Advertisement
E-Paper

মুলারের সেই শপথটা এখনও কানে বাজছে

ছোটবেলায় বাবার কাছে একটা জার্মান শব্দ শিখেছিলাম। ব্লিৎজক্রিগ। গোদা বাংলায়, ঝটিকা আক্রমণে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করা। জার্মানি-পর্তুগাল ম্যাচ রিপোর্ট লিখতে গিয়ে সেই শব্দটাই মাথায় আসছে। রোনাল্ডোর দলকে নিয়ে জোয়াকিম লো-র জার্মানি সেটাই করে গেল পুরো নব্বই মিনিটই। ম্যাচটা পুরনো একটা কথাও ফের মনে করিয়ে দিল জার্মানদের জাত্যভিমানের গলায় যে দিন ছুরি চেপে বসে সে দিন তারা গুলি খাওয়া চিতার চেয়েও ভয়ঙ্কর। এ বার চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডো-পেপের রিয়াল মাদ্রিদ শেষ ষোলো থেকে শেষ চার-- তিন ধাপে জার্মানির তিন ক্লাব শালকে, বরুসিয়া আর বায়ার্নকে হারিয়েছিল কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে।

অ্যালভিটো ডি’কুনহা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৪ ০৩:১৫

জার্মানি-৪ (মুলার- পেনাল্টি সহ হ্যাটট্রিক, হামেলস)
পর্তুগাল-০

ছোটবেলায় বাবার কাছে একটা জার্মান শব্দ শিখেছিলাম। ব্লিৎজক্রিগ। গোদা বাংলায়, ঝটিকা আক্রমণে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করা।

জার্মানি-পর্তুগাল ম্যাচ রিপোর্ট লিখতে গিয়ে সেই শব্দটাই মাথায় আসছে। রোনাল্ডোর দলকে নিয়ে জোয়াকিম লো-র জার্মানি সেটাই করে গেল পুরো নব্বই মিনিটই।

ম্যাচটা পুরনো একটা কথাও ফের মনে করিয়ে দিল জার্মানদের জাত্যভিমানের গলায় যে দিন ছুরি চেপে বসে সে দিন তারা গুলি খাওয়া চিতার চেয়েও ভয়ঙ্কর। এ বার চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডো-পেপের রিয়াল মাদ্রিদ শেষ ষোলো থেকে শেষ চার-- তিন ধাপে জার্মানির তিন ক্লাব শালকে, বরুসিয়া আর বায়ার্নকে হারিয়েছিল কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে। বলাবলি হচ্ছিল, জার্মানদের মরিয়া ভাবটা স্পিরিটের মতো উবে গিয়েছে। হয়তো সে দিন থেকেই জার্মানদের বিখ্যাত কিলার ইনস্টিংক্টের আগুন জ্বলতে শুরু করেছিল রোনাল্ডোকে ভস্ম করে দেওয়ার জন্য। হয়তো তারই লেলিহান শিখা বিশ্বকাপে গিলে নিল ফিফার বর্ষসেরা ফুটবলারের যাবতীয় ক্যারিশমাকে। আর দুরন্ত হ্যাটট্রিক করে বায়ার্ন মিউনিখ ‘এ’ দলের হয়ে আমাদের ইস্টবেঙ্গল মাঠে খেলে যাওয়া টমাস মুলার বুঝিয়ে দিল এ বার ও শুধু চার বছর আগের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট নিয়ে যেতে বিশ্বকাপে আসেনি। সঙ্গে কাপটাও বার্লিনের বিমানবন্দর থেকে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের প্রাসাদে গিয়ে তুলে দেওয়ার স্বপ্ন দেখছে।

খেলার প্রায় শুরুতেই মুলার যখন পেনাল্টি থেকে ওর নিজের আর জার্মানির প্রথম গোলটা করল ঠিক তখনই ঝেঁপে বৃষ্টি নামল কলকাতায়। বাড়ির জানলা দিয়ে সেই বৃষ্টি দেখে মন বলছিল, গোয়াতেও হয়তো ফুটবলপ্রেমীদের চোখ দিয়ে জল ঝরছে। গোয়া জুড়েই তো পর্তুগাল সমর্থক। খেলা শুরুর আগে ছোটবেলার দু’চার জন বন্ধু ফোন করে বলছিলও, আজ ক্রিশ্চিয়ানো জার্মানদের একাই ধ্বংস করে দেবে। সেই বন্ধুদের বললাম, আমাদের প্রিয় সিআর সেভেন আর যাই হোক, দিয়েগো মারাদোনা নয়। যে একাই একশো হয়ে বিপক্ষকে চুরমার করে দিতে পারে। কিন্তু রোনাল্ডো এ রকম ম্যাচে নিজের কিছু ঝলক তো দেখাবে? তিওফিলো কুবিলাস থেকে দিদিয়ের দ্রোগবা এঁরা বিশ্বকাপ জেতার কথা হয়তো ভাবেননি। দল হিসেবে তাঁদের পেরু বা আইভরি কোস্ট তেমন কিছু নয় বলে। কিন্তু শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে এ রকম জালবন্দিও হয়ে যাননি।

খেলার শুরুতে টিভিতে দেখাচ্ছিল রোনাল্ডো ভিকট্রি সাইন দেখাতে দেখাতে ড্রেসিংরুমে ঢুকছে। গ্যালারিতে যখন ওর শট করা একটা বল গেল দেখলাম স্বল্পবাস সুন্দরীরা সেই বল আর ছাড়তেই চায় না। রোনাল্ডোর জন্য এ রকম ‘টেলর মেড’ মঞ্চ কিন্তু হাইজ্যাক করে নিয়ে গেল টমাস মুলার।

৪-২-৩-১ ছকে জোয়াকিম লো-র ট্যাকটিক্স ছিল পর্তুগাল বল পেলেই ফাইনাল থার্ডে রোনাল্ডোর দিকে বাড়াবে। সেই জন্য রাইট ব্যাক বোয়াতেং প্রথম ট্যাকলে যাবে। আর বোয়াতেং পরাস্ত হলে চার ব্যাকের আগে দাঁড়ানো জার্মানির ‘ডাবল পিভট’ খেদিরা বা লাম তাড়া করবে রোনাল্ডোকে। পর্তুগাল জার্মানদের তৈরি করা সেই ফাঁদেই পড়ল। দু’গোল খাওয়ার পর পেপে লাল কার্ড দেখে পর্তুগালের ডিফেন্সকে আরও ডুবিয়ে দিয়ে গেল। প্রথমার্ধেই তিন গোল খেয়ে গেলে প্রায় সব দলের পক্ষেই ফেরা কঠিন। সেই সুযোগে মুলারের হ্যাটট্রিক।

পর্তুগিজ রক্ত আমার শরীরেও রয়েছে। গোয়ার ছেলে বলে পর্তুগাল হেরে গেলে মন ভাল থাকে না। কিন্তু সোমবার মনটা কিছুটা হলেও খুশি ছিল টমাস মুলারের জন্য। ইস্টবেঙ্গল মাঠে মুলার যখন খেলতে এসেছিল হাত মিলিয়েছিলাম। দোভাষীর মাধ্যমে কথা বলেছিলাম। মুলার বলেছিল, দশ বছর বয়সে কী ভাবে একা একা পঞ্চাশ কিলোমিটার রাস্তা পেরিয়ে বায়ার্নে ট্রায়াল দিতে এসেছিল। বলেছিল, “দেশের হয়ে খেলার জন্য সারা দিন পরিশ্রম করতেও রাজি আছি।” এখনও কানে বাজে কথাগুলো।

সব মিলিয়ে সোমবারের কপিরাইট পুরোপুরি জার্মানদেরই। ছ’মাস কোমায় থাকার পর এ দিন সকালেই সেটার থেকে বেরিয়ে রিহ্যাবে গেলেন ফর্মুলা ওয়ানের প্রাক্তন জার্মান বিশ্বসেরা মিশায়েল শুমাখার। আর তার কয়েক ঘণ্টা পরেই ব্রাজিলে রোনাল্ডোদের শিবিরে জার্মান ব্লিৎজক্রিগ।

alveto de kunha fifaworldcup muller germany
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy