Advertisement
১১ মে ২০২৪

ইন্দিরা-স্মরণে নিশানায় মোদী

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরার ১০৩তম জন্মদিন পালনের অনুষ্ঠানে এই সুরেই বিজেপি জমানাকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস নেতারা।

অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস নেতারা। —নিজস্ব চিত্র।

অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস নেতারা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ০৪:১৭
Share: Save:

দেশের জন্য জওহরলাল নেহরু বা ইন্দিরা গাঁধীদের অবদান স্বীকার বা তাঁদের স্মরণ, কিছুই করতে চাইছে না নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু এ ভাবে ইতিহাস বদলানো যায় না। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরার ১০৩তম জন্মদিন পালনের অনুষ্ঠানে এই সুরেই বিজেপি জমানাকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস নেতারা। বিধান ভবনে মঙ্গলবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, দেবপ্রসাদ রায়, দেবব্রত বসু, কৃষ্ণা দেবনাথেরা। গরিব মানুষের উন্নতির জন্য ইন্দিরার প্রয়াসকে স্মরণ করে মাদার টেরিজা কী বলেছিলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার নীতির প্রেক্ষিতে সে কথা মনে করিয়ে দেন দেবব্রতবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Indira Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE