Advertisement
০৫ মে ২০২৪

মিছিলে-দেওয়ালে জোর প্রচার

শুক্রবার বিকেলে দুর্গাপুর স্টেশন লাগোয়া এসবি মোড় এলাকায় ‘দুর্গাপুর বাঁচাও-শিল্প বাঁচাও’ স্লোগান তুলে মিছিল বার করে বিভিন্ন বাম সংগঠন। প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে রাতের মধ্যে কাঁকসার রাজবাঁধ, এমএএমসি টাউনশিপের মামড়া বাজার-সহ নানা জায়গায় দেওয়াল লিখন সেরে ফেলেন সিপিএম কর্মীরা।

বাঁ দিকে, তৃণমূলের প্রচারের মাঝে গলা ভেজানো। ডান দিকে, সিপিএমের দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

বাঁ দিকে, তৃণমূলের প্রচারের মাঝে গলা ভেজানো। ডান দিকে, সিপিএমের দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৫:৫৮
Share: Save:

তৃণমূল আগেই শুরু করেছিল। প্রার্থীর নাম ঘোষণার জন্য অপেক্ষায় ছিল সিপিএম। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় প্রার্থী আভাস রায়চৌধুরীর নাম ঘোষণা হতেই তড়িঘড়ি দেওয়াল লিখনে নেমে পড়েন সিপিএম কর্মীরা। শনিবার সকালেও শহরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখতে দেখা গিয়েছে তাঁদের। এ দিন তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে ঢাক ও ব্যান্ডপার্টি নিয়ে মিছিল বেরোয় শহরে।

শুক্রবার বিকেলে দুর্গাপুর স্টেশন লাগোয়া এসবি মোড় এলাকায় ‘দুর্গাপুর বাঁচাও-শিল্প বাঁচাও’ স্লোগান তুলে মিছিল বার করে বিভিন্ন বাম সংগঠন। প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে রাতের মধ্যে কাঁকসার রাজবাঁধ, এমএএমসি টাউনশিপের মামড়া বাজার-সহ নানা জায়গায় দেওয়াল লিখন সেরে ফেলেন সিপিএম কর্মীরা। শনিবার সকাল থেকে সিপিএমের জোরদার প্রচার শুরু হয় রায়ডাঙা, বীরভানপুর, সগড়ভাঙা গ্রাম, সগড়ভাঙা কলোনি, খয়রাশোল প্রভৃতি এলাকাতেও। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চলছে। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের বক্তব্য, ‘‘গত পাঁচ বছরে দুর্গাপুরের মানুষ অভিজ্ঞতা থেকে বুঝেছেন, শহর ভাল নেই। এ বার তাই ভোট আমাদেরকেই।’’

উল্টো দিকে, শহরের বহু দেওয়ালেই জ্বলজ্বল করছে তৃণমূল প্রার্থীর নাম। পাশাপাশি, বাড়ি বাড়ি প্রচারও শুরু হয়েছে। শনিবার সকাল থেকে ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল বার করে তৃণমূল। এমএএমসি টাউনশিপ এলাকায় ঢাক, ব্যান্ডপার্টি নিয়ে মিছিলের নেতৃত্বে ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মিছিল থেকে বেরিয়ে তাঁরা আশপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। দেবব্রতবাবু বলেন, ‘‘ওয়ার্ডের পাড়ায় পাড়ায় নিয়মিত যাতায়াত রয়েছে আমাদের। ধারাবাহিক ভাবে উন্নয়নের কাজ হচ্ছে। আমরা নিশ্চিত, মানুষ আমাদের প্রার্থীকেই সমর্থন করবেন।’’

প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় শনিবার পর্যন্ত প্রচার কিছুটা হলেও কম বিজেপির। শুক্রবার নিউ টাউনশিপ থানার পরানগঞ্জ এলাকায় বেশ কিছু তৃণমূল ও সিপিএম সমর্থক দলে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। শহরের বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। দলের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কাজকর্ম জোরকদমে চলছে। প্রার্থীর নাম ঘোষণা হলেই প্রার্থীর সমর্থনে প্রচারে বেরব আমরা।’’ নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি কর্মীদের একাংশের অবশ্য বক্তব্য, ‘‘প্রচারে খানিকটা হলেও এগিয়ে যাচ্ছে বিরোধীরা। আমাদের প্রার্থী কে হবেন জানা না থাকায় আমাদের কিছুটা দেরিতে শুরু করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 TMC CPM Wall Writing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE