• Metronom
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

সিধুর প্রয়াস

Metronom
মেট্রোনম
  • Metronom

এর আগেও নতুনদের সাহায্য করেছেন তিনি। ফের নতুন একটি ব্যান্ডের সদস্যদের উৎসাহ জোগাতে এগিয়ে এলেন সিধু। ছ’সদস্যের ব্যান্ড ‘মেট্রোনম’-এর ডেবিউ অ্যালবাম ‘ষড়ভুজ’-এর ‘এই শহর’ গানে শোনা যাবে সিধুর কণ্ঠ। এ বিষয়ে তিনি বললেন, ‘‘নতুন ব্যান্ড উঠে না এলে গোটা ব্যান্ড মুভমেন্টটাই তো থেমে যাবে। এর আগে ‘ইশান’, ‘পৃথিবী’র উঠে আসার ক্ষেত্রেও আমি সহযোগিতা করেছি।’’ মিউজ়িক অ্যালবামের পাশাপাশি ভিডিয়োতেও দেখা যাবে সিধুকে। থাকছে আরও পাঁচটি গান।

২০১৫ সালে তৈরি হয় এই ব্যান্ড। গত বছর দিল্লির একটি প্রতিযোগিতায় প্রথম দশে জায়গা করে নিয়েছিলেন তাঁরা। তার পরেই অ্যালবাম তৈরির পরিকল্পনা।

সবাই যা পড়ছেন

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন

সবাই যা পড়ছেন

আরও পড়ুন