Advertisement
২৬ এপ্রিল ২০২৪
West Bengal BJP

বাজপেয়ীর অস্থিকলস নিয়ে গঙ্গাসাগর যাত্রা পিছিয়ে দিল রাজ্য বিজেপি

মঙ্গলবার অস্থিকলস কলকাতায় এলেও বুধবার তা নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশে যাত্রা শুরু হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

হরিদ্বারে প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস। ছবি: পিটিআই।

হরিদ্বারে প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ২০:০০
Share: Save:

অস্থিকলস যাত্রা পিছিয়ে দিল পশ্চিমবঙ্গ বিজেপি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতাভষ্মের কলসি নিয়ে বিজেপি গঙ্গাসাগর যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার রাজ্য বিজেপির সদর দফতর থেকে সেই যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য বিজেপির তরফে রবিবার জানিয়ে দেওয়া হল, সোমবার অস্থিকলস যাত্রা শুরু হচ্ছে না। অস্থিকলস এখনও কলকাতাতেই আসেনি বলেও রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে।

অস্থি বিসর্জনের মূল পর্বটি আজ রবিবার হরিদ্বারেই হয়ে গিয়েছে। অটলবিহারী বাজপেয়ীর দত্তক কন্যা নমিতা ভট্টাচার্য নিজে অস্থি বিসর্জন দিয়েছেন গঙ্গায়। বিজেপি নেতারাও তাঁর সঙ্গে ছিলেন। তবে বিজেপির তরফে গোটা ভারতেই নিয়ে যাওয়া হচ্ছে বাজপেয়ীর চিতাভষ্ম। বিভিন্ন প্রতীকী স্থানে বা তীর্থক্ষেত্রে চিতাভষ্ম বিসর্জন দেওয়ার বন্দোবস্ত হচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি প্রথমে জানিয়েছিল, বাজপেয়ীর চিতাভষ্মের পাত্র রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবে। রাতে রাজ্য দফতরে তা থাকবে। সোমবার রাজ্য দফতর থেকেই গঙ্গাসাগরের দিকে অস্থিকলস যাত্রা শুরু হবে। গঙ্গাসাগরে অস্থি বিসর্জন দেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়েছে যে, অস্থিকলস যাত্রা কর্মসূচি আপাতত স্থগিত। কবে কর্মসূচি পালিত হবে, তা বিশদে পরে জানানো হবে।

আরও পড়ুন: স্কুল পাঠ্যে মিলখা সিংহের বদলে ফারহান আখতারের ছবি ঘিরে বিতর্ক

কেন আচমকা বাংলায় স্থগিত করা হল অস্থিকলস যাত্রা, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা রয়েছে। তবে রাজ্য বিজেপি বলছে, জল্পনার কোনও কারণ নেই। দলের কেন্দ্রীয় নেতৃত্ব কর্মসূচিতে কিছু বদল এনেছেন বলেই রাজ্যকেও নতুন করে দিন-ক্ষণ স্থির করতে হচ্ছে।

প্রয়াত নেতার অস্থিকলস বাংলায় আনতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বললেন, ‘‘কথা ছিল, চিতাভষ্ম নিয়ে আমরা আজই (রবিবার) কলকাতায় ফিরব। কিন্তু তা হয়নি। হরিদ্বারে অস্থি বিসর্জনের মূল পর্ব সারা হয়ে গিয়েছে। কিন্তু চিতাভষ্মের বাকি অংশ বিভিন্ন রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়ার আগে চিতাভষ্মের পাত্রটি এক দিনের জন্য দিল্লিতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নেতৃত্ব। তার জেরেই বাংলাকেও কর্মসূচির তারিখ বদলাতে হচ্ছে।’’

সোমবার দিনভর দিল্লির ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে বাজপেয়ীর চিতাভষ্মের পাত্র রাখা থাকবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। যাঁরা প্রয়াত নেতার মরদেহে অন্তিম শ্রদ্ধা জানানোর সুযোগ পাননি, তাঁদের জন্যই চিতাভষ্ম আরও এক দিন দিল্লিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ইন্দিরা গাঁধী স্টেডিয়ামে সোমবার বড়সড় জমায়েত হবে বলে বিজেপি আশা করছে। মঙ্গলবার চিতাভষ্ম আলাদা আলাদা পাত্রে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই তা কলকাতায় পৌঁছবে।

আরও পড়ুন: কেরলের ত্রাণে দশ কোটি সাহায্য মুখ্যমন্ত্রী মমতার, পাশে থাকার বার্তা

কিন্তু মঙ্গলবার অস্থিকলস কলকাতায় এলেও বুধবার তা নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশে যাত্রা শুরু হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। সায়ন্তন বসু বললেন, ‘‘বুধবার ইদ। সে দিন অস্থিকলস যাত্রা শুরু করা হবে, না কি পরের দিনটাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে।’’

বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE