Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দলের বিধায়কদের ডাকলেন মমতা

লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরে জনসংযোগ বাড়াতে নেমে পড়ে তৃণমূল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০৪:১৭
Share: Save:

উৎসবের আমেজ ঝেড়ে ফের পূর্ণোদ্যমে মাঠে নামাতে দলীয় বিধায়কদের ডেকে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দিদিকে বলো’ কর্মসূচির মূল্যায়ন ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে তাঁদের দিশা দেবেন তৃণমূল নেত্রী। আগামী ৭ নভেম্বর দলনেত্রীর এই বৈঠকে হাজির থাকতে সোমবার বিধায়কদের বার্তা পাঠিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরে জনসংযোগ বাড়াতে নেমে পড়ে তৃণমূল। ভোট-কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে নেমে পড়েন দলের জনপ্রতিনিধিরা। একাধিক স্তরে দলের পদাধিকারীরাও এই কর্মসূচি পালন করছেন। তিন মাসের এই কর্মসূচির মূল্যায়নের পরে দলের বিধায়কদের ডাকা হয়েছে। দলীয় সূত্রে খবর, এই মূল্যায়নের ভিত্তিতেই বিধায়কদের পরবর্তী কাজ ঠিক করে দেওয়া হবে। সে ক্ষেত্রে কোথায় কার ত্রুটি আছে, তা সংশোধন নিয়েও কথা হতে পারে। আগামী নভেম্বর মাসেই বিধানসভার শীতকালীন অধিবেশন হওয়ার কথা। তার আগে এই তৃণমূল নেত্রীর এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে শাসকর দল সূত্রের ব্যাখ্যা। ফেব্রুয়ারি মাসে পুরসভা নির্বাচনের ভাবনা রয়েছে শাসক শিবিরে। দলের একাংশের ধারণা, এই নির্বাচনে দলের বিধায়কদের ভূমিকার কথাও এই বৈঠকে আলোচনা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE