Advertisement
০৭ মে ২০২৪
State News

গ্রুপ ডি চাকরির দাবিতে অবস্থান, গ্রেফতার

আন্দোলনকারীদের পক্ষে আশিস খামরুই জানিয়েছেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করলেও দীর্ঘদিন তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৪
Share: Save:

চতুর্শ শ্রেণির (গ্রুপ ডি) পদের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবস্থানে আপত্তি করল পুলিশ। ‘ওয়েটিং লিস্ট’-এ থাকা এই প্রার্থীরা বুধবার গাঁধীমূর্তির নীচে অবস্থান করতে গেলে তাঁদের ১২০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে আশিস খামরুই জানিয়েছেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করলেও দীর্ঘদিন তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এ ব্যাপারে নবান্নের সংশ্লিষ্ট বিভাগে বারবার যোগাযোগ করেও কাজ না হওয়ায় এ দিন থেকে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিল। তাঁদের দাবি, অবস্থানের জায়গাটি সেনাবাহিনীর হওয়ায় তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশ শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধাই দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE