Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সাগরমেলায় সরকারি প্রকল্প নিয়ে প্রচারে ঝাঁপ তৃণমূলের

লোকসভা ভোটের আগে গঙ্গাসাগরের জমায়েতকে বেছে নিয়ে সেই প্রচারে পরিকল্পিতভাবে নেমেছে শাসকদল তৃণমূল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০৫:৩৮
Share: Save:

রাজ্যে সরকারের নতুন প্রকল্প অনেক। কিন্তু তার অনেকটাই মানুষের কাছে পৌঁছয় না প্রয়োজনীয় প্রচারের অভাবে। লোকসভা ভোটের আগে গঙ্গাসাগরের জমায়েতকে বেছে নিয়ে সেই প্রচারে পরিকল্পিতভাবে নেমেছে শাসকদল তৃণমূল।

রাজ্যের এই বৃহত্তম বার্ষিক জমায়েতকে বেছে নিয়ে প্রচারের দিক থেকে সব সাধারণ রাজনৈতিক কর্মসূচিকে পিছনে ফেলে দিয়েছে তৃণমূল। কোন অংশের জন্য নবান্নের কোন প্রকল্প, তা জানাতে গঙ্গাসাগর মেলা একেবারে ছেয়ে ফেলেছে তৃণমূল। দলের শাখা সংগঠনও একই ভাবে কচুবেড়িয়া থেকে মেলা পর্যন্ত তিরিশ কিলোমিটার রাস্তা জুড়ে একই ভাবে দিয়েছে ফ্লেক্স, হোর্ডিং, ব্যানার। দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীর কথায়, ‘‘সাগরমেলায় লক্ষ লক্ষ মানুষ আসেন। এক জায়গায় তাঁদের কাছে এই তথ্য জানানোর এটা বড় সুযোগ।’’ কন্যাশ্রী, সবুজসাথী, গতিধারা রূপশ্রীর মতো যে অংসখ্য প্রকল্প তৃণমূল জমানায় চালু হয়েছে, তার বিস্তারিত সহ এই বিজ্ঞাপনে ব্যাপক আয়োজন করা হয়েছে দলের তরফে।

সাগরমেলায় সরকারি পৃষ্ঠপোষকতা বহুদিনের। তবে ক্ষমতায় আসার পর মেলার পরিকাঠামো আমূল বদলে দিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আগ্রহে যোগাযোগ, থাকার জায়গা, রাস্তা, পানীয় জলের ব্যবস্থা অনেক ভাল। সরকারের সেই তৎপরতাকে রাজনৈতিক প্রচারে ব্যবহার করতে সাগরমেলায় ‘জোড়াফুলে’র উপস্থিতিও প্রতিবছর বেড়ে চলেছে। রাজ্য সরকারের যে সব দফতর মেলার পরিকাঠামো তৈরির কাজ করে তারা আলাদাভাবে কাজের প্রচারে ফ্লেক্স-ব্যানার দেয়। সেই সঙ্গে মেলার মূল সহায়ক হিসাবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনও। এই বিপুল জমায়েতের সুযোগ নিয়ে রাজনৈতিক প্রচারও সারতে চায় তৃণমূলও। সে কারণেই কোনও রাজনৈতিক বক্তব্য নয়, দলের তরফে যে প্রচার করা হয়েছে তার আশি ভাগই সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে। প্রচারের বিষয় যা-ই হোক, তাতে রাজনৈতিক লক্ষ্যের কথাও স্বীকার করে নিয়েছেন সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরাও। তিনি বলেন, ‘‘সরকারের প্রকল্পের কথা মানুষকে জানানো তো দলেরও কর্তব্য। তাই সব শাখা সংগঠনও এই কাজ করেছে।’’

সম্প্রতি একাধিক সভায় মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের সঠিক রূপায়ণ নিয়ে দলের নেতা ও আমলাদের সতর্ক করে দিয়েছেন। কোথাও যাতে প্রাপ্য থেকে মানুষকে বঞ্চনা করা করা না হয়, তা নিশ্চিত করতে বলেছেন তিনি। সে দিকে ইঙ্গিত করেই দলের এক রাজ্য নেতা বলেন, ‘‘সরকার যে প্রকল্প চালু করেছে, তার স্বচ্ছতা রক্ষার দায়িত্ব দলেরও। তাই এই প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE