Advertisement
২৬ এপ্রিল ২০২৪

লালগড়ে হদিস মিলছে না শাসক দলের জয়ী প্রার্থীদের

তৃণমূল সূত্রের খবর, নেপুরা গ্রাম পঞ্চায়েতে বিবদমান দুই গোষ্ঠীই প্রধান পদের দাবিদার হয়ে ওঠার পর থেকেই দানা বেঁধেছে ‘নিখোঁজ রহস্য’।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কিংশুক গুপ্ত
লালগড় শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০৩:৩১
Share: Save:

এত দিন বিজেপি অভিযোগ করেছে, পঞ্চায়েতে তাদের জয়ী প্রার্থীদের ভাঙাচ্ছে শাসক দল। বহু জায়গায় জয়ী প্রার্থীদের অন্য রাজ্যে সরিয়েও নিয়ে গিয়েছে বিজেপি। এ বার লালগড়ে হদিস মিলছে না শাসক দলের নির্বাচিত কয়েক জন প্রার্থীর। তৃণমূল সূত্রের খবর, নেপুরা গ্রাম পঞ্চায়েতে বিবদমান দুই গোষ্ঠীই প্রধান পদের দাবিদার হয়ে ওঠার পর থেকেই দানা বেঁধেছে ‘নিখোঁজ রহস্য’।

ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান সুকুমার হাঁসদা বলেন, ‘‘নেপুরায় দলের কয়েক জন নির্বাচিত প্রার্থীর হদিস পাওয়া যাচ্ছে না। বিষয়টি ব্লক সভাপতির কাছে জানতে চেয়েছি।’’ পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ হয়নি।

নেপুরা গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসন। সাতটি আসনে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন। তিনটি আসনে বিজেপি ও বাকি তিনটি আসনে তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীরা নির্দল হয়ে জিতেছেন। তৃণমূল সূত্রের খবর, দলের জয়ী সাত জন প্রার্থীর মধ্যে বিদায়ী প্রধান অঞ্জলি হেমব্রম-সহ চার জন অঞ্চল সভাপতি রিন্টু বিশ্বাসের অনুগামী। বাকি তিন জন জয়ী তৃণমূল প্রার্থী লালগড় ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি বনবিহারী রায়ের অনুগামী হিসেবে পরিচিত। নির্বাচিত বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল তিন প্রার্থীর মধ্যে দু’জন রিন্টুবাবুর দিকে। এক জন রিন্টু বিরোধী গোষ্ঠীর।

তৃণমূলের অন্দরের খবর, এ বারও অঞ্জলিদেবীকে প্রধান করতে দলের জেলা নেতৃত্বের কাছে দরবার করেছেন রিন্টুবাবু। বিষয়টি আঁচ করে রিন্টু বিরোধী গোষ্ঠী তৃণমূলের নির্বাচিত বাকি তিন প্রার্থী ও নির্দল এক প্রার্থীকে এলাকা থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। বিজেপির তিন নির্বাচিত প্রার্থীও গা ঢাকা দেওয়ায় এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। রিন্টুবাবুর কথায়, ‘‘দলের একাংশ আমাদের নির্বাচিত তিন দলীয় প্রার্থীকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছেন। বিজেপির তিন ও নির্দল এক প্রার্থীকেও অন্যত্র সরানো হয়েছে বলে শুনেছি।’’ বনবিহারীবাবু বলেন, ‘‘আমি এখন ব্লক সভাপতির দায়িত্বে নেই। তাই কী ঘটেছে আমার জানা নেই।’’ আর লালগড় ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মাহাতোর কথায়, ‘‘নির্বাচিত প্রার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে জেলা চেয়ারম্যানকে জানাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE