Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাংলাকে ‘কাশ্মীর-তুল্য’ করে বিতর্কে দিলীপ

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সাফল্য নিয়ে বলতে গিয়ে টেনে আনেন রাজ্যের প্রসঙ্গ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৬
Share: Save:

বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করে ফের বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উনি ‘গণ্ডগোল ফোবিয়া’য় ভুগছেন, পাল্টা কটাক্ষ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।

শনিবার বিধাননগরে দলের মহিলা মোর্চার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপবাবু বলেন, ‘‘কাশ্মীর শান্ত হয়ে গেলেও পশ্চিমবঙ্গ শান্ত হয়নি। এখানে জেলায় জেলায় প্রতিদিন বিস্ফোরণ হচ্ছে। উগ্রপন্থী কার্যকলাপ চলছে। খুন খারাপি চলছে। রাজ্যের অবস্থা কাশ্মীরের চেয়েও ভয়ঙ্কর।’’

ওই একই অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সাফল্য নিয়ে বলতে গিয়ে টেনে আনেন রাজ্যের প্রসঙ্গ। তাঁর বক্তব্য, ৩৭০ বাতিল নিয়ে তৃণমূল খুশি নয়। কারণ, তারা দেশের চিন্তা করছে না, চেয়ারের চিন্তা করছে। একই সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জির কথা উত্থাপন করে কৈলাস ফের জানিয়ে দেন, ‘‘বাংলায় নাগরিক পঞ্জি হবেই।’’

দিলীপবাবুর এ দিনের বক্তব্যের তীব্র সমালোচনা করে ফিরহাদের প্রতিক্রিয়া, ‘‘গণ্ডগোলটা দিলীপবাবুর মাথায়। ওঁর গণ্ডগোল ফোবিয়া হয়েছে। বাংলা শান্তই আছে। আর উনি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছেন, লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে।’’

অন্য দিকে কৈলাসের বক্তব্য সম্পর্কে ফিরহাদের মন্তব্য, ‘‘বাইরে থেকে এখানে এসে কে কী বললেন, তা নিয়ে কোনও মাথা ব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এ রাজ্যে যারা এনআরসি করার চেষ্টা করবে, তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। সেটাই যথেষ্ট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh BJP TMC Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE