্লাব। দু’পর্ব মিলিয়ে ৪-১ জয় পায় বার্সা। তবে গত বারের জয় যত দাপটেই আসুক না কেন, একটুও আত্মতুষ্ট হয়ে পড়ছেন না বার্সা কোচ লুই এনরিকে। বরং মরসুম শুরুর ভাল ফর্ম দল এখন দেখাতে না পারায় কপালে চিন্তার ভাঁজ তাঁর।

শনিবার লা লিগায় গেতাফের বিরুদ্ধে ড্রয়ের পর প্রবল সমালোচনার মুখে পড়েছে বার্সেলোনা। বাদ যাননি কোচও। দলের বিখ্যাত ফরোয়ার্ড ত্রিফলা (মেসি-নেইমার-সুয়ারেজ) নিয়ে প্রশ্নচিহ্নও উঠে গিয়েছে। এনরিকে তাই বলে দেন, “ফেব্রুয়ারিতে ম্যাঞ্চেস্টার সিটির মতো দলের বিরুদ্ধে নামার আগে আমাদের দারুণ ফর্মে থাকাটা খুব জরুরি।” তবে বার্সা চিন্তায় থাকলেও, মেসি আত্মবিশ্বাসী। বিখ্যাত ভিডিও গেম ফিফায় সব সময় আগেরোকে বলে বলে হারান মেসি। প্রিয় সতীর্থের বিরুদ্ধে খেলতে নামার আগে তাই এলএম টেনের মন্তব্য, “আগেরোর বিরুদ্ধে খেলতে নামব বলে খুবই উৎসুক। ফিফা গেমে সব সময় ওকে হারাই। এ বার দেখি আগেরো মাঠে কী করে।”

ঠিক উল্টো ছবি ম্যান সিটিতে। প্রিমিয়ার লিগের শুরুতে ধারাবাহিকতার অভাবে ভুগলেও, যত লিগ গড়িয়েছে তত ফর্মে ফিরেছে ম্যানুয়েল পেলিগ্রিনির দল। তবে বার্সার সামনে পড়ার অস্বস্তি নিয়ে কিছুটা হলেও চিন্তায় আগেরোরা। মেগাম্যাচের আগে ম্যান সিটির এক শীর্ষকর্তা টক্সিকি বেগিরিস্তেইন তো বলেই দিয়েছেন, বার্সার মুখোমুখি হতে চায়নি তাঁর দল। “আমাদের বার্সেলোনার বিরুদ্ধে খেলতে ভাল লাগে না।”

এক দিকে যখন জমে উঠেছে ইংল্যান্ড আর বিখ্যাত স্প্যানিশ ক্লাবের লড়াই, হোসে মোরিনহো তখন তৈরি হচ্ছেন তাঁর প্রাক্তন দুই ছাত্রের সঙ্গে ‘রিইউনিয়নের’ জন্য। দুই ছাত্রজ্লাটান ইব্রাহিমোভিচ ও দাভিদ লুইজ। ইন্টার মিলানের কোচ থাকাকালীন ইব্রাহিমোভিচই ছিলেন মোরিনহোর অন্যতম অস্ত্র। গত মরসুমে আবার চেলসির অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ছিলেন লুইজ। যার সঙ্গে ব্যক্তিগত ঝামেলার কারণে মোরিনহো রেকর্ড অর্থে তাঁকে বিক্রি করেছিলেন প্যারিস সাঁ জাঁয়।

গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে ১-২ হেরেও দু’পর্ব মিলিয়ে ৩-৩ করে অ্যাওয়ে গোলের সৌজন্যে সেমিফাইনালে উঠেছিল চেলসি। এ মরসুমেও দুরন্ত ফর্মে রয়েছে মোরিনহোর টিম। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত মাত্র একটা ম্যাচ হেরেছে চেলসি। মাটিচ থেকে ফাব্রেগাস। কোস্তা থেকে দ্রোগবা, প্রত্যেকেই ভাল ফর্মে আছেন। প্যারিস সাঁ জাঁ-র মতো শক্ত দল পেলেও তাই আত্মবিশ্বাসে টগবগ করছে চেলসি। ক্লাবের এক কর্তা বলেন, “প্রতিটা ক্লাবই শক্তিশালী। তাই শেষ ষোলোয় তারা পৌঁছতে পেরেছে। গত বছরের তুলনায় আরও ভাল অবস্থায় আছে দুটো দলই। তবে আশা করছি শেষ পর্যন্ত জিতব আমরাই।” পাশাপাশি গত মরসুমের প্রতিশোধ নেওয়াটাই তাতাবে ইব্রাহিমোভিচ-কাভানিদের, সেটা মানছেন প্যারিস সাঁ জাঁর স্পোর্টিং ডিরেক্টর ওলিভিয়ার লেতাং। তিনি বলে দেন, “আমরা জানি গত মরসুমের মতো এ বারও ম্যাচটা কঠিন হবে। আশা করব দু’পর্বে সর্বশক্তি লাগিয়ে দেবে প্যারিস সাঁ জা।”ঁ

তবে চেলসি, ম্যাঞ্চেস্টার সিটির মতো দলের সামনে যখন শক্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর্সেন ওয়েঙ্গার তখন কিছুটা হলেও স্বস্তিতে। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখে পড়তে হচ্ছে না আর্সেনালকে। শেষ ষোলোয় সাঞ্চেজদের জন্য অপেক্ষা করছে ওয়েঙ্গারের পুরনো ক্লাব মোনাকো। গত বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আবার মুখোমুখি হবে শালকের। আর পেপ গুয়ার্দিওলার বায়ার্ন মিউনিখের সামনে দুর্বল শাখতার দনেস্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champions league messi aguero barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE