Advertisement
১১ মে ২০২৪
general-election-2019-vote-colour

গরুর গাড়ি, সাইকেলে প্রচারে প্রার্থী 

এ দিন সকালে কঙ্কালীতলায় পুজো দিতে যান বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল। তার পরে বের হন প্রচারে।

কঙ্কালীতলায় গরুর গাড়িতে প্রচার অসিত মালের। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

কঙ্কালীতলায় গরুর গাড়িতে প্রচার অসিত মালের। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৫:২১
Share: Save:

প্রচারে বেরিয়ে গরুর গাড়িতে চাপলেন অসিত মাল। সাইকেলে এলাকা ঘুরলেন দুধকুমার মণ্ডল। পথে হেঁটেই জনসংযোগ সারলেন রামচন্দ্র ডোম, রেজাউল করিম। শতাব্দী চড়লেন হুডখোলা জিপে।ভোটযুদ্ধে আমজনতার মন জিততে বৃহস্পতিবার জেলার বিভিন্ন প্রান্তে এমনই প্রচার-কৌশল নিলেন যুযুধান প্রার্থীরা।

এ দিন সকালে কঙ্কালীতলায় পুজো দিতে যান বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল। তার পরে বের হন প্রচারে। ঘোরেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে। সেই সময়ই একটি গরুর গাড়িতে ওঠেন অসিতবাবু। গ্রামে ঘুরে নিজের সমর্থনে ভোট চান। কঙ্কালীতলার কয়েকটি গ্রামে মহিলারা শঙ্খধ্বনিতে তাঁকে স্বাগত জানান। তাঁদের হাতে ছিল ফুল, মিষ্টি। অসিতবাবু বলেন, ‘‘মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। তাই আমাদের জয় নিশ্চিত।’’

এ দিন ইলামবাজারের জয়দেবে সিপিএমের শাখা অফিস বেরিয়ে এলাকায় প্রচার করেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রামচন্দ্র ডোমও। তিকরবেতা হয়ে জনুবাজার, সাহাপুর গ্রামে যান তিনি। পরে যান সুগর, আকুম্বা, ক্ষুদ্রপুর, উদয়পুর, নেতাজি কলোনিতে।

চাকাইপুরে সাইকেলে দুধকুমার মণ্ডল। ছবি: সব্যসাচী ইসলাম।

এ দিন বিকেলে রামপুরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে প্রথম সভা করেন শতাব্দী রায়। সেখানে ছিলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি। আশিসবাবু বলেন, ‘‘লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী গত বিধানসভা নির্বাচনে রামপুরহাট কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। এ বারও যাতে তা-ই হয়, আপনারা সেই চেষ্টা করবেন।’’ শতাব্দী অবশ্য বলেন, ‘‘আপনাদের ভালবাসায় সাংসদ হয়েছিলাম। ফের আপনারা আমার পাশেই থাকবেন বলে বিশ্বাস রাখি।’’ এ দিন সকালে নারায়ণপুর গ্রামে হুডখোলা জিপে প্রচারে বের হন তিনি। এ দিন বিকেলে রামপুরহাটে ২, ৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডেও সভা করেন।

বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল এ দিন রামপুরহাট ১ ব্লকের কুশুম্বা, নারায়ণপুর, আখিড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন। কুশুম্বা গ্রাম পঞ্চায়েতের চাকাইপুর গ্রামে তিনি ঘোরেন সাইকেলে। বিজেপিকে ভোট দেওয়ার স্লোগানও তোলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE