Advertisement
০৬ মে ২০২৪

স্পেনকে ‘ফুটবলের তালিবান’ করতে চান না কোচ দেল বস্কি

শুধুই তিকিতাকা খেলে স্পেনকে একটা নির্দিষ্ট ঘরানার ফুটবল টিম করে রাখতে চাইছেন না কোচ দেল বস্কি। যে তিকিতাকা চার বছর আগে দেল বস্কির স্পেনকে বিশ্বকাপ এবং দু’বছর আগে ইউরো কাপ এনে দিয়েছিল। এমনকী নিজেদের ট্রেডমার্ক ফুটবলশৈলী ঝেড়ে ফেলতে উপক্রমী স্পেন কোচ নিজের দলের পজেশনাল ফুটবলের গোঁড়ামিকে তালিবান-এর সঙ্গে তুলনা করতেও পিছপা হননি। বলে দিয়েছেন, “বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ‘ফুটবলদুনিয়ার তালিবান’ হয়ে থাকতে চায় না। যখন দরকার তখন নিজেদের ট্রেডমার্ক পজেশনাল ফুটবল খেলা থেকে বেরিয়ে অন্য স্টাইলে খেলতেও পারি আমরা সেটা স্পেনকে এ বারের বিশ্বকাপে দেখাতে হবে।”

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০১৪ ০৩:২৭
Share: Save:

শুধুই তিকিতাকা খেলে স্পেনকে একটা নির্দিষ্ট ঘরানার ফুটবল টিম করে রাখতে চাইছেন না কোচ দেল বস্কি। যে তিকিতাকা চার বছর আগে দেল বস্কির স্পেনকে বিশ্বকাপ এবং দু’বছর আগে ইউরো কাপ এনে দিয়েছিল।

এমনকী নিজেদের ট্রেডমার্ক ফুটবলশৈলী ঝেড়ে ফেলতে উপক্রমী স্পেন কোচ নিজের দলের পজেশনাল ফুটবলের গোঁড়ামিকে তালিবান-এর সঙ্গে তুলনা করতেও পিছপা হননি। বলে দিয়েছেন, “বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ‘ফুটবলদুনিয়ার তালিবান’ হয়ে থাকতে চায় না। যখন দরকার তখন নিজেদের ট্রেডমার্ক পজেশনাল ফুটবল খেলা থেকে বেরিয়ে অন্য স্টাইলে খেলতেও পারি আমরা সেটা স্পেনকে এ বারের বিশ্বকাপে দেখাতে হবে।”

আগামী শুক্রবার ব্রাজিল বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন স্পেনের প্রথম ম্যাচটাই চার বছর আগের বিশ্বকাপ ফাইনালের রিপ্লে। মহালড়াই নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ডাচ কোচ লুই ফান গল, যিনি বিশ্বকাপ শেষ হলেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিচ্ছেন, জানিয়ে দিয়েছেন, স্পেনকে আটকাতে কমলা রঙের জার্সিধারীরা পাঁচ ব্যাক সিস্টেমেও খেলতে পারেন। জবাবে স্পেনের বিশ্বকাপজয়ী কোচ দেল বস্কি তালিবানের উপমা টেনে বলেছেন, “আমরা ফুটবল বিশ্বের তালিবান নই। গোঁড়ামি দেখিয়ে একটা স্টাইলেই খেলে যাব তার কোনও মানে নেই। প্রয়োজনে অন্য স্টাইলেও খেলব।”

সঙ্গে দেল বস্কি আরও যোগ করেছেন, “ফুটবলে গভীরতা বিহীন পজেশন অর্থহীন। সে কারণে আমরা দলবদ্ধ ভাবে আক্রমণের মাধ্যমে কী ভাবে বিপক্ষের ডিপ ডিফেন্স ভাঙা যায়, তার উপর কাজ করছি। সেই ভাবে প্র্যাকটিসে তৈরি হয়েছি। ফুটবলটা নানা ভাবে খেলা যায়। কেবল একই ভাবে নয়। আমরাও অতটা গোঁড়া নই। আমরা ফুটবলের তালিবান নই।”

পাশাপাশি দেল বস্কির বিশ্বাস, তাঁর ছেলেরা ব্রাজিলে কাপ ধরে রাখতেই পারে। কিন্তু কিছুতেই চান না, তাঁর দলের গায়ে ফেভারিটের তকমা লাগুক। সেটা জাভি-ইনিয়েস্তাদের ঘাড়ে স্রেফ বাড়তি বোঝা বই আর কিছু হবে না।

“মাঠেই সব কিছুর বিচার হোক না! ফুটবলে মাঠটাই তো সব কিছুর বিচারের জায়গা। স্পেন দল বিশ্বাস করে যে, কাপ ধরে রাখতে কঠিন পরিশ্রম করেই তারা মাঠে নামছে। তবে ফুটবলে শেষ বাঁশি বাজা পর্যন্ত আমাদের সব চেষ্টা যে ঠিক না ভুল সেটা বোঝা যাবে না। তাই মাঠের দিকেই তাকিয়ে থাকা ভাল। আগে থেকে ফেভারিটের তকমা স্পেনের উপর চাপিয়ে আমাদের আর বোঝা বাড়াবেন না,” বলেছেন স্পেন কোচ। সঙ্গে দেল বস্কি যোগ করেছেন, “ফুটবলের অভিজ্ঞতাই আমাকে শিখিয়েছে যে, ফেভারিটের তকমা গা থেকে ঝেড়ে ফেলাই সঠিক। গত চার বছর আমাদের ক্ষেত্রে যা-যা ঘটেছে তার ফলেই আমরা ইউরো কাপ আর বিশ্বকাপ চ্যাম্পিয়ন। কিন্তু আর একটা বিশ্বকাপ ফাইনাল এখন অনেক দূরের ব্যাপার। টুর্নামেন্ট শুরুর থেকেই সেটা নিয়ে না-ই বা ভাবলাম। আর আমাদেরও কেউ ফেভারিট বলবেন না। মাঠেই বোঝা যাবে সেটা কে!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup spain del bosque
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE