Advertisement
০৪ মে ২০২৪
Land Court

পুজোয় ১০ দিন খোলা ভূমি আদালত

ভূমি ট্রাইবুনালের রেজিস্ট্রার তপন কুমার মণ্ডল এক বিবৃতিতে জানিয়েছেন, ২ থেকে ৬ নভেম্বর এবং ৯ থেকে ১৩ নভেম্বর ভূমি আদালত খোলা থাকবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ০৪:১২
Share: Save:

অতিমারির সময়ে এমনিতেই কাজকর্ম শিকেয় উঠেছে। তার উপর আসছে পুজোর ছুটি। ফলে এক মাস বন্ধ থাকবে বিভিন্ন স্তরের আদালতের কাজকর্ম। এর মধ্যেই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ল্যান্ড রিফর্মস অ্যান্ড টেনেন্সি ট্রাইবুন্যাল(এলআরটিটি)। পুজোর ছুটির মধ্যেও ১০দিন ভূমি ট্রাইবুন্যাল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার বিচারপতিরা। ভূমি ট্রাইবুন্যালে মামলা করেন যে সব আইনজীবী তাঁরাও বিচারপতিদের সিদ্ধান্তে সহমত পোষণ করে ছুটির মধ্যেও মামলা করতে রাজি হয়েছেন।

ভূমি ট্রাইবুনালের রেজিস্ট্রার তপন কুমার মণ্ডল এক বিবৃতিতে জানিয়েছেন, ২ থেকে ৬ নভেম্বর এবং ৯ থেকে ১৩ নভেম্বর ভূমি আদালত খোলা থাকবে। দু’টি বিশেষ বেঞ্চ মামলা শুনবেন। রাজ্যের জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে ভূমি আদালতে আসেন মূলত প্রান্তিক গরিব মানুষেরা। অজস্র মামলা আদালতে জমে রয়েছে। তা দ্রুত শেষ করতেই পুজোর ছুটির মধ্যেও আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনজীবীরাও সহযোগিতা করবেন। মামলা করতে আদালতে নিয়মিত হাজির থাকবেন তাঁরা। এর আগে ২০১৮ সালে গাঁধীজির

১৫০তম জন্ম দিবস উপলক্ষে ২ অক্টোবর আদালত খোলা রেখে একদিনে প্রায় ৩০০ মামলার নিষ্পত্তি করেছিল ভূমি আদালত। এ বার পুজোর ছুটিতে খোলা থাকবে আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Land Court Durga Puja 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE