Advertisement
১১ মে ২০২৪

কয়লার বরাত নিয়ে ধুন্ধুমার অন্ডালে

কয়লা পৌঁছনোর বরাত নিয়ে দু’টি গোষ্ঠীর বোমাবাজিতে অশান্তি হল অন্ডালে। সোমবার সকালে শঙ্করপুর-ছোড়া খোলামুখ খনির সামনে ঘণ্টা দেড়েক ধরে দু’পক্ষের মধ্যে বোমাবাজি চলে। এর পিছনে তৃণমূলের দু’টি পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এডিসিপি (পূর্ব) অমিতাভ মাইতি জানান, ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২টি তাজা বোমা, দু’টি রিভলভার ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অন্ডালের শঙ্করপুর-ছোড়া খোলামুখ খনির সামনে তখন চলছে দু’পক্ষের বোমাবাজি। সোমবার সকালে ওমপ্রকাশ সিংহের তোলা ছবি।

অন্ডালের শঙ্করপুর-ছোড়া খোলামুখ খনির সামনে তখন চলছে দু’পক্ষের বোমাবাজি। সোমবার সকালে ওমপ্রকাশ সিংহের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
অন্ডাল শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০১:০৪
Share: Save:

কয়লা পৌঁছনোর বরাত নিয়ে দু’টি গোষ্ঠীর বোমাবাজিতে অশান্তি হল অন্ডালে। সোমবার সকালে শঙ্করপুর-ছোড়া খোলামুখ খনির সামনে ঘণ্টা দেড়েক ধরে দু’পক্ষের মধ্যে বোমাবাজি চলে। এর পিছনে তৃণমূলের দু’টি পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এডিসিপি (পূর্ব) অমিতাভ মাইতি জানান, ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২টি তাজা বোমা, দু’টি রিভলভার ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি খনির দু’হাজার মেট্রিক টন কয়লা পৌঁছনোর বরাত দিতে ই-অকশন হয়েছে। তাতে বেনারসি অগ্রবাল ন’শো টন ও কৃষ্ণা গুপ্ত এগারোশো টনের বরাত পেয়েছেন। বেনারসিবাবু তৃণমূলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। কৃষ্ণাবাবু আবার অন্ডালের জেলা পরিষদ সদস্য রূপেশ যাদবের অনুগামী হিসেবে পরিচিত। এই কয়লার বরাত পাওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েক দিন ধরেই চাপা উত্তেজনা ছিল। এ দিন তা সংঘর্ষের চেহারা নেয় বলে এলাকাবাসীর দাবি।

কৃষ্ণাবাবুর দাবি, দিন কুড়ি আগে নরেনবাবু তাঁকে কয়লার কারবার থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেন। পরে নরেনবাবুর এক অনুগামীও সাফ জানান, এই কারবার না ছাড়লে পরিণতি খারাপ হবে। কৃষ্ণাবাবুর অভিযোগ, ‘‘এ দিন আমি কোলিয়ারিতে কয়লা বোঝাই করার জন্য গাড়ি পাঠালে নরেনবাবুর ঘনিষ্ঠ বেনারসি অগ্রবালেরা লোকজন নিয়ে বাধা দেয়। প্রচুর বোমাবাজিও করে ওরা। কোলিয়ারি এলাকায় পরিস্থিতি ঠান্ডা হওয়ার পরে আবার বেনারসি লোকজন নিয়ে আমার বাড়ির সামনে এসে চার রাউন্ড গুলি ছোড়ে। যাওয়ার সময়ে ওরা আমাকে প্রাণে মারার হুমকিও দিয়ে গিয়েছে। পুলিশকে বিষয়টি জানিয়েছি।’’

বেনারসিবাবু যদিও হুমকি বা বোমা-গুলি ছোড়ার কথা অস্বীকার করে কৃষ্ণাবাবুর বিরুদ্ধেই অভিযোগ করেছেন। তাঁর কথায়, ‘‘আমি বরাত পেলেও কৃষ্ণা চাইছে ও ছাড়া যেন কেউ এখানে কাজ না করতে পারে। আমি এ দিন নিয়ে মোট তিন দিন কয়লা বোঝাই করতে গাড়ি পাঠায়েছি। কিন্তু কোনও দিনই ওদের বাধায় কয়লা বোঝাই করতে পারিনি। আজ ওরাই বোমাবজি করে ও গুলি ছুড়ে বিশৃঙ্খলা তৈরি করেছে।’’ পুলিশ সময়মতো না পৌঁছলে তাঁদের প্রাণ সংশয় হতে পারত বলেও দাবি করেন তিনি।

বন্দুক তাক করলেন সিআইএসএফ কর্মী। গুলি অবশ্য চালাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন সকাল ৯টা থেকে ওই খোলামুখ খনির সামনে বোমাবাজি শুরু হয়। বোমা ও গুলি হাতে দৌড়দৌড়ি করতে দেখা যায় দু’পক্ষের লোকজনকে। দু’দিকে জড়ো হয়ে পরস্পরের দিকে বোমা-গুলি ছুড়তে থাকে তারা। ঘণ্টাখানেক চলার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধরপাকড় শুরু করে। বোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে এডিসিপি (পূর্ব) জানান, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় তল্লাশি চলছে।

তৃণমূল নেতা নরেনবাবু অবশ্য এ দিনের ঘটনার সঙ্গে তাঁর কোনও রকম যোগের কথা মানতে চাননি। কয়লার কারবার নিয়ে কাউকে কোনও হুমকি দেওয়ার কথাও উড়িয়ে দিয়েছেন তিনি। অস্বীকার করেছেন দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথাও। তবে তাঁর দাবি, বেনারসি অগ্রবাল ই–অকশনে বরাত পেয়েছেন। এ দিন কয়লা বোঝাই করতে গাড়ি নিয়ে গেলে উখড়া পঞ্চায়েতে সিপিএমের প্রাক্তন উপপ্রধান তথা পুরনো কয়লা কারবারি কৃষ্ণাবাবু বেনারসিকে বাধা দেন। নরেনাবাবুর বক্তব্য, ‘‘কৃষ্ণার লোকজনই বোমাবাজি করেছে বলে জেনেছি।’’

কৃষ্ণাবাবুর পাল্টা বক্তব্য, ‘‘আমি ২০১০ সালে উপপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দিয়েছি, সে কথা নরেনবাবু ভালই জানেন।’’ অন্ডালের তৃণমূল নেতা রূপেশবাবু বলেন, ‘‘কোনও কয়লা ব্যবসায়ীর পক্ষে-বিপক্ষে থাকার কোনও প্রশ্ন নেই। তবে আমাদের একটাই বক্তব্য, কাজের বরাত যে পেয়েছে তাকে বিনা বাধায় কাজ করতে দিতে হবে। দলের নীতি মেনেই এখানে কোনও দাদাগিরি মানা হবে না। পুলিশ বিষয়টি দেখছে।’’

তৃণমূলের আসানসোল জেলা সভাপতি ভি শিবদাশন বলেন, ‘‘কে কার লোক দেখার দরকার নেই। পুলিশকে জানিয়েছি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে।’’

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

coal mine Group clash Andal police bomb
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE