Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রয়াত সন্ন্যাসিনী

শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা বিমুক্তপ্রাণা প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৮২ বছর।

প্রব্রাজিকা বিমুক্তপ্রাণ

প্রব্রাজিকা বিমুক্তপ্রাণ

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০১:০১
Share: Save:

শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা বিমুক্তপ্রাণা প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৮২ বছর। তিনি সিরিটি শাখার সম্পাদক ছিলেন। শুক্রবার সকাল ১০টা ১০-এ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। সারদা মঠ সূত্রে খবর, দীর্ঘ দিন ফুসফুসের অসুখে ভুগছিলেন প্রব্রাজিকা বিমুক্তপ্রাণা। ৭ ডিসেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে ভর্তি হন তিনি। মঠ ও মিশনের অছি পরিষদের সদস্য প্রব্রাজিকা বিমুক্তপ্রাণা দক্ষিণেশ্বরে শ্রীসারদা মঠের মন্দির ছাড়াও বারাণসী, গঙ্গারামপুর, বেঙ্গালুরু-সহ বিভিন্ন জায়গার শাখাকেন্দ্র তৈরি দেখভালের কাজে যুক্ত ছিলেন। ১৯৯৮ সালে তিনি সিরিটি কেন্দ্রের সম্পাদকের দায়িত্ব নেন। এ দিন বিকেলে দক্ষিণেশ্বর সারদা মঠে তাঁর দেহ আনা হয়। সন্ধ্যায় কাশীপুর শ্মশানে হয় শেষকৃত্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nun
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE