Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তিন ব্যাক নিয়ে নতুন ইতালি দেখাতে চান প্রান্দেলি

বিশ্বকাপে নিজেদের কোনও ভাবেই পিছিয়ে রাখতে রাজি নন ইতালির বর্ষীয়ান গোলকিপার গিয়ানলুইগি বুঁফো। ‘আজুরি’-দের অধিনায়ক ‘গ্রুপ অব ডেথ’-এ থেকেও তাই বলছেন, “ব্রাজিল, আর্জেন্তিনা, স্পেন, জার্মানি এ বারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। ইতালি এই চার দলের চেয়ে সামান্য পিছিয়ে।”

সংবাদ সংস্থা
রোম শেষ আপডেট: ৩০ মে ২০১৪ ০৩:০৪
Share: Save:

বিশ্বকাপে নিজেদের কোনও ভাবেই পিছিয়ে রাখতে রাজি নন ইতালির বর্ষীয়ান গোলকিপার গিয়ানলুইগি বুঁফো। ‘আজুরি’-দের অধিনায়ক ‘গ্রুপ অব ডেথ’-এ থেকেও তাই বলছেন, “ব্রাজিল, আর্জেন্তিনা, স্পেন, জার্মানি এ বারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। ইতালি এই চার দলের চেয়ে সামান্য পিছিয়ে।”

গ্রুপ ‘ডি’-তে ইতালির সঙ্গে থাকা ইংল্যান্ড, উরুগুয়েকে পাত্তা না দিয়ে বুঁফো মেজাজেই বলেছেন, “ব্রাজিলের মাটিতে গত বছর কনফেড কাপে তৃতীয় হয়েছিল ইতালি। গ্রুপ থেকে যাত্রা শুরু করে টুর্নামেন্টে ইংল্যান্ড, উরুগুয়ের চেয়ে বেশি দূর যেতে সক্ষম আমরাই।” বুঁফো আরও বলেন, “গত বছর কনফেড কাপে ফেভারিট হিসেবে শুরু না করেও ইতালি অনেক তাবড় তাবড় বিপক্ষের চিন্তা বাড়িয়ে দিয়েছিল ভাল পারফর্ম করে। দু’বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে ড্র, ব্রাজিলের বিরুদ্ধে হারলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল।”

বিশ্বকাপে উরুগুয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে একই গ্রুপে থাকা সত্ত্বেও কী কারণে হঠাৎ এত আত্মবিশ্বাসী হয়ে উঠলেন ইতালীয় অধিনায়ক, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশেষজ্ঞদের। কেউ কেউ বলছেন এটা বিপক্ষকে চাপে ফেলার জন্য প্রান্দেলির কৌশল। অধিনায়ককে দিয়ে এ কথা বলিয়ে বিপক্ষের চাপ বাড়ানোর প্রয়াস। আবার অন্যরা বলছেন, বিশ্বকাপের জন্য নতুন রণকৌশলে দলকে তৈরি করছেন প্রান্দেলি। সেই আত্মবিশ্বাস থেকেই এ কথা বলে ফেলেছেন বুঁফো।

কী সেই রণকৌশল? সেটা হল কনফেড কাপের ছক থেকে সরে এসে নতুন ছকে বিপক্ষকে ধোঁকা দেওয়ার কৌশল। যে ভাবে ২০০৬ বিশ্বকাপে জার্মানিতে ইতালির কোচ মার্সেলো লিপ্পি সেমিফাইনালের আগে দলে নানা পরিবর্তন করে কোনও দিন খেলতেন এক স্ট্রাইকার, কোনও দিন ডাবল স্ট্রাইকার বা কোনও দিন তিন স্ট্রাইকারে। এ বারও অনেকটা সেই ছকেই ডিফেন্স নিয়ে আস্তিনের তলায় যুদ্ধ জয়ের তাস লুকিয়ে রেখেছেন সিজার প্রান্দেলি। ইতালির সংবাদমাধ্যমও বলছে, মাঠে নেমে সেই ছকের প্রয়োগে আক্রমণে বৈচিত্র বাড়বে বালোতেলিদের।

সেটা কী রকম? প্রান্দেলি জানিয়েছেন, ব্রাজিলে ফুটবলের সেই প্রাচীন তিন ব্যাক সিস্টেমে ফিরতেই পারে আজুরিরা। সে ক্ষেত্রে ৪-৪-২ বা ৪-৩-৩ নয়। জুভেন্তাসের ৩-৫-২ ছকটাই মনে ধরেছে সিজার প্রান্দেলির। তবে ৪-৩-১-২ বা ৪-৫-১ ছকেও পির্লোদের অনুশীলন করাচ্ছেন প্রান্দেলি। যার সওয়াল করতে গিয়ে ইতালির কোচ বুঁফোর সুরেই সুর মিলিয়ে বলেছেন, “গত বছর কনফেড কাপে আমরা ডার্ক হর্স হিসেবে শুরু করেও তৃতীয় হয়েছিলাম এই ট্যাকটিক্সেই। কিছুই না। খেলার স্টাইলটা বদলে দিয়েছিলাম। তাই দু’তিনটে ফর্মেশনে দলকে রপ্ত করছি বিশ্বকাপের জন্য।”

ইংল্যান্ডের বিরুদ্ধে মানাউসে প্রথম ম্যাচে ৩-৫-২ ছকে রুনিদের চমকে দেওয়ার আভাসও মিলেছে প্রান্দেলির কথায়, “তিন ব্যাক মোটেও সেকেলে ফুটবল দর্শন নয়। বরং তিনটে প্রকৃত সেন্টার ব্যাকের সঙ্গে মাঝমাঠে দু’টো সাইডব্যাককে উইঙ্গারের ভূমিকায় আনলে অনেক বিপক্ষই চাপে পড়ে যাবে।”

দু’বছর আগে ইউরো কাপে স্পেনের বিরুদ্ধে ‘ব্যাক থ্রি’ কৌশল কাজে লাগিয়েই বিশ্ব চ্যাম্পিয়নদের ১-১ রুখে দিয়েছিল আজুরিরা। সেই হিসেবে এই রণকৌশল পির্লো, মার্সিসিওদের কাছে নতুন নয়। বিশ্বকাপে এই ছকে সেন্ট্রাল ডিফেন্সে রোমার মিডফিল্ডার ড্যানিয়েল ডি’ রোসিকেই তাই ব্যবহার করবেন বলে ঘুঁটি সাজাচ্ছেন ইতালি কোচ। সঙ্গে বারজাগলি, চেলিনি। যার ফলে মাঝমাঠে পির্লোর সঙ্গে আরও এক জন অতিরিক্ত মিডফিল্ডার ব্যবহার করতে পারবেন প্রান্দেলি। এতে বালোতেলিদের জন্য বলের জোগান কমবে না। যে ভূমিকায় প্রান্দেলি রাখতে পারেন ক্লদিও মার্সিসিও, থিয়াগো মোতা, রিকার্ডো মন্তোলিভো বা মার্কো ভেরাত্তিদের। তবে এই ছকে ইংল্যান্ড বা উরুগুয়েকে চমকে দিয়েও স্পেন বা জার্মানির মতো দলগুলির বিরুদ্ধে নক আউট পর্বে কতটা সাফল্য মিলবে তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছে ইতালির সংবাদমাধ্যমের কেউ কেউ। যার উত্তরে প্রান্দেলির উত্তরও তৈরি। “বিশ্বকাপে দেখবেন নতুন ইতালিকে। আর যে ছকে শুরু করব সেই ছকেই যে খেলা শেষ করব তা তো বলিনি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup italy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE