Advertisement
০৬ মে ২০২৪
Lok Sabha Election 2019

অমিতের রোড শো ঘিরে ধুন্ধুমার, অবরোধ লেনিন সরণিতে, অবরুদ্ধ মধ্য কলকাতা

দু’পক্ষের বাদানুবাদের সময়ই লেনিন সরণীতে অবরোধ শুরু করে দেন বিজেপি কর্মীরা।

অমিত শাহের রোড শো ঘিরে উত্তেজনা। ভিডিয়ো থেকে নেওয়া ছবি

অমিত শাহের রোড শো ঘিরে উত্তেজনা। ভিডিয়ো থেকে নেওয়া ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১৫:০০
Share: Save:

কলকাতায় অমিত শাহের রোড শো শুরু হওয়ার আগেই লেনিন সরণির দু’ধারে তাঁর পোস্টার ও কাটআউট খুলে দেওয়া নিয়ে উত্তপ্ত হল মধ্য কলকাতা। ভেঙে দেওয়া হয়েছে মঞ্চ, কাট-আউট এবং পোস্টার— এই অভিযোগে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। বেশ কিছু ক্ষণের জন্য লেনিন সরণি অবরোধও করেন তারা।

উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিংহের সমর্থনেই মঙ্গলবার কলকাতায় রোড শো করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। শহিদ মিনার থেকে শুরু করে এই রোড শো শেষ হওয়ার কথা উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে। সেই রোড শো উপলক্ষেই লেনিন সরণির কাছে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল বিজেপি-র তরফে। সেখানেই একটি ট্রাকে করে দু’তিন জন এসে বিজেপির পোস্টার ও কাটআউট খুলে ফেলতে শুরু করেন। এর পরই শুরু হয় বচসা। ঘটনাস্থলেই ছিলেন বিজেপি নেতা রাহুল সিংহ, কৈলাস বিজয়বর্গীয় এবং শঙ্কুদেব পণ্ডা। পুলিশের দাবি, এই মঞ্চ তৈরির কোনও অনুমতি ছিল না। অন্য দিকে বিজেপি নেতারা দাবি করেন, এই মঞ্চ কোনও সভা করার জন্য নয়। তাঁদের বক্তব্য, রোড শো চলাকালীন কারও বসার প্রয়োজন হলে, এই মঞ্চ ব্যবহার করা হবে। দু’পক্ষের বাদানুবাদের সময়ই লেনিন সরণিতে অবরোধ শুরু করে দেন বিজেপি কর্মীরা।

এই পরিস্থিতিতেই উপস্থিত বিজেপি কর্মীরা ট্রাক থেকে বাজেয়াপ্ত করা ফ্ল্যাগ, ফেস্টুন, পোস্টার, কাটআউট নামিয়ে নিয়ে পর ফের তা লাগিয়ে দেন রাস্তার দু’ধারে।ওই ট্রাকচালককে জেরা করতেও শুরু করেন তাঁরা। মিনি ট্রাকটিতে ‘ইলেকশন ডিউটি’ লেখা থাকলেও কোন অফিস থেকে তাঁকে পাঠানো হয়েছে, তা নিশ্চিত ভাবে বলতে পারেননি ট্রাকচালক। তাঁর বক্তব্যে পাওয়া গিয়েছে নানা অসঙ্গতি।

এরই মধ্যে লেনিন সরণি থেকে অবস্থান তুলে নেন বিজেপি সমর্থকেরা। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে লোকজন সমেত চম্পট দেয় ট্রাকটিও। অবরোধ তুললেও বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মীদের মিছিল এসে থামছে লেনিন সরণিতেই। সেই চাপে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে মধ্য কলকাতা। ট্রাফিক নিয়ন্ত্রণে আসরে নেমেছে কলকাতা পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE