Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Rajbari Stadium

আজ ওদের দিকে থাকবে সব ‘দৃষ্টি’

আজ, রবিবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকালে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে প্যারেডে অংশ নেবে ওরা। যারা সকলেই কোচবিহারের সরকারি দৃষ্টিহীন বিদ্যালয়ের ছাত্র।

আলো: রাজবাড়ি স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মহড়ায় দৃষ্টিহীন ছাত্রেরা। শনিবার কোচবিহারে। নিজস্ব চিত্র

আলো: রাজবাড়ি স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মহড়ায় দৃষ্টিহীন ছাত্রেরা। শনিবার কোচবিহারে। নিজস্ব চিত্র

অরিন্দম সাহা
কোচবিহার শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ০২:০৫
Share: Save:

দু’চোখে আঁধার। তাতে কী! ইচ্ছাশক্তি আর আন্তরিক চেষ্টা যেন বাঁধনহারা। এই জোড়া মন্ত্রেই কোচবিহারে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দর্শক মন জয় করার দাবি রাখছে ওরা। ওরা অভিজিৎ বর্মণ, শঙ্কর দেবসিংহ, ঋতুরাজ খালকো, বিশ্বজিৎ রায়, সঞ্জিৎ দাসের মত ২৩ জন পড়ুয়া। সকলেই দৃষ্টিহীন।

ইতিমধ্যে ওই কুচকাওয়াজের মহড়ায় জেলাশাসক, পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তাদের অনেকেরই মন জয় করেছে। আজ, রবিবার ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকালে কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে প্যারেডে অংশ নেবে ওরা। যারা সকলেই কোচবিহারের সরকারি দৃষ্টিহীন বিদ্যালয়ের ছাত্র। পড়াশোনার পাশাপাশি তাদের কেউ গানে, কেউ আবৃত্তিতে, কেউ আবার তবলা কিংবা হারমোনিয়াম বাজানোয় পারদর্শী। আবার দলগত ভাবেও অন্য স্কুলের পড়ুয়াদের সঙ্গে কুচকাওয়াজের মহড়াতেও সমান ভাবে টেক্কা দিয়ে নজর কেড়েছে প্রত্যেকেই।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান ওই পড়ুয়াদের প্রশংসায় পঞ্চমুখ। জেলাশাসক বলেন, “কিছুদিন আগে ওই পড়ুয়াদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গিয়েছিলাম। তখনই ওদের প্যারেড প্রথমবার দেখার সুযোগ হয়। প্রজাতন্ত্র দিবসের প্যারেডের মহড়াতেও ওরা দারুণ পারফরম্যান্স করেছে। ওরা সত্যিই আমাদেরও অনুপ্রেরণা।” জেলাশাসকের আরও সংযোজন, মনের ইচ্ছাশক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা যে বাধা নয়, সেটা প্রমাণ করল ওই কিশোরেরা।

ওই পড়ুয়াদের নিয়ে আশাবাদী কোচবিহারের সরকারি দৃষ্টিহীন বিদ্যালয়ের কর্তারাও। স্কুলের অধ্যক্ষ অনিন্দ্যনারায়ণ চৌধুরী বলেন, “প্রত্যেকেই প্রতিভাবান। আমরাও ওদের সার্বিক বিকাশের জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি। রাজবাড়ি স্টেডিয়ামে প্রশাসনিক উদ্যোগে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ২৩ পড়ুয়া প্যারেডে অংশ নেবে। তিনদিন সকলে মহড়া করেছে। দর্শকদের মন জয়ের ব্যাপারে আমরা ভীষণ ভাবে আশাবাদী।” স্কুলের এক কর্তা জানান, নেতাজি জন্মজয়ন্তী উদযাপনের সরকারি অনুষ্ঠানেও ওই পড়ুয়াদের কয়েকজনের গান প্রশাসনের কর্তাদের প্রশংসা পেয়েছে। আগেও নানা অনুষ্ঠানে তাদের অনুষ্ঠান প্রশংসিত হয়েছে। তাঁর বক্তব্য, এবারেও সেই ধারা বজায় থাকবে। কারণ প্রত্যেকে মন দিয়ে মহড়া যেমন করেছে, তেমনি গানের রেওয়াজে বেশি সময় দিয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার সাতজন দেশাত্মবোধক গানও গাইবে। কয়েকজন বাসিন্দার কথায়, ওই পড়ুয়ারা আগেও নানা অনুষ্ঠানে দক্ষতা দেখিয়েছে। ওদের অনুষ্ঠান দেখাও বড় প্রাপ্তি।

রাজবাড়ি স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সরকারি অনুষ্ঠান হওয়ার কথা আজ। সেখানে অভিবাদন গ্রহণ করবেন জেলাশাসক। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে শামিল হবে। প্রশাসনের উদ্যোগে নানা প্রকল্প, সচেতনতা নিয়ে ট্যাবলোও করা হবে। প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, ফি বছরের মতো এবারও ওই অনুষ্ঠান দেখতে ভিড় হবে বলেই আশা। নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajbari Stadium Cooch Behar Blind Students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE