Advertisement
১১ মে ২০২৪
আজ পাহাড়ে মমতা

ফের সুর চড়াল মোর্চা

গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে রিলে অনশন চলছে। তার উপরে কয়েকদিন আগেই রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না বলে ফতোয়া দিয়েছিল মোর্চা। কিন্তু দেখা গেল, মঙ্গলবার কালিম্পঙে পৌঁছে ফুল-মালা-খাদায় অর্ভ্যথনা পেলেন অরূপবাবু।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫৯
Share: Save:

গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে রিলে অনশন চলছে। তার উপরে কয়েকদিন আগেই রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না বলে ফতোয়া দিয়েছিল মোর্চা। কিন্তু দেখা গেল, মঙ্গলবার কালিম্পঙে পৌঁছে ফুল-মালা-খাদায় অর্ভ্যথনা পেলেন অরূপবাবু। এ দিন, বাগডোগরা থেকে রওনা হওয়ার পরে সেবক থেকে কালিম্পং পর্যন্ত কয়েক দফায় তৃণমূল সমর্থক এবং বিভিন্ন বোর্ডের সদস্যরা তাঁকে বরণ করেন। আজ, বুধবার কালিম্পঙেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিনই, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে এ বার দিল্লিতেও আমরণ অনশন শুরুর হুমকি দিয়ে সুর চড়িয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান তথা জিটিএ-এর চিফ বিমল গুরুঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও মোর্চার প্রতিনিধি দল দেখা করতে যাবেন বলে গুরুঙ্গ জানিয়েছেন। মঙ্গলবার দার্জিলিঙের গোর্খা রঙ্গ মঞ্চে মোর্চার এক সভায় গুরুঙ্গ জানিয়েছেন, দিল্লিতে আমরণ অনশন করবে জিএলপি সদস্যরা। সেই সঙ্গে পাহাড়েও বন‌্ধ এবং অনশনের হুমকি দিয়েছেন গুরুঙ্গ। এ দিন অরূপবাবু পাহাড়ে পৌঁছে বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সৌজন্যে দার্জিলিং হাসছে। সেখানে অনিশ্চয়তা তৈরির চেষ্টা পাহাড়বাসী আর মেনে নেবেন না। কাজেই কোনও হুমকি, হুঁশিয়ারি দিয়ে লাভ নেই। পাহাড় কী চাইছে, তা দিনের আলোর মতো স্পষ্ট।’’

গত মাসে কার্শিয়াঙের জনসভায় অরূপবাবুর দাবি, ‘‘একদিন পাহাড়ের বাসিন্দারাই গুরুঙ্গকে পাহাড় ছাড়তে বাধ্য করবে।’’ তারপর থেকেই মোর্চা সুর চড়াতে থাকে অরূপবাবুর বিরুদ্ধে। তাঁর কুশপুতুলও পোড়ানো হয় দার্জিলিঙে। এ দিন দুপুরে বিমানে অরূপবাবু বাগডোগরায় নেমে সোজা কালিম্পঙে পৌঁছে যান। পাহাড়ি পথে গাড়ি উঠতে শুরু করার পর থেকেই শুরু সংবর্ধনা পর্ব। তৃণমূলের কর্মী সংগঠন ছাড়াও পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের জন্য গঠিত বোর্ডের সদস্যরাও সংবর্ধনা দিয়েছেন অরূপবাবুকে। কালিম্পং শহরেও ফুলের মালা, খাদা পরিয়ে অরূপবাবুকে স্বাগত জানানো হয়েছে।

মোর্চাও পাল্টা জানিয়েছে, মুখ্যমন্ত্রীর সফর শেষের পর দিন আগামী ২৫ সেপ্টেম্বর কালিম্পঙে মহিলা মোর্চার সমাবেশ হবে। গত রবিবার পাহাড় জুড়ে গোর্খাল্যান্ডের দাবিতে পোস্টারও লাগিয়েছিল মোর্চা। পাহাড়ের রাজনৈতিক দলের নেতাদের দাবি, মুখ্যমন্ত্রীর সফরের আগে চাপ তৈরি করতেই গুরুঙ্গ সুর চড়াতে শুরু করেছেন বলে পাহাড়ের রাজনৈতিক নেতাদের দাবি। আজ, বুধবার পাহাড় সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন গুরুঙ্গ বলেন, ‘‘দিল্লিতে আমরণ অনশন হবে। সেই সঙ্গে পাহাড়েও আন্দোলন হবে। বন‌্ধ হবে, অনশন হবে।’’ কবে থেকে আন্দোলন তা জানায়নি মোর্চা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata banerjee Kalimpong Siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE