Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

ভোটকর্মীদের ভুল, কোচবিহারে শীতলকুচিতে একটি বুথে পুনর্নির্বাচন

কী সমস্যা হয়েছিল, কেন বিরোধীরা ফের ভোট চাইছেন, তা খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

প্রথম দফায় কোচবিহারের একটি বুথে ভোট দেওয়ার লাইন। ছবি: এএফপি।

প্রথম দফায় কোচবিহারের একটি বুথে ভোট দেওয়ার লাইন। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদবাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ২০:৩৩
Share: Save:

রাজ্যে গত তিন দফা ভোটে বিরোধীরা কয়েকশো বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। সেই দাবি এখনও মানা না হলেও, কোচবিহারে শীতলকুচিতে একটি বুথে ফের ভোট নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। যদিও তা হিংসার ঘটনার জন্যে নয়, ভোট কর্মীদের ভুলের জন্যই শীতলকুচির ১৮১ নম্বর বুথে আগামী ২৯ এপ্রিল হবে পুননির্বাচন।

বুধবার রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, “ভোট যন্ত্র ঠিক আছে কিনা দেখার জন্যে, ভোট শুরু হওয়ার আগে ‘মক পোলিং’ হয়। পরে তা বাতিলও করে দিতে হয়। এ ক্ষেত্রে ‘মক পোলিং’ হওয়ার পর, তা বাতিল করা হয়নি। সে জন্যেই ওই বুথে পুনর্নির্বাচন হচ্ছে।”

এই বুথে পুনরায় ভোটের দাবি জানিয়েছিল বিজেপি এবং বিরোধী দলগুলি। কী সমস্যা হয়েছিল, কেন বিরোধীরা ফের ভোট চাইছেন, তা খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের জের, রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ করকে শোকজ কমিশনের​

আরও পড়ুন: দক্ষিণেশ্বর স্কাইওয়াকের মেঝে ফুলে বিপত্তি, আতঙ্কে ব্যবসায়ীরা​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE