Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সন্দেশখালি-কাণ্ডের বিচার কই, প্রশ্ন বিজেপির

পরে কৈলাস অভিযোগ করেন, ‘‘প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল নিহত হওয়ার পরে তিন মাস কেটে গিয়েছে। এখনও ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ শাজাহানের গুন্ডাবাহিনী ঘুরে বেড়াচ্ছে!’’

কৈলাস বিজয়বর্গীয়।

কৈলাস বিজয়বর্গীয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৬
Share: Save:

লোকসভা ভোটের পরে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শাসক তৃণমূলের সঙ্গে সংঘর্ষে দলের কর্মীদের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে ফের সরব হল বিজেপি। সন্দেশখালিতে নিহত দুই বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের বাড়িতে রবিবার গিয়েছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। সঙ্গে ছিলেন দলের নেতা মুকুল রায়ও। দুই বাড়িতেই নিহতদের পরিবারের লোকজন বিজেপি নেতাদের কাছে কান্নায় ভেঙে পড়েন। বাড়ির ছেলেদের হত্যার ঘটনার বিচার দাবি করেন তাঁরা।

পরে কৈলাস অভিযোগ করেন, ‘‘প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল নিহত হওয়ার পরে তিন মাস কেটে গিয়েছে। এখনও ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ শাজাহানের গুন্ডাবাহিনী ঘুরে বেড়াচ্ছে!’’ কৈলাসের আরও হুঁশিয়ারি, ‘‘এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সন্ত্রাস ও তোষণের রাজনীতির জ্বলন্ত নমুনা! কিন্তু বিজেপি এই অরাজকতার অবসান না ঘটানো পর্যন্ত শান্ত হয়ে বসবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sandeshkhali BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE