Advertisement
২৬ এপ্রিল ২০২৪
State News

ফল ১৯-০, ভাটপাড়া আবার দখল করল তৃণমূল

ভাটপাড়ায় ১৯-০ ভোটে জয়ী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

ভাটপাড়া পুরসভা। —ফাইল চিত্র।

ভাটপাড়া পুরসভা। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ১৪:৩৩
Share: Save:

বিজেপিকে একেবারে ধরাশায়ী করে ভাটপাড়া পুরসভা ফের নিজেদের দখলে নিল তৃণমূলভাটপাড়ায় ১৯-০ ভোটে জয়ী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের চৈতালী চক্রবর্তীর তত্ত্ববধানে পুরসভার আস্থাভোট হয়। এ দিন ভোটাভুটি শুরুর আগে থেকেই সর্তকতামূলক ব্যবস্থা হিসাবে পুরভবন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পাশাপাশি, কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নামানো হয় র‌্যাফ। তবে বিজেপি কাউন্সিলরেরা এ দিনের আস্থাভোটে অংশ নেননি।

২ জানুয়ারি ভাটপাড়া পুরসভায় আস্থাভোট হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন বিজেপি নেতৃত্ব। সে দিনই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তা খারিজ করে দেয়। ওই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, মঙ্গলবারই অনাস্থা বৈঠক করতে হবে ভাটপাড়া পুরভবনে।

আরও পড়ুন: শেয়াল-কুকুরে খুবলে খেল গণধর্ষণ করে পুড়িয়ে মারা কিশোরীকে! উত্তপ্ত কুমারগঞ্জ

ডিভিশন বেঞ্চের ওই নির্দেশে স্বাভাবিক ভাবেই উল্লসিত তৃণমূল শিবির। বিজেপি অবশ্য হাল ছাড়ছে না। মঙ্গলবারই তারা সুপ্রিম কোর্টে আপিল করবে বলে আগেই জানিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এ দিন ভাটপাড়া পুনর্দখলের পরে বিজেপি সাংসদ অজুর্ন সিংহকে কটাক্ষ করতে ছাড়েননি উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। বিজেপি সাংসদকে কটাক্ষ করে পার্থর মন্তব্য, ‘‘ওঁকে বলব, গণদেবতার উপরে একটু আস্থা রাখুন। এত বার এত রকম আদালতে ছুটবেন না।’’ এই ফলাফলের পর পার্থবাবু আরও বলেছেন, ‘‘আমরা আগের দিনও ১৯ জন কাউন্সিলরের সমর্থনই পেয়েছিলাম। আজও ১৯ জনের সমর্থনই পেয়েছি। কারণ, আমরা কাউকে জোর করে তৃণমূল বানাইনি। ওঁরা তৃণমূলেই ছিলেন, তৃণমূলেই আস্থা রেখেছেন।’’ অন্য দিকে, প্রতিশ্রুতি মতোই সুপ্রিম কোর্টে গিয়েছেন অর্জুন সিংহ। এ নিয়ে তিনি বলেছেন, ‘‘ভাটপাড়া নিয়ে আমরা সুপ্রিম কোর্টে এসেছি। সেই কারণেই দলের কোনও কাউন্সিলর এ দিনের ভোটাভুটিতে যাননি।’’

আরও পড়ুন: জেএনইউ-তদন্ত চলছে, তার আগেই এবিভিপিকে ক্লিনচিট কেন্দ্রীয় মন্ত্রীর

ভাটপাড়া ফের নিজেদের হাতে রাখার বিষয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল তৃণমূল। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বরাবরই দাবি করে এসেছিলেন ভাটপাড়ায় সব কাউন্সিলরই তাঁদের পক্ষে ভোট দেবেন। এ দিন দেখা গেল, জ্যোতিপ্রিয়র সে কথাই একেবারে মিলে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhatapara TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE