Advertisement
০৭ মে ২০২৪

তৃণমূলের ৩ প্রার্থী চূড়ান্ত, যাচাই করেছেন পিকেও

বৃহস্পতিবার তিন কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল। প্রতিটি ক্ষেত্রেই প্রার্থীদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য কাজে লাগানো হয়েছিল প্রশান্ত কিশোরের বাহিনীকে।

প্রশান্ত কিশোর।—ফাইল চিত্র।

প্রশান্ত কিশোর।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ০২:১৫
Share: Save:

তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিল ‘টিম পিকে’।

বৃহস্পতিবার তিন কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল। প্রতিটি ক্ষেত্রেই প্রার্থীদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য কাজে লাগানো হয়েছিল প্রশান্ত কিশোরের বাহিনীকে। দলের তৈরি খসড়া প্রার্থী তালিকা নিয়ে তারা সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে সকলের সঙ্গে কথা বলে এবং সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে নেতৃত্বের কাছে রিপোর্ট দেয়। তার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী স্থির হয়। লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পরে তৃণমূল ভোটকুশলী প্রশান্ত কিশোরকে ডেকে এনেছে। এই উপনির্বাচন তাঁর প্রথম পরীক্ষা।

খড়্গপুরে প্রদীপ সরকার, কালিয়াগঞ্জে তপন দেব সিংহ এবং করিমপুরে বিমলেন্দু সিংহ রায় তৃণমূলের প্রার্থী হয়েছেন। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বুধবার বলেন, ‘‘স্থানীয় নেতাদের সামনে রেখে ঐক্যবদ্ধ লড়াইয়েই জোর দেওয়া হবে।’’

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ও উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে কখনই তৃণমূল জেতেনি। এই দুই কেন্দ্রেই দলের স্থানীয় দুই জনপ্রতিনিধিকে প্রার্থী করা হয়েছে। খড়্গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ যুব তৃণমূলের পরিচিত মুখ। এই নির্বাচনের ভারপ্রাপ্ত নেতা তথা দলের মন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা নেতৃত্বের পরামর্শে যে তালিকা রাজ্য নেতৃত্বকে দেওয়া হয়েছিল, সেখানেও প্রদীপের নাম ছিল। শেষ লোকসভা ভোটে ৪৫ হাজারের বেশি ভোটে পিছিয়ে থাকা খড়্গপুরে লড়াইয়ের জন্য তাঁকে উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে ‘টিম পিকে’ও। প্রার্থী বাছাই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘একটি সংস্থা থেকে সমীক্ষা করা হয়েছে বলে শুনেছি।’’

কালিয়াগঞ্জের জন্য জেলা নেতৃত্বের প্রথম পছন্দ তপন দেব সিংহকেই প্রার্থী করেছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, উপনির্বাচনের পরিস্থিতি বুঝতে সপ্তাহ দুই আগে কালিয়াগঞ্জ নিয়েও সমীক্ষা করেছে ‘টিম পিকে।’ এক্ষেত্রে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হিসেবে তাঁর ‘স্বচ্ছ’ ভাবমূর্তি বিবেচনা করা হয়েছে বলেই দলীয় সূত্রে খবর।

অন্যদিকে, নদিয়ার করিমপুর আসনটি তৃণমূলের দখলেই রয়েছে। শেষ লোকসভা নির্বাচনেও এই ধারা বজায় রয়েছে। করিমপুরে শেষ লোকসভা ভোটেও এই কেন্দ্রে ১৬ হাজার ভোটে এগিয়ে ছিল তৃণমূল। এই আসনে দলের পুরনো কর্মী তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিমলেন্দু সিংহ রায়কে প্রার্থী করেছে তারা। এই কেন্দ্রে একাধিক দাবিদার ছিলেন। বিমলেন্দুবাবুও দলের শীর্ষনেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন। প্রার্থী হিসেবে তাঁর ‘জয়ের সম্ভাবনা’ যাচাই করেছে ‘টিম পিকে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prashant Kishor By Election TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE