Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বোর্ডের নাটকে বিভ্রান্তি বাংলায়

ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের টালবাহানা আর তাতেই প্রবল বিড়ম্বনার মুখে বঙ্গ ক্রিকেট। জুন শেষ হয়ে জুলাই, জুলাই শেষ হয়ে অগস্টের শুরু। কিন্তু বঙ্গ ক্রিকেটারদের কাছে কোনও খবর নেই মরসুমে কোন টুর্নামেন্ট কবে শুরু হবে! শুধু ক্রিকেটাররা কেন, সিএবি কর্তাদেরও চরম বিভ্রান্ত লাগছে। রঞ্জি ট্রফি কবে হবে, বোর্ডের টেকনিক্যাল কমিটি প্রস্তাবিত আগামী জানুয়ারিতে নাকি নির্ধারিত সময়ে কেউ জানেন না। অন্যান্য টুর্নামেন্টগুলোও বা কবে, কারও কোনও ধারণা নেই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৪ ০৩:৩০
Share: Save:

ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের টালবাহানা আর তাতেই প্রবল বিড়ম্বনার মুখে বঙ্গ ক্রিকেট।

জুন শেষ হয়ে জুলাই, জুলাই শেষ হয়ে অগস্টের শুরু। কিন্তু বঙ্গ ক্রিকেটারদের কাছে কোনও খবর নেই মরসুমে কোন টুর্নামেন্ট কবে শুরু হবে! শুধু ক্রিকেটাররা কেন, সিএবি কর্তাদেরও চরম বিভ্রান্ত লাগছে। রঞ্জি ট্রফি কবে হবে, বোর্ডের টেকনিক্যাল কমিটি প্রস্তাবিত আগামী জানুয়ারিতে নাকি নির্ধারিত সময়ে কেউ জানেন না। অন্যান্য টুর্নামেন্টগুলোও বা কবে, কারও কোনও ধারণা নেই।

নিটফল সল্টলেকের সাইয়ে রোজ দৌড়োচ্ছেন ৯৪ জন বঙ্গ ক্রিকেটার। সিনিয়র-জুনিয়র মিলিয়ে। উদ্দেশ্যহীন ভাবে। আগে সপ্তাহে ছ’দিন ছিল, বর্তমানে কমে সেটা চার দিনে দাঁড়িয়েছে।

সাধারণত অক্টোবর মাস নাগাদ অনূর্ধ্ব-২৫ (এখন যেটা অনূর্ধ্ব-২৩) টুর্নামেন্ট দিয়ে দেশের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হয়ে যায়। তার পর বিনু মাঁকড় ট্রফি। অক্টোবরের শেষাশেষি বা নভেম্বরের গোড়ার দিকে রঞ্জি ট্রফি শুরু হয়ে যায়। বেশ কয়েক দিন আগে অনিল কুম্বলের নেতৃত্বাধীন বোর্ডের টেকনিক্যাল কমিটি প্রস্তাব দিয়েছিল, যেহেতু আগামী বছর বিশ্বকাপ তাই এ বার ঘরোয়া ক্রিকেটের ওয়ান ডে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্ট ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলা হোক। যাতে বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে সুবিধে হয়। কিন্তু টেকনিক্যাল কমিটির প্রস্তাব সরকারি ভাবে পাশ হয়ে আসেনি রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর কাছে। কারণ বোর্ডের কোনও ওয়ার্কিং কমিটিই এর মধ্যে আর হয়নি। বোর্ডের ক্রিকেট অপারেশনস ম্যানেজার এম ভই শ্রীধর বিদেশে। বোর্ড সচিব সঞ্জয় পটেল নিজের রাজ্যে অস্তিত্ব বাঁচাতে ব্যস্ত। বোর্ডের অন্তবর্তিকালীন প্রেসিডেন্ট শিবলাল যাদব নাকি এ সবে ঢুকতে চাইছেন না। সূচি নিয়ে পূর্বাঞ্চলীয় বৈঠকও ভেস্তে গিয়েছে গত ২ অগস্ট।

অতএব ক্রিকেটাররা আগে কোন টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, ডে’জ ম্যাচ না ওয়ান ডে, বুঝে উঠতে পারছেন না। যন্ত্রণা বাড়িয়েছে সঙ্গে শহরের বৃষ্টি। কোথাও উইকেট তৈরি নেই, ব্যাট-বল নিয়ে অনুশীলনেরও তাই উপায় নেই। বঙ্গ ক্রিকেটারদের ঠিকানা হয়েছে আপাতত সাই। দৌড়োদৌড়ির সঙ্গে শুধু জিমে ফিজিক্যাল ট্রেনিং চলছে। মাঝে মাঝে টুর্নামেন্ট খেলতে বাইরে পাঠানো হচ্ছে টিম। বুচিবাবু, মইন-উদ-দৌল্লায় যেমন যাবে। সিএবি আবার চাইছে অক্টোবর নাগাদ রঞ্জি-মডেলে ভিনরাজ্যের কিছু টিম এনে বাংলায় টুর্নামেন্ট করতে। শ্রীলঙ্কাতেও টিম পাঠানো নিয়ে একটা খাতাবার্তা শোনা গেল। মুথাইয়া মুরলীধরনকে নাকি বলা হয়েছে টুর্নামেন্ট আয়োজনের। এ সবের মধ্যে আবার বাংলা কোচ অশোক মলহোত্র অসুস্থ। বুচিবাবুতে টিম নিয়ে যাচ্ছেন জয়দীপ মুখোপাধ্যায়। সব মিলিয়ে, বঙ্গ ক্রিকেটের এখন শিরে-সংক্রান্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cab bengal cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE