Advertisement
০৬ মে ২০২৪

শীতে ব্রিগেড-সমাবেশে বিজেপি বিরোধী ‘জোট’ দেখাবেন মমতা

২০১৯ সালের লোকসভা ভোটে ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থী দেওয়ার কৌশল নিয়ে বিজেপিকে মোকাবিলা করতে চাইছে তৃণমূল। গত কয়েকমাস ধরেই সর্বভারতীয়স্তরে এই বার্তা দিচ্ছেন দলনেত্রী স্বয়ং।

লোকসভা ভোটে ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থী দেওয়ার কৌশল নিয়ে বিজেপিকে মোকাবিলা করতে চাইছে তৃণমূলনেত্রী।

লোকসভা ভোটে ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থী দেওয়ার কৌশল নিয়ে বিজেপিকে মোকাবিলা করতে চাইছে তৃণমূলনেত্রী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ০৩:৪৬
Share: Save:

বিজেপির বিরুদ্ধে জোট গড়তে অগ্রণী ভূমিকা নিয়েছেন তিনি। এবার কলকাতায় সমাবেশ করে সেই জোটের চেহারা সর্বসমক্ষে তুলে ধরতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শিলিগুড়িতে তৃণমূল নেত্রী জানিয়েছেন, লোকসভা ভোটের আগে ব্রিগেড ময়দানের এই সভায় জোটের সম্ভাব্য শরিক নেতৃত্বকে উপস্থিত করতে চান তিনি।

২০১৯ সালের লোকসভা ভোটে ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থী দেওয়ার কৌশল নিয়ে বিজেপিকে মোকাবিলা করতে চাইছে তৃণমূল। গত কয়েকমাস ধরেই সর্বভারতীয়স্তরে এই বার্তা দিচ্ছেন দলনেত্রী স্বয়ং। তাঁর বক্তব্য, যে রাজ্যে যে দল শক্তিশালী সেখানে সেই দলকে প্রাধান্য দিয়ে বিরোধী জোটের আসন সংখ্যা বাড়িয়ে নেওয়া উচিত। এদিন তিনি বলেন, ‘‘শীতকালে আমরা ব্রিগেডে একটা সভা করতে চলেছি। সেখানে সবাইকে ডাকা হবে।’’ মমতা আরও জানান, কয়েক দিনের মধ্যে তিনি তামিলনাড়ু যাবেন। সেখানেও আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলবেন।

গত মার্চ মাসে দিল্লিতে গিয়ে সংসদে একাধিক আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে বিজেপি বিরোধী জোট গঠনের কাজ শুরু করেন। উত্তরপ্রদেশের সপা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে লখনউয়ে পরে বৈঠকের কথাও সেই সময় জানিয়েছিলেন। উত্তরপ্রদেশের অখিলেশ যাদব, মায়াবতী, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডু, তামিলনাড়ুতে করুণানিধি, কর্নাটকে দেবগৌড়া ছাড়াও বিহারের লালু প্রসাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তৃণমূল নেত্রী। তেমনিই, মহারাষ্ট্রের শরদ পওয়ার বা দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন।

আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের কর্মসূচি রয়েছে ধর্মতলায়। দলের সব থেকে গুরুত্বপূর্ণ এই কর্মসূচির মঞ্চেই বিরোধী জোটের আনুষ্ঠানিক সূচনা করার পরিকল্পনা ছিল তৃণমূলের। সেখানেই দেশের বিজেপি-বিরোধী রাজনৈতিকদলগুলিকে ডাকার কথা ভাবা হয়েছিল। এ কথা জানিয়ে মমতা এদিন বলেন, ‘‘শহিদ দিবসের সভায় সবাইকে ডাকব ভেবেছিলাম। পরে বর্ষাকাল এবং কম সময়ের কথা ভেবে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে।’’

মমতা ফেডারেল ফ্রন্টের কথা বললেও কংগ্রেসেকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট যে শক্তিশালী হবে না, তা-ও জানেন। তাই কংগ্রেস নেতৃত্বকে তিনি বারবার আঞ্চলিক দলগুলির সঙ্গে সমঝোতা বা আসন বণ্টনে জোর দেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন। রাহুল গাঁধী’র সঙ্গে কিছুটা দূরত্ব থাকলেও মমতা’র সঙ্গে সনিয়া গাঁধীর সম্পর্ক বরবার ভাল। মার্চ মাসেই সনিয়ার সঙ্গে কথা বলেছেন মমতা। এই অবস্থায় তৃণমূলের প্রস্তাবিত ব্রিগেড সভায় কংগ্রেসকে নিয়ে হবে কি না অবশ্য পরিষ্কার হয়নি। তৃণমূল নেত্রী এ দিন শুধু বলেছেন, ‘‘আমরা বিজেপি-বিরোধী সবাইকে নিয়েই সভা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE