Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্কুলে পাঠ্য হচ্ছে মনীষীদের জীবন

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষ উদ্‌যাপনে সম্প্রীতি সপ্তাহ পালিত হয়েছে। বুধবার রবীন্দ্র সদনে তার সমাপ্তি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যদি সবাই গালিগালাজ করে, তবু বলব, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এই বাংলায় মনীষীদের পুনরুত্থান করেছেন।’’

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২৪
Share: Save:

আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে বিস্তারিত ভাবে ঠাঁই পেতে চলেছে মনীষীদের সমাজদর্শন ও জীবনসংগ্রাম। এর জন্য পৃথক পাঠ্যবই আনবে সরকার। বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষ উদ্‌যাপনে সম্প্রীতি সপ্তাহ পালিত হয়েছে। বুধবার রবীন্দ্র সদনে তার সমাপ্তি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘যদি সবাই গালিগালাজ করে, তবু বলব, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এই বাংলায় মনীষীদের পুনরুত্থান করেছেন।’’ তিনি জানান, বিশেষজ্ঞ কমিটি মনীষীদের তালিকা তৈরি করবে। তার পরে বই প্রকাশ করা হবে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে। শিকোগা বক্তৃতার বইও দেওয়া হবে পড়ুয়াদের। অনুষ্ঠানে ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, তথ্য-সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE