Advertisement
১১ মে ২০২৪

কৃতীরা বাইরে গেলে প্রশ্ন ওঠে কেন: শিক্ষামন্ত্রী

কৃতী ছাত্রছাত্রীদের ভিন্‌ রাজ্যে যাওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠছে কেন? শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে এই প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০১৯ ০৩:৪৩
Share: Save:

ব্যারিস্টারি পড়তে জ্যোতি বসু, সিদ্ধার্থশঙ্কর রায়ও রাজ্য ছেড়ে বিদেশে গিয়েছিলেন। তখন তো প্রশ্ন ওঠেনি। এখন পশ্চিমবঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো অনেক ভাল। তা সত্ত্বেও কৃতী ছাত্রছাত্রীদের ভিন্‌ রাজ্যে যাওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠছে কেন? শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে এই প্রশ্ন তুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পার্থবাবু বলেন, ‘‘সব সময়েই মেধাবীরা বাইরে পড়তে গিয়েছে। যাচ্ছে। তবে এখন তা সংখ্যায় কম। কারণ এই রাজ্যে পড়াশোনার পরিকাঠামো অনেক ভাল হয়েছে।’’

বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল বেরোয়। মেধা-তালিকায় প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারীরা সকলেই জানিয়ে দেন, তাঁরা কেউ আর এই রাজ্যে পড়তে চান না। মুম্বই বা দিল্লি গিয়ে পড়তে চান। কারণ, পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষার পরিকাঠামো পর্যাপ্ত নয়। সর্বোপরি বাংলার শিক্ষাঙ্গনে অশান্তি লেগেই আছে। পার্থবাবু জানান, দু’-একটা জায়গায় এ-রকম ঘটনা ঘটছে ঠিকই। সরকার ব্যাপারটা দেখছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘‘রাজ্যের ছেলেমেয়েরা এখান থেকে পড়াশোনা করেই তো বাইরে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করছে। যেমন অমর্ত্য সেন।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE