Advertisement
০৪ জুন ২০২৪

টাকির মাঠে আজ মোহনবাগান

মোহনবাগানের মুখোমুখি হচ্ছে বসিরহাটের নিউবাণী সঙ্ঘ।

ম্যাচের আগে মাঠ দেখছেন দীপেন্দুরা।—নিজস্ব চিত্র।

ম্যাচের আগে মাঠ দেখছেন দীপেন্দুরা।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৪ ০৩:০৮
Share: Save:

মোহনবাগানের মুখোমুখি হচ্ছে বসিরহাটের নিউবাণী সঙ্ঘ।

আজ, বৃহস্পতিবার বেলা আড়াইটেয় টাকি এরিয়ান ক্লাবের মাঠে হবে এই প্রীতি ম্যাচ। যাকে ঘিরে গোটা এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে তুমুল উৎসাহ। মোহনবাগানের ফুটবলারদের স্বাগত জানাতে ব্যানার, পোস্টার দিয়ে মাঠ সাজানো হচ্ছে। নিউবাণী সঙ্ঘের উদ্যোগে, টাকি পুরসভা ও টাকি এরিয়ান ক্লাবের সহযোগিতায় খেলার আয়োজন হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে বুধবার মাঠ পরীক্ষা করা হয়েছে। মোহনবাগানের ফুটবলাররা ইছামতী সংলগ্ন যে গেস্ট হাউসে বিশ্রাম নেবেন, সেটিও এ দিন খুঁটিয়ে দেখেছেন ফুটবল বিশেষজ্ঞ ও প্রশাসনিক কর্তারা।

দেশের প্রখ্যাত ফুটবলার তথা নিউবাণী সঙ্ঘের অন্যতম কর্তা দীপেন্দু বিশ্বাস বলেন, ‘‘বসিরহাটের ফুটবলের মান উন্নয়ন ও নিউবাণী সঙ্ঘের কোচিং ক্যাম্পের উন্নতির জন্য টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় ও টাকি এরিয়ান ক্লাবের সহযোগিতায় ওই খেলায় মোহনবাগানের হয়ে খ্যাতিমান ফুটবলারেরা যোগ দেবেন।’’

দীপেন্দুবাবু জানান, বাজাজ অ্যালায়েন্সের সহযোগিতায় রাজ্যের আট জন ফুটবলার জার্মানির মিউনিখে ২৭ দিনের একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে যাচ্ছেন। ওই দলে নিউবাণীর ফুটবলার ইমরান মণ্ডলও থাকছেন। দীপেন্দুর কথায়, ‘‘বর্তমানে টাকি এরিয়ান ক্লাব এবং নিউবাণী সঙ্ঘের কোচিং ক্যাম্পে প্রায় ৩০০ ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের ও বসিরহাটের অন্যান্য ফুটবলারদের নিয়ে একটি দল করে কলকাতা ফুটবল লিগে খেলানোর চেষ্টা করা হচ্ছে।” দীপেন্দুবাবু জানান, ইতিমধ্যে ওই দলের নামকরণ করা হয়েছে ‘এফ সি বসিরহাট’। লোগো তৈরি ও স্পনসর খোঁজার কাজ শুরু হয়েছে।

এই ম্যাচকে কেন্দ্র করে এলাকার মানুষের উত্তেজনার পারদ চড়ছে। টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘মোহনবাগানের মতো একটা দল টাকিতে খেলতে রাজি হয়েছে। সেটাই আমাদের কাছে গর্বের বিষয়।’’ খুশি ক্লাবকর্তারাও। টাকি এরিয়ান ক্লাবের তরফে অমল ঘোষ বলেন, ‘‘চোখের সামনে মোহনবাগানের মতো ক্লাবের ফুটবলারদের খেলা দেখতে পাব, আমরা রোমাঞ্চিত।’’

কিন্তু প্রশ্ন উঠেছে, বসিরহাট স্টেডিয়ামের মতো বড় মাঠ এবং এক সঙ্গে অনেক দর্শকের বসার জায়গা থাকা সত্ত্বেও কেন টাকিতে একটি জাতীয় দলের খেলার ব্যবস্থা করা হল?” উদ্যোক্তাদের দাবি, জাতীয় দলের খেলার জন্য দরকার ভাল একটা মাঠ। বসিরহাট স্টেডিয়ামের মাঠ বর্ষায় ততটা ভাল অবস্থায় নেই। তুলনায় ভাল টাকির মাঠটি। তাই ওই মাঠকেই বাছা হয়েছে। টিকিটের দাম ধার্য হয়েছে মাত্র ২০ টাকা। উদ্যোক্তারা জানান, সামনেই কলকাতা ময়দানে লিগ শুরু হচ্ছে। মোহনবাগানের কাছে এই ম্যাচ কার্যত তারই প্রস্তুতি।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: মেয়েদের ভোট বিশ্লেষণ এবং তর্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mohun bagan basirhat taki playground
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE