Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ফুটবল আইপিএলে হয়তো সচিনও

সৌরভ গঙ্গোপাধ্যায় ফুটবল সুপার লিগের কলকাতার দল কিনতে চাইছেন।শাহরুখ খান, মহেশ ভূপতি, অভিষেক বচ্চন, রণবীর কপূর, জন আব্রাহামের মতো তারকারা বিভিন্ন শহরের জন্য দরপত্র জমা দিচ্ছেন। ক্রিকেট আইপিএলের বিভিন্ন টিমের অন্তত পাঁচ জন মালিক ফুটবল টিম কেনার জন্য দরপত্র তুলেছেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৪ ০৪:০৬
Share: Save:

সৌরভ গঙ্গোপাধ্যায় ফুটবল সুপার লিগের কলকাতার দল কিনতে চাইছেন।

শাহরুখ খান, মহেশ ভূপতি, অভিষেক বচ্চন, রণবীর কপূর, জন আব্রাহামের মতো তারকারা বিভিন্ন শহরের জন্য দরপত্র জমা দিচ্ছেন।

ক্রিকেট আইপিএলের বিভিন্ন টিমের অন্তত পাঁচ জন মালিক ফুটবল টিম কেনার জন্য দরপত্র তুলেছেন।

কিন্তু ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা আইকন সচিন তেন্ডুলকরও কি শেষ পর্যন্ত ফুটবলের সঙ্গে যুক্ত হতে চলেছেন? সেপ্টেম্বরে আইপিএলের ঢঙে শুরু হতে যাওয়া ফুটবল সুপার লিগের কোনও কোম্পানির সঙ্গে কি দেখা যাবে মাস্টার ব্লাস্টারকে? সৌরভ ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি কলকাতার টিম কিনতে আগ্রহী। দরপত্রও জমা দিচ্ছেন। একটি সিমেন্ট কোম্পানির মালিক সৌরভকে সাহায্য করছে বলে খবর। সচিন এখনও প্রকাশ্যে কোনও ঘোষণা করেননি টিম কেনার ব্যাপারে। তবে মুম্বইয়ের খবর, হায়দরাবাদের একটি কোম্পানি ‘পিভিপি ভেঞ্চার’ ফুটবল আইপিএলের টিম কিনতে চাইছে। কোম্পানিটির লক্ষ্য মুম্বইয়ের ক্লাব। এই টিমের সঙ্গেই নাকি যুক্ত হচ্ছেন সচিন। ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে পিভিপি-র টিম আছে। শোনা যাচ্ছে মহেশ ভূপতির টেনিস লিগে মুম্বই টিমও কিনেছে পিভিপি। যে দলে রাফায়েল নাদাল, সানিয়া মির্জা, রোহন বোপান্নার খেলার কথা।

দশ বছরের জন্য টিম কিনতে হবে ফুটবল সুপার লিগের। প্রাথমিক বেস প্রাইস ১২০ কোটি টাকা। কলকাতার চাহিদা সবচেয়ে বেশি। দল কেনার জন্য শাহরুখ-সৌরভের লড়াই হতে পারে। মহমেডান ক্লাবের ব্যানারে রাজ্যের তিন নামী ব্যবসায়ীর কলকাতার দল কেনার জন্য ঝাঁপানোর কথা ছিল। দরপত্রও তুলেছিলেন তাঁরা। আলোচনাও হয়েছিল টুর্নামেন্টের সংগঠকদের সঙ্গে। কিন্তু কোনও অজ্ঞাত কারণে কয়েক দিন আগে জরুরি সভা ডেকে তাতে জল ঢেলে দেন মহমেডান স্পোটিং প্রেসিডেন্ট সুলতান আমেদ। বলে দেন, “আমরা আই লিগের টিম নিয়েই থাকি। সুপার লিগের টিমের দরকার নেই আমাদের।”

মহমেডান পিছিয়ে গেলেও আই লিগের অন্তত পাঁচটি দল তিন মাসের এই সাতশো কোটির টুর্নামেন্টে দল কিনতে আগ্রহী ডেম্পো-সালগাওকর, পুণে, লাজং এবং বেঙ্গালুরু। জানা গেল, মোট ৩০টি দরপত্র কিনেছেন বিভিন্ন সেলিব্রিটি, কোম্পানি এবং ক্লাবগুলি। টুর্নামেন্ট নিয়ে এ রকম অভূতপূর্ব সাড়া দেখে দরপত্র জমা দেওয়ার তারিখ আরও দু’দিন বাড়িয়ে ২৭ মার্চ করে দিয়েছে আইএমজি-আর। কোন সেলিব্রিটি কিংবা কোন ক্লাব দল পেল তা জানা যাবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

football ipl sachin tendulkar ifa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE