Advertisement
০৫ মে ২০২৪

শাহের মাঠেই আজ শুভেন্দুর ‘মিনি ব্রিগেড’

বিজেপির থেকে তাদের বড় জমায়েত হবে বলেই তৃণমূলের দাবি। সভার বহরও তাই বাড়ানো হচ্ছে।

জোরকদমে: চলছে সভা মঞ্চ বাঁধার কাজ। নিজস্ব চিত্র

জোরকদমে: চলছে সভা মঞ্চ বাঁধার কাজ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫০
Share: Save:

চার দিন আগে এই মাঠেই সভা করে গিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। কাঁথি রেল স্টেশন সংলগ্ন সেই মাঠেই আজ, রবিবার তৃণমূলের পাল্টা সভা। প্রধান বক্তা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিজেপির থেকে তাদের বড় জমায়েত হবে বলেই তৃণমূলের দাবি। সভার বহরও তাই বাড়ানো হচ্ছে। বিজেপির তুলনায় মাঠের অনেকটা বেশি অংশ নিয়ে মণ্ডপ ও কর্মী-সমর্থকদের বসার ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। মঞ্চও করা হয়েছে তিনটি। তৃণমূলের দাবি, কার্যত ‘মিনি ব্রিগেড’ হতে চলেছে কাঁথির এই সভা। সভার সমর্থনে শনিবার বিকেলে কাঁথিতে বাইক মিছিলও করেছে তৃণমূল। দলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিশির অধিকারী বলেন , “শান্তিপ্রিয় কাঁথিতে যারা অশান্তি সৃষ্টি করেছে, বিজেপির সেই দুষ্কৃতী ও বহিরাগত গুন্ডাদের কাঁথির মানুষ ক্ষমা করবে না। ২৯ জানুয়ারি বিজেপির আক্রমণের প্রতিবাদ জানাতেই, আজ, রবিবার সেই একই মাঠে আরও বিশাল জমায়েত হবে।’’

শাহের সভার আগে ১৯ জন চাষি সভাস্থলের জমি দেওয়া নিয়ে আপত্তি তুলেছিলেন। সে জন্য সভায় পুলিশের অনুমতি পেতেও ঝক্কি হয়। শেষে আপত্তির জায়গা ঘিরে দিয়ে হয়েছিল শাহের সভা। তৃণমূলের সভায় অবশ্য তেমন কোনও আপত্তি আসেনি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, “রবিবারের সভা নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ আসেনি। সভাস্থলের জমির মালিকদের ‘এনওসি’ এবং ছবি দিয়েই পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। সব কিছু ঠিক থাকায় অনুমোদন দেওয়া হয়েছে।’’ কাঁথির মহকুমাশাসক শুভময় ভট্টাচার্যেরও বক্তব্য, “পুলিশ এনওসি দেওয়ায় আমরাও সভায় মাইক ব্যবহারের অনুমতি দিয়েছি।’’

বিজেপির সভায় আপত্তি ছিল, তৃণমূলের সভায় নেই?

এক চাষির বক্তব্য, “বিজেপি আমাদের সঙ্গে কোনও কথা না বলে জমিতে বাঁশ পুঁতে দিয়েছিল। কিন্তু তৃণমূল প্রথম থেকেই আমাদের মতামতকে গুরুত্ব দিয়েছে। আমাদের সঙ্গে আলোচনা করে তবে মণ্ডপ বেধেছে। তাই আমরা কোনও আপত্তি করিনি।’’ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতির বক্তব্য, “অমিত শাহের সভার সময় অনুমতি দিতে প্রশাসন যত টালবাহানা করেছিল, এ বার (তৃণমূলের ক্ষেত্রে) তা হল না। বিজেপি সভাপতির সভাতেও প্রশাসনের এই তৎপরতা থাকলে ভাল হত।’’

অমিত শাহের সভার পরে বিজেপি ও তৃণমূলের কর্মী-সমর্থকের সংঘর্ষে তপ্ত হয়েছিল কাঁথির বিভিন্ন এলাকা। সে দিন তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা, বাইক পোড়ানো, বাস ভাঙচুরের অভিযোগে কাঁথি থানার পুলিশ আরেক যুবককে গ্রেফতার করেছে। ধৃত নির্মল বড়াই ময়না থানার লালুয়াগেড়ার বাসিন্দা। শুক্রবার রাতে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে নির্মলকে গ্রেফতার করা হয়। শনিবার কাঁথি আদালতে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

এ দিকে খোদ অমিত শাহ এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে যথাক্রমে মারিশদা ও কাঁথি থানায় তৃণমূলের তরফে দু’টি অভিযোগ দায়ের হয়েছে। শাহের বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তৃতা ও দিলীপের বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তৃতার পাশাপাশি মারধর, অগ্নি সংযোগের অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়মমাফিক তদন্ত হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE