Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাণিজ্য নিয়ে কেরিয়ার গড়তে

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বহু কলেজেই স্নাতক স্তরে বাণিজ্যে অনার্স পড়ানো হয়। এখানে বি কম (অ্যাকাউন্টিং ও ফিন্যান্স) এবং মার্কেটিং অনার্স নিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে।

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ০৭:৪৪
Share: Save:

প্রশ্ন: বিজ্ঞান নিয়ে পড়ছি। কিন্তু ভবিষ্যতে কমার্স নিয়ে পড়তে চাই। রাজ্য ও বাইরে কোথায় পড়তে পারি? এর পরে উচ্চশিক্ষার সুযোগ কেমন? বিষয়টি পড়ে
কোনও পেশাদার কোর্স করা যায় কি?

দীপক ভট্টাচার্য, হাওড়া

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বহু কলেজেই স্নাতক স্তরে বাণিজ্যে অনার্স পড়ানো হয়। এখানে বি কম (অ্যাকাউন্টিং ও ফিন্যান্স) এবং মার্কেটিং অনার্স নিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। কমার্স-এর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেনসি, ট্যাক্সেশন, কস্টিং, অডিটিং, ব্যাঙ্কিং ও ইনশিয়োরেন্স, ফিনানশিয়াল মার্কেট, ফিনানশিয়াল ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অঙ্ক ও স্ট্যাটিসটিক্স, ইকনমিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনস-এর মতো বিভিন্ন বিষয় পড়ানো হয়। তা ছাড়া ছাত্রছাত্রীদের সময়োপযোগী বিষয়, যেমন শেয়ার বাজার, ই-কমার্স, প্র্যাকটিক্যাল হিসাব তৈরির নানা সফ্‌টওয়্যারও হাতেকলমে শিখতে হয়। দেশের অনেক জায়গাতেই আবার ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বি বি এ), ব্যাচেলর অব বিজনেস ম্যানেজমেন্ট (বি বি এম), ব্যাচেলর অব ম্যানেজমেন্ট স্টাডিজ় (বি এম এস), ব্যাচেলর অব অ্যাকাউনটেন্সি অ্যান্ড ফিনান্স (বি এ এফ), ব্যাচেলর ইন ব্যাঙ্কিং অ্যান্ড ইনশিয়োরেন্স (বি বি আই), ব্যাচেলর ইন ফিনানশিয়াল মার্কেটস (বি এফ এম) পড়া যায় পার্ট টাইম বা ফুল টাইমে। কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্থ কলেজে বি কম এবং এম কম-এর ক্ষেত্রে সিমেস্টার সিস্টেম-সহ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম চালু হয়েছে।

যারা কলেজে নিয়মিত ক্লাস করতে পারে না তাদের জন্য ইন্দিরা গাঁধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (www.ignou.ac.in), বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (www.vidyasagar.ac.in), বর্ধমান বিশ্ববিদ্যালয় (www.buruniv.ac.in), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (http://nbu.ac.in) কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (www.klyuniv.ac.in) ইত্যাদি প্রতিষ্ঠানে দূরশিক্ষার মাধ্যমে বি কম ও এম কম করার সুযোগ রয়েছে।

স্নাতক স্তরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিষয়টি পড়ানো হয়। যেমন,

• সেন্ট জেভিয়ার্স কলেজ (অটোনমাস)

www.sxccal.edu

• গোয়েঙ্কা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন

http://goenkacollege.net

• মৌলানা আজ়াদ কলেজ

https://maulanaazadcollegekolkata.ac.in

• শিবনাথ শাস্ত্রী কলেজ

https://sivanathsastricollege.org

• শ্রীশিক্ষায়তন কলেজ

http://shrishikshayatancollege.org

• বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, হাওড়া

https://bkgc.in

• শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ

www.sajaipuriacollege.in

• শেঠ সুরজমল জালান গার্ল’স কলেজ

http://ssjalangirlscollege.ac.in

• ফকির চাঁদ কলেজ, দক্ষিণ চব্বিশ পরগনা

http://fakirchandcollege.org

• ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ

www.rbccollege.ac.in

• ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ

www.brsnc.org

• পানিহাটি মহাবিদ্যালয়

www.pmv.ac.in

• হুগলি মহসিন কলেজ

www.hooghlymohsincollege.org

• চন্দননগর কলেজ

www.chandernagorecollege.org

• চাকদহ কলেজ

http://chakdahacollege.ac.in

• দ্বিজেন্দ্রলাল কলেজ, কৃষ্ণনগর

www.dwijendralalcollege.org

• পাঁশকুড়া বনমালী কলেজ

http://panskurabanamalicollege.org

• মুগবেরিয়া গঙ্গাধর মহাবিদ্যালয়

www.mugberiagangadharmahavidyalaya.org

• তাম্রলিপ্ত মহাবিদ্যালয়

https://tamraliptamahavidyalaya.org/main

• প্রভাত কুমার কলেজ, কাঁথি

https://pkcollegecontai.ac.in

• রামানন্দ কলেজ

www.ramanandacollege.org

• বাঁকুড়া সম্মিলনী কলেজ

http://bankurasammilanicollege.net ইত্যাদি

রাজ্যের বাইরে

কিছু নামকরা প্রতিষ্ঠান হল—

• শ্রীরাম কলেজ অব কমার্স, দিল্লি

www.srcc.edu

• লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন, দিল্লি

http://lsr.edu.in/#

• হংসরাজ কলেজ, দিল্লি

www.hansrajcollege.ac.in

• লয়লা কলেজ, চেন্নাই

www.loyolacollege.edu

• সেন্ট জোসেফ’স কলেজ অব কমার্স, বেঙ্গালুরু

www.sjcc.edu.in

• হিন্দু কলেজ, দিল্লি

www.hinducollege.ac.in

• ম্যাড্রাস ক্রিশ্চান কলেজ, চেন্নাই

www.mcc.edu.in

• ক্রিস্টু জয়ন্তী কলেজ, বেঙ্গালুরু

http://kristujayanti.edu.in/home

• ক্রাইস্ট ইউনিভার্সিটি, বেঙ্গালুরু

https://christuniversity.in

• সিম্বায়োসিস কলেজ অব আর্টস অ্যান্ড কমার্স, পুণে

https://symbiosiscollege.edu.in ইত্যাদি

স্নাতকোত্তর স্তরে

রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই এম কম পড়া যায়। এ ছাড়া এখন বেশ কিছু কলেজে এম কম পড়ানো হয়। যেমন,

• সেন্ট জেভিয়ার্স কলেজ (অটোনমাস)

www.sxccal.edu

• গোয়েঙ্কা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন

http://goenkacollege.net

• বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, হাওড়া

https://bkgc.in

• ভৈরব গাঙ্গুলী কলেজ

www.bhairabganguly

college.ac.in

• ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ

http://thebges.edu.in

• শ্রীশিক্ষায়তন কলেজ

http://shrishikshayatan

college.org

• শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন

www.sdbicollege.org

• প্রফুল্ল চন্দ্র কলেজ

www.prafullachandra

college.ac.i• ইত্যাদি

স্নাতকোত্তর পড়ার সময় ছাত্র বা ছাত্রটি বেছে নিতে পারে কোন বিষয়ে সে স্পেশালাইজ়েশন করতে চায়— যেমন অ্যাকাউনটেন্সি / বিজনেস-ফিনান্স / মার্কেটিং / ই- কমার্স / ট্যাক্সেশন ইত্যাদি। এর পরে যারা উচ্চশিক্ষা করতে চায়, তারা এম ফিল ও পিএইচ ডি করতে পারে।

পেশাদার পড়াশোনা

যারা স্নাতক স্তরে পড়াশোনার পরে অন্য কোনও দিকে যেতে চায়, তাদের জন্য হরেক পথ খোলা রয়েছে।

ম্যানেজমেন্ট

অনেকেই এমবিএ করার দিকে ঝোঁকে। তা ছাড়া বি কম-এ তারা যা পড়ে তার অনেক কিছুর সঙ্গে এমবিএ-র কোর্সে মিল পায়। ক্যাট, জ্যাট, সিম্যাট, জিম্যাট-এর মতো পরীক্ষা দিয়ে ঢুকতে পারো নামকরা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। অধিকাংশ কমার্সের ছাত্রই এমবিএ-তে স্পেশালাইজ়েশন করার সময় ফিনান্স নেয়। তবে মার্কেটিং, অপারেশনস, হিউম্যান রিসোর্স, ইনফরমেশন টেকনোলজি-র মতো বিষয়ও নিয়ে থাকে অনেকে।

কম্পিউটার অ্যাপ্লিকেশনস

কর্মাসের ছেলেমেয়েরা চাইলে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্সে যোগ দিতে পারে। এখন নতুন একটি সময়োপযোগী কোর্সও চালু হয়েছে— বিজনেস অ্যানালিটিক্স বা বিগ ডেটা অ্যানালিটিক্স। বাণিজ্য বিষয়ের মধ্যে যাদের অঙ্ক, স্ট্যাটিসটিক্স ও কম্পিউটার-এ বিশেষ দক্ষতা আছে, তারা অ্যানালিটিক্স নিয়ে পড়াশুনো করতে পারে।

চাটার্ড অ্যাকাউনটেন্সি

কোর্সটি পরিচালনা করে দি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউনট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই, www.icai.org)। দ্বাদশ শ্রেণির পরীক্ষার পরেও যোগ দেওয়া যায়। এই কোর্সটি কয়েকটি ভাগে বিভক্ত। শেষ ভাগটি ‘ফাইনাল’। এটি পাশ করার পরে ছাত্র বা ছাত্রীটি আইসিএআই-এর সদস্য হয়ে যায়। সংস্থাই তার পর এই ছাত্রছাত্রীদের প্লেসমেন্ট-এ সাহায্য করে। বি কম বা এম কম করার পরে ইন্টারমিডিয়েট কোর্সে যোগ দিতে পারে। এটা সম্পূর্ণ করার পরে তাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং আর্টিকলশিপ শেষ করতে হয়। এর পর ‘ফাইনাল’ ধাপটা শেষ করার পরই তারা হয়ে যায় আইসিএআই-এর সদস্য এবং তাদের চাটার্ড অ্যাকাউনট্যান্ট বলে গণ্য করা হয়।

কস্ট অ্যাকাউনটেন্সি

ব্যাপারটা অনেকটা চার্টার্ড অ্যাকাউনটেন্সি-র মতোই, কিন্তু কোর্সে যা আছে তা সি এ-র থেকে অনেকটাই আলাদা। এই কোর্সটি পরিচালনা করে ইনস্টিটিউট অব কস্ট অ্যাকাউনট্যান্টস অব ইন্ডিয়া (http://icmai.in/icmai/index.php)।

চার্টার্ড ফিনানশিয়াল অ্যানালিস্ট:

আন্তর্জাতিক সার্টিফিকেশনটি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের সিএফএ ইনস্টিটিউট। ওয়েবসাইট: www.cfainstitute.org/about/vision/cfa-institute-india

কোম্পানি সেক্রেটারিশিপ

কোর্সটির দায়িত্বে রয়েছে দি ইনস্টিটিউট অব কোম্পানি সেক্রেটারিজ় অব ইন্ডিয়া (www.icsi.edu)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Commerce Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE