Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মনের অসুখ জয়ের স্বপ্ন পুরস্কার মঞ্চে

‘‘কাগজে-কলমে লেখার বদলে ছোটদের মানসিক সমস্যার বিপদটা আমায় ছবি সাজিয়ে বলতে হতো! তাই আগে ছবিগুলো ভেবে নিয়ে এ বিষয়ে পড়াশোনা করি।’’— বলছিল সত্যজিৎ রায়ের অন্ধ ভক্ত খুদে চিত্রপরিচালক।

যুবাসনা কাপাস। নিজস্ব চিত্র

যুবাসনা কাপাস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০২
Share: Save:

প্রশ্নপত্র দেখে কলমের ডগা কামড়ে নাজেহাল খুদে পরীক্ষার্থী। কিংবা মা-বাবার ঝগড়ার জেরে ঘুমহারা কিশোরীটি। ছবিগুলো পর পর ফুটে উঠছে মঞ্চের বড় পর্দায়। সঙ্গে লেখা, এ দেশের চারটি কিশোর-কিশোরীর এক জন অবসাদগ্রস্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কৈশোরে মৃত্যুর তিন নম্বর প্রধান কারণ আত্মহনন।

ছোটদের ‘মনের অসুখ’ নিয়ে দু’মিনিটের ছোট্ট সিনেমা শনিবারই প্রথম দেখল কলকাতা। ২৪ তম ‘দ্য টেলিগ্রাফ স্কুল পুরস্কার’-এর মূল ভাবনা, ‘মাইন্ড ম্যাটার্স’-এর সুরটা এই ছবিতেই বেঁধে দেওয়া হল। রূপকার গোখেল মেমরিয়াল স্কুলের দশম শ্রেণির ঝকঝকে যুবাসনা কাপাস।

‘‘কাগজে-কলমে লেখার বদলে ছোটদের মানসিক সমস্যার বিপদটা আমায় ছবি সাজিয়ে বলতে হতো! তাই আগে ছবিগুলো ভেবে নিয়ে এ বিষয়ে পড়াশোনা করি।’’— বলছিল সত্যজিৎ রায়ের অন্ধ ভক্ত খুদে চিত্রপরিচালক। ‘‘হোয়াটসঅ্যাপে রাজ্যের আজেবাজে ভিডিয়ো ফরোয়ার্ড না-করে দু’মিনিটের এমন ছবির প্রচার হলে সত্যিই কাজের হবে।’’— ছবি দেখে উত্তেজিত কোনও দর্শক। ছোট দেখেই থিয়েটারের মঞ্চে সাবলীল, যুবাসনা কলকাতার পথশিশুদের নিয়ে ১৫ মিনিটের ছবি ‘ইচ্ছেডানা’-র জন্য দাদাসাহেব ফালকে-র নামে একটি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। পুরস্কার আসরের থিম মেলে ধরার দায়িত্বও তাকেই দেওয়া হয়েছিল।

মানসিক চাপে ছোটদের একা হয়ে যাওয়ার বিপদে পাশে দাঁড়ানোর অঙ্গীকারও উঠে এল শহর-গ্রামের ছোট-বড় পড়ুয়া-শিক্ষকদের এই মিলনমেলায়। অনলাইনে স্কুলে ভর্তিতে এবিপি গোষ্ঠীর নয়া প্রয়াস ‘অ্যাডমিশনট্রি.ইন’-এর তরফে কাকদ্বীপের অখ্যাত আবাসিক স্কুলে পঞ্চম শ্রেণির স্বপ্নদীপ সাহার দায়িত্ব নেওয়া হয়েছে। একেবারে ছোটবেলায় পিতৃহারা ছেলের মা সদ্য আত্মঘাতী হয়েছেন। পড়াশোনার উৎসাহে অটল স্বপ্নদীপ তবু সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখে।

অবসাদের গহন থেকে ঘুরে দাঁড়ানো ‘অপরাজেয়’দের হাত ধরার গল্পও লেখা হল ‘দ্য টেলিগ্রাফ পুরস্কার’-এর মঞ্চেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Documentary Depression The Telegraph School Award
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE