Advertisement
১১ মে ২০২৪

স্কুলেই প্রশ্ন তৈরির নির্দেশ, প্রশ্ন খরচ নিয়ে

মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতেই শুরু হয়েছে বিতর্ক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৩:২৮
Share: Save:

এত দিন স্কুলের পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র কম খরচে ছেপে দিত বিভিন্ন শিক্ষক সমিতি বা প্রকাশনা সংস্থা। কিন্তু চলতি শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দশম শ্রেণির পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং ২০২০ সালের টেস্টের প্রশ্নপত্র স্কুলকেই তৈরি করতে হবে বলে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতেই শুরু হয়েছে বিতর্ক। কয়েকটি শিক্ষক সংগঠনের মতে, বিভিন্ন শিক্ষক সমিতি বা প্রকাশনা সংস্থা দীর্ঘদিন ধরে ওই সব প্রশ্নপত্র ছেপে দেওয়ায় এই খাতে স্কুলের কোনও খরচ হত না। কিন্তু প্রশ্নপত্র ছাপার খরচ এ বার স্কুলগুলিকেই বহন করতে হবে। ফলে যে-সব স্কুলে পড়ুয়ার সংখ্যা কম, সেখানে খরচ অনেক বেড়ে যাবে। প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রীদাম জানা বলেন, ‘‘নিজেদের প্রশ্ন ছাপাতে গিয়ে আর্থিক সঙ্কটে পড়বে ছোট স্কুলগুলো।’’ পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকারও মনে করেন, এর ফলে সেই সব স্কুল সমস্যায় পড়বে, যাদের পড়ুয়া খুবই কম। ‘‘এই আশঙ্কা অমূলক। প্রশ্ন তৈরি করতে স্কুলের সমস্যা হবে না,’’ বলেন পর্ষদ-প্রধান কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

পর্ষদের সিদ্ধান্ত সমর্থন করেছে শিক্ষক সংগঠন কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস। ওই সংগঠনের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘‘আমরা স্কুলের প্রশ্ন স্কুলেই তৈরি করার পক্ষে। কেননা কিছু দিন ধরে শিক্ষক সংগঠনের নামে বহু ভুঁইফোঁড় চক্র তৈরি হয়েছে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education Board of Secondary Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE